কথা ছিল নগর বিএনপির আহ্বায়কের পদ থেকে সরিয়ে দেওয়া হলেও দলে মূল্যায়ন করা হবে ডা. শাহাদাত হোসেনকে। বিএনপির কেন্দ্রীয় কমিটিতে ভাইস চেয়ারম্যান অথবা যুগ্ম মহাসচিব করা হতে পারে তাকে, এমন আলোচনাও ছিল নেতাকর্মীদের মধ্যে। কিন্তু সেটা হয়নি। 

২০২৪ সালের ১৩ জুন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত করার পর ১০ মাস পার হলেও কেন্দ্রীয় কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়নি তাকে। ২০২৪ সালের ৭ জুলাই দুই সদস্যবিশিষ্ট মহানগর বিএনপির কমিটি এবং পরবর্তীতে একই বছরের ৪ নভেম্বর ৫৩ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। সেই কমিটিতে সাবেক আহ্বায়ক হিসেবে পদাধিকার বলে এক নম্বর সদস্য করা হলেও উপেক্ষা করা হয় তার অনুসারী হিসেবে পরিচিত কয়েকজন গুরুত্বপূর্ণ বিএনপি নেতাকে। সেই কমিটিতে স্থান হয়নি তাদের। এ নিয়ে ক্ষোভ ও হাতাশা রয়েছে এই বলয়ের নেতাকর্মীদের মধ্যে। ফলে দলে একপ্রকার নিষ্ক্রিয় হয়ে পড়েছেন তারা।
তবে আদালতের রায়ের মাধ্যমে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র হওয়ার পর করপোরেশনের কার্যক্রম নিয়ে দিন-রাত সমানে ব্যস্ত সময় পার করছেন ডা.

শাহাদাত হোসেন। মাঝেমধ্যে অনুসারী নেতাকর্মীদের বিচ্ছিন্ন কিছু কর্মসূচিতে অংশ নিলেও নেতৃত্বে না থাকায় দলীয় কার্যক্রমে সক্রিয় কম তিনি। দলীয় বলয়ে আলোচনা আছে, মেয়র হওয়ার কারণে ক্ষমতা বেড়েছে ডা. শাহাদাত হোসেনের, তবে দলে তার গুরুত্ব কমেছে।

বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের কয়েকজন সিনিয়র নেতা সমকালের সঙ্গে আলাপকালে বলেন, ‘দীর্ঘদিন ধরে চট্টগ্রাম নগর বিএনপির নেতৃত্বে ছিলেন ডা. শাহাদাত হোসেন। ফলে দলের হাইকমান্ড দলকে নতুন করে সাজাতে তাকে সরিয়ে নগর বিএনপিকে পুনর্গঠন করেছে। তবে একইসঙ্গে তাকে মূল্যায়ন না করায় বিষয়টি নিয়েও নেতাকর্মীদের মধ্যে প্রশ্ন আছে। তবে বিএনপির কেন্দ্রীয় কমিটিতে রদবদল আসতে পারে। বিভিন্ন পদে নতুন মুখ আসতে পারে। তখন তাকে মূল্যায়ন করার সুযোগ সৃষ্টি হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানই এ বিষয়ে চূড়ান্ত নেবেন।
দলের দুঃসময়ের কাণ্ডারি হিসেবে পরিচিত ডা. শাহাদাত হোসেন। আওয়ামী লীগ সরকার আমলে নগরীতে টানা ১৬ বছর আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন তিনি। এ সময়ে অর্ধশতাধিক মামলা হয়েছে তার বিরুদ্ধে, জেলও খেটেছেন। ২০২১ সালের গত ২৯ মার্চ নগরীর কাজির দেউড়ী এলাকায় সমাবেশ চলাকালে পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। এ ঘটনায় দুটিসহ তিনটি মামলায় আসামি করার পাশাপাশি সেদিনই তাকে গ্রেপ্তার করা হয়। ৫২ দিন কারাগারে থেকে জামিনে মুক্তি পান তিনি। রাজপথে আন্দোলন-সংগ্রাম করতে গিয়ে পুলিশের হাতে কয়েক দফা লাঞ্ছিত হয়েছেন। এমনকি শেখ হাসিনা সরকার পতনের আগে কয়েকজন বিএনপি নেতার বাসভবনে হামলা ও অগ্নিসংযোগ করে যুবলীগ-ছাত্রলীগের নেতাকর্মীরা। সেই সময় নগরীর বাদশা মিয়া রোডে ডা. শাহাদাতের বাসায়ও দুটি গাড়িতে অগ্নিসংযোগ এবং আরও আটটি গাড়ি ভাঙচুর করা হয়। সুসময়ে দলে তাকে মূল্যায়ন করা হবে— এমনটিই আশা করেছিলেন তিনি ও তার সমর্থকরা।

