বগুড়ায় চলতি মৌসুমে ১ লাখ ৮৫ হাজার ৬১৫ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। উৎপাদিত ধান থেকে চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা ৭ লাখ ৭৭ হাজার ৭৭৪ টন। বাজারে দামও ভালো থাকায় লাভবান হবেন বলে আশাবাদী কৃষক। ইতোমধ্যে পেকেছে ৩০ শতাংশ ধান, ৫ শতাংশ কাটাও হয়েছে। ক্ষেতে সবকিছু ঠিকঠাক থাকলেও উদ্বেগ কাটছে না কৃষকের। কারণ কালবৈশাখী। শেষ সময়ে এসে আবহাওয়া বৈরী হলে কষ্টের ফসল ঠিকমতো ঘরে তুলতে পারবেন কিনা, তা নিয়ে সংশয়ে আছেন তারা।
আবহাওয়ার পূর্বাভাসেও কয়েক দিনের মধ্যে ঝড় হতে পারে বলে ইঙ্গিত দেওয়া হচ্ছে। বগুড়ার আবহাওয়াবিদ আশিকুর রহমানের ভাষ্য, গত বছর বৈশাখ মাসের প্রথম দিকেই দু’দফা ঝড় হয়েছিল। এবার এখনও হয়নি। আগামী চার-পাঁচ দিনের মধ্যে ঝড় হওয়ার আশঙ্কা রয়েছে। আর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বগুড়ার উপসহকারী কৃষি কর্মকর্তা ফরিদুল রহমান বলেন, গত বছর ঝড়ে প্রায় ২ শতাংশ ধান ঝরে গিয়েছিল। এবার এখন পর্যন্ত ঝড় না হলেও আশঙ্কা রয়েছে।
জানা গেছে, গত বছর একই সময়ে মাঠে ছিল ৯০ শতাংশের মতো। এ সময়ের মধ্যে ১০ শতাংশ ধান ঘরে তুলতে পেরেছিলেন কৃষক। এবার এখনও মাঠে যে ধান আছে, তা তুলতে অন্তত ২৫ দিন লাগবে। এর মধ্যে ঝড় হলে ধান ঝরে যাবে। আবহাওয়ার কারণে গত বছর কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছিলেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
কৃষি বিভাগসহ সংশ্লিষ্টরা বলছেন, ২৫ এপ্রিল পর্যন্ত মাত্র ৫ শতাংশ ধান কাটা শেষ হয়েছে। মাঠে আছে ৯৫ শতাংশ। এখন আবহাওয়া অনুকূলে থাকায় কাটা ও মাড়াইয়ের কাজ চলছে জোরেশোরে। বাজারে নতুন কাঁচা ধান বিক্রি হচ্ছে ১ হাজার ৩০০ থেকে ১ হাজার ৩৫০ টাকা পর্যন্ত। গত বছরের তুলনায় মণপ্রতি গড়ে ১০০ থেকে ১৫০ টাকা বেশি পাচ্ছেন কৃষক।
সোনাতলা উপজেলার বালুপাড়া এলাকার কৃষক আফজাল হোসেন তিনজন শ্রমিক নিয়ে ধান কাটছেন। তিনি বলেন, এবার ফলন বেশ ভালো হয়েছে। বিঘাপ্রতি ২৫ মণ ছাড়িয়ে যাবে বলে আশা করছেন। গত বছর গড়ে উৎপাদন হয়েছে ২৩ মণ। দামও গত বছরের চেয়ে এবার বেশি। এদিকে ঝড়-বৃষ্টির আশঙ্কায় পাকা ধান জমিতে না রাখতে কৃষকদের পরামর্শ দিয়ে মাইকিং করা হচ্ছে বলে জানিয়েছেন সোনাতলা উপজেলা কৃষি কর্মকর্তা সোহরাব হোসেন।
নন্দীগ্রাম উপজেলার হাট-বাজারে নতুন ধান বিক্রি হচ্ছে সর্বোচ্চ ১ হাজার ৩৫০ টাকা মণ দরে। গত শুক্রবারে রনবাঘাহাটে ধান বিক্রি করতে এসেছিলেন কৃষক মুনসুর আলী। তিনি বলেন, কয়েক বছরের মধ্যে এবার ফলন ভালো হয়েছে, দামও বেশি। উপজেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী, এ বছর ১৯ হাজার ৩৯৯ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ১ লাখ ৬ হাজার ৬৯৪ টন। চলতি বছর প্রতি বিঘায় ২৫ থেকে ২৬ মণ হারে ফলন পাওয়ার আশা সংশ্লিষ্টদের।
কৃষি বিভাগ বলছে, বোরো ধানের আবাদ ব্যয়বহুল হলেও লাভের পরিমাণ বেশি। উপজেলার কৃষকরা এ ধানের ওপর বেশি নির্ভরশীল। গত বছরেও এখানে বাম্পার ফলন হয়েছিল। নন্দীগ্রাম উপজেলা কৃষি কর্মকর্তা গাজীউল হক বলেন, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা থাকায় কাটা-মাড়াইয়ের কাজ শুরু হয়েছে। সব ঠিক থাকলে ভালো ফলনের সুফল পাবেন কৃষক।
সরকারিভাবেও এবার ধানের দাম ৩ টাকা বাড়ানো হয়েছে। গত বছর ছিল ৩৩ টাকা কেজি কিনলেও এবার হয়েছে ৩৬ টাকা। প্রতি মণের দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৪৪০ টাকা। অনুকূল আবহাওয়া, ভালো বীজ ও রোগবালাই না হওয়ায় উৎপাদন বাড়ছে।
এ বিষয়ে জানতে চাইলে জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক সোহেল মো.

