চট্টগ্রামের বোয়ালখালীতে বিশেষ অভিযান চালিয়ে ১৪ রাউন্ড গুলি, দেশীয় ধারালো অস্ত্র ও নগদ টাকাসহ চারজনকে আটক করেছে সেনাবাহিনী। আজ শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নে থেকে তাদের আটক করা হয়।

বোয়ালখালী সেনাক্যাম্প কমান্ডার মেজর রাসেল জানান, লেফটেন্যান্ট কর্নেল মো. সালাহ উদ্দিন আল মামুনের নেতৃত্বে শ্রীপুর-খরণদ্বীপ এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাদক ব্যবসা, চাঁদাবাজিসহ সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগে শহিদুল আলম (৩৮), মো.

জানে আলম নান্নু (৪০), জুবায়েদ আকবর (২৬) ও মো. মোর্শেদকে (৪৭) আটক করা হয়। তাদের কাছ থেকে ৪ রাউন্ড রাইফেলের গুলি, ১০ রাউন্ড শটগানের গুলি, ২১টি দেশীয় অস্ত্র, নগদ এক লাখ ৭৬ হাজার ৪২৫ টাকা, ২৫টি মোবাইল সেট ও তিনটি পাসপোর্ট জব্দ করা হয়েছে।

জব্দকৃত মালামালসহ আটককৃতদের বোয়ালখালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান কমান্ডার মেজর রাসেল।

বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সরোয়ার বলেন, এ বিষয়ে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

রাজকীয় ভোজে ট্রাম্প–মেলানিয়াকে কী কী খাওয়ালেন রাজা চার্লস

জমকালো সাজে সেজেছে যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল। উপলক্ষটাও অনন্য, রাজকীয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সস্ত্রীক যুক্তরাজ্য সফর উপলক্ষে এখানে রাজকীয় নৈশ্যভোজ আয়োজন করেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা।

বুধবার রাতের রাজকীয় এ আয়োজনে কূটনীতি, খাবার, ঐতিহ্য, সংগীত আর আভিজাত্য একসুতোয় বাঁধা পড়েছিল। ট্রাম্প–মেলানিয়াসহ রাজার অতিথি হয়েছিলেন বিশ্বের ১৬০ জন গণমান্য ব্যক্তি।

ডোনাল্ড ট্রাম্পের সম্মানে রাজা তৃতীয় চার্লসের আয়োজন করা রাজকীয় ভোজের টেবিল। যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল, ১৭ সেপ্টেম্বর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