সংশ্লিষ্টরা বলছেন, নগর বিএনপির নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়ার পর দলে নতুন করে মূল্যায়ন না করায় রাজনীতিতে বড় ধরনের ভূমিকা রাখতে পারছেন না ডা. শাহাদাত হোসেন। ফলে রাজনীতির মাঠ থেকে নিজেকে তিনি কিছুটা দূরে সরিয়ে রেখে মেয়র হিসেবে, জনপ্রতিনিধি হিসেবে কাজ করে দলের ভাবমূর্তি উজ্জ্বল করাকে গুরুত্ব দিচ্ছেন তিনি।

২০২৪ সালের ৩ নভেম্বর তৎকালীন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা প্রয়াত এএফ হাসান আরিফ মেয়র হিসেবে ডা. শাহাদাতকে শপথবাক্য পাঠ করান। এরপর সিটি করপোরেশনের দায়িত্বভার গ্রহণ করেন তিনি। এর আগে আদালত চট্টগ্রাম নগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম চৌধুরীর পরিবর্তে তাকে মেয়র ঘোষণা করে রায় দেন।
বিএনপির একটি সূত্র জানায়, নগর বিএনপির বর্তমান আহ্বায়ক কমিটি গঠনকালে ডা. শাহাদাতের নেতৃত্বাধীন আহ্বায়ক কমিটির ২৩ জনকে বাদ দেওয়া হয়। তাদের বেশিরভাগই তার অনুসারী। ডা. শাহাদাত ও বক্করের নেতৃত্বাধীন কমিটিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করা ও মাঠের রাজনীতিতে সক্রিয় থাকা নেতাদের মধ্যে বর্তমান কমিটিতে স্থান পাননি নগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আবদুল মান্নান, সদস্য শামসুল আলম, হাজী মোহাম্মদ আলী, চান্দগাঁও ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মাহবুব আলম, মোহরা ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নাজিম উদ্দিন আহমেদ। ফলে ডা. শাহাদাতের সঙ্গে পদবঞ্চিত অনুসারী নেতাকর্মিরাও মাঠের রাজনীতিতে অনেকটাই নিস্ক্রিয়।

নগর বিএনপির সাধারণ সম্পাদক নাজিমুর রহমান সমকালকে বলেন, ‘বিএনপি বড় একটি রাজনৈতিক দল এবং দলটির নগর বিএনপি শাখাও একটি বড় এলাকা ও অঞ্চল নিয়ে গঠিত। সেখান থেকে মাত্র ৫৩ জন সুযোগ পেয়েছেন। স্বাভাবিকভাবে দলের জন্য অনেকেরই ত্যাগ থাকার পরও তাদের সেভাবে মূল্যায়ন করা যায়নি। তবে নানাভাবে তাদের মূল্যায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। দল পুনগর্ঠনকালে এসব ত্যাগী নেতাদের দলের গুরুত্বপূর্ণ পদ দিয়ে মূলয়ান করা হবে।’
জানা যায়, ২০১৬ সালের ৬ আগস্ট ডা. শাহাদাত হোসেন ও আবুল হাশেম বক্করের নেতৃত্বে গঠন করা হয় চট্টগ্রাম মহানগর বিএনপির কমিটি। সেই কমিটি ভেঙ্গে দিয়ে ২০২০ সালের ২২ ডিসেম্বর সেই দুইজনকে নেতৃত্বে রেখে ৩৯ সদস্য বিশিষ্ট নতুন একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয় কেন্দ্র থেকে। ২০২৪ সালের জুনে আবার সেই কমিটি বিলুপ্ত করে এরশাদ উল্লাহকে সভাপতি ও নাজিমুর রহমানকে সাধারণ সম্পাদক করে নগর বিএনপির নতুন কমিটি গঠন করা হয়। ২০১৬ সালের ৬ আগস্টের আগে নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে যে কমিটি ছিল সেই কমিটির সাধারণ সম্পাদক ছিলেন ডা. শাহাদাত। বর্তমানে বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন আমীর খসরু। 

উৎস: Samakal

কীওয়ার্ড: ব এনপ নগর ব এনপ র ২০২৪ স ল র ব এনপ র স ব এনপ র ক স ই কম ট গঠন কর অন স র র জন ত কম ট ত র য় কম সদস য