শামসুদ্দিন ফিরোজ বলেন, এবার বোরো ধানের আবাদের জন্য সবকিছু অনুকূলে ছিল। নতুন জাতের ধান রোপণে উৎপাদন বাড়ছে। এখনকার মতো আবহাওয়া সামনের দিনগুলোয় অব্যাহত থাকলে কৃষকের ধান ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তার কারণ নেই বলে মনে করেন তিনি।
 

উৎস: Samakal

কীওয়ার্ড: ধ ন স গ রহ গত বছর উৎপ দ উপজ ল

এছাড়াও পড়ুন:

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন ভবন থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তাঁর নাম মো. আরিফুল। শুক্রবার বেলা এগারোটার দিকে তিনি ভবন থেকে পড়ে যান বলে জানা গেছে।

বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রের কর্তব্যরত চিকিৎসক নিংতম বলেন, বেলা এগারোটার দিকে কয়েকজন ওই শ্রমিককে নিয়ে আসেন। অবস্থা গুরুতর দেখে তখনই তাঁকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়।

নির্মাণাধীন ভবনটির ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তা মোমিনুল করিম শুক্রবার রাতে প্রথম আলোকে বলেন, ভবনটির নির্মাণকাজ বর্তমানে বন্ধ রয়েছে। তবে কিছু শ্রমিক ওই ভবনে থাকেন। দুপুরের দিকে তিনি জানতে পারেন একজন শ্রমিক ভবন থেকে পড়ে গেছেন। তাঁকে এনাম মেডিকেলে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছিলো। সন্ধ্যাবেলায় তাঁকে জানানো হয় ওই শ্রমিক মারা গেছেন।

তবে এনাম মেডিকেলের ডিউটি ম্যানেজার সুলতান প্রথম আলোকে বলেন, জাহাঙ্গীরনগর থেকে একজন রোগীকে আনা হয়েছিল। উনি ছাদ থেকে পড়ে গেছেন বলে জানানো হয়। মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছানোর আগেই তিনি মারা যান।

শুক্রবার রাত পৌনে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক একেএম রাশিদুল আলম প্রথম আলোকে বলেন, ‘আমি আধা ঘণ্টা আগে খবর পেয়েছি। সঙ্গে সঙ্গে যোগাযোগ করেছি। এমন একটি ঘটনা আমাদের আগে জানানো হয়নি কেন, তা জিজ্ঞাসা করেছি। বিষয়টি প্রো-ভিসি (এডমিন) দেখছেন।’

সম্পর্কিত নিবন্ধ