এছাড়াও পড়ুন:

বিদেশি ঋণ পরিশোধ বেড়েছে ২৪ শতাংশ

চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম ৯ মাসে (জুলাই-মার্চ) বিদেশি ঋণের সুদ ও আসল বাবদ ৩২১ কোটি ডলার পরিশোধ করা হয়েছে। গত অর্থবছরের একই সময়ে (জুলাই-মার্চ) ঋণ পরিশোধের পরিমাণ ছিল ২৫৭ কোটি ডলার। সেই হিসেবে এ বছর বৈদেশিক ঋণ পরিশোধ বেড়েছে ২৪ দশমিক ৯ শতাংশ। এমনকি চলতি অর্থবছরের ৯ মাসে গত অর্থবছরের কাছাকাছি ঋণের সুদাসল পরিশোধ হয়ে গেছে।

বিদেশি ঋণ-অনুদান পরিস্থিতির ওপর গতকাল বুধবার প্রকাশিত অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এই চিত্র উঠে এসেছে। প্রতিবেদন অনুযায়ী ২০২৪-২৫ অর্থবছরের প্রথম ৯ মাসে বিদেশি ঋণ বাবদ পরিশোধের মধ্যে আসলের পরিমাণ ২০১ কোটি ডলার। সুদ বাবদ ১২০ কোটি ডলার পরিশোধ হয়েছে। ২০২৩-২৪ অর্থবছরের প্রথম ৯ মাসে ২৫৭ কোটি ডলার পরিশোধ করতে হয়েছিল। এক বছরের ব্যবধানে ৬৪ কোটি ডলার বেশি পরিশোধ করতে হয়েছে বাংলাদেশ সরকারকে।

ইআরডির একজন কর্মকর্তা সমকালকে বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের সময় আগ্রাসী অর্থনৈতিক ব্যবস্থাপনায় পরিণাম চিন্তা না করে বড় অঙ্কের ঋণ নেওয়া হয়। সেই সঙ্গে ডলারের সঙ্গে টাকার বিনিময় হারের তারতম্য বাড়াসহ নানা কারণে এখন বৈদেশিক ঋণ পরিশোধের পরিমাণ বেড়ে যাচ্ছে। 

চলতি অর্থবছরের ৯ মাসে দেশে মোট প্রায় ৪৮১ কোটি ডলার সমপরিমাণ বিদেশি ঋণ-অনুদান এসেছে। এ সময়ে ঋণের সুদাসল পরিশোধ করতে হয়েছে অর্থছাড়ের প্রায় দুই-তৃতীয়াংশের সমান। এদিকে গত জুলাই-মার্চ সময়ে ৩০০ কোটি ডলারের সমপরিমাণ বিদেশি সহায়তার প্রতিশ্রুতি পেয়েছে বাংলাদেশ, যা গতবারের একই সময়ে পাওয়া প্রতিশ্রুতির অর্ধেকের কম।

গত অর্থবছরের প্রথম ৯ মাসে ৭২৪ কোটি ডলারের প্রতিশ্রুতি পাওয়া গিয়েছিল। জুলাই-মার্চ সময়ে সবচেয়ে বেশি ১২২ কোটি ডলার ছাড় করেছে এডিবি। এ ছাড়া বিশ্বব্যাংক ১০৭ কোটি ডলার ও জাপান ৮৯ কোটি ডলার দিয়েছে।

সম্পর্কিত নিবন্ধ

  • বিদেশি ঋণ পরিশোধ বেড়েছে ২৪ শতাংশ
  • জ্বালানি তেলের দাম কমল লিটারে ১ টাকা
  • আইন সংশোধন করে কি ঠেকানো যাবে ইন্টারনেট বন্ধ
  • ম্যারিকোর ১ হাজার ৯৫০ শতাংশ চূড়ান্ত লভ্যাংশ ঘোষণা
  • অর্থনীতির আকারে এশিয়ার মধ্যে বাংলাদেশ দশম
  • ইউনাইটেড ফাইন্যান্সের ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা
  • সিটি ব্যাংকের শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত
  • সেন্ট্রাল ইন্স্যুরেন্সের ১২ শতাংশ লভ্যাংশ ঘোষণা
  • অগ্রণী ইন্স্যুরেন্সের ১২ শতাংশ লভ্যাংশ ঘোষণা
  • প্রাইম ইন্স্যুরেন্সের ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা