ডিপিএলে এবার বড় সাজা পেলেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের অধিনায়ক তাওহীদ হৃদয়। তাকে ডিপিএলে চার ম্যাচ নিষিদ্ধ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)।
এর আগে আচরণবিধি ভঙ্গ করে দুই ম্যাচ নিষিদ্ধ হয়েছিলেন হৃদয়। সঙ্গে অর্থ দ্বন্দ্ব দেওয়া হয়েছিল তাকে। এর মধ্যে এক ম্যাচের নিষেধাজ্ঞা ভোগ করেছেন তিনি। অন্য ম্যাচের নিষেধাজ্ঞা এক বছর স্থগিত করা হয়েছে। এর মধ্যেই নতুন করে আচরণবিধি ভেঙে বড় সাজা পেলেন জাতীয় দলের এই ক্রিকেটার।
শনিবার ডিপিএলের সুপার লিগে গাজী গ্রুপের বিপক্ষে ৩৭ রানে ক্যাচ আউট হন। তারপরও ক্রিজ না ছেড়ে দাড়িয়ে থাকেন তিনি। যা আইসিসি ও বিসিবির আচরণবিধির পরিপন্থী। এই ঘটনায় হৃদয়ের বিরুদ্ধে মাঠে থাকা আম্পায়ার শৃঙ্খলাভঙ্গের অভিযোগ আনেন। কিন্তু হৃদয় এই অভিযোগ মেনে নিতে অস্বীকার করেন এবং শুনানিতে অংশ নেওয়ার কথা জানান। কিন্তু নির্ধারিত সময়ে শুনানিতে হাজির হননি তিনি।
এই ঘটনায় ম্যাচ রেফারি আক্তার আহমেদ বিসিবির আচরণবিধির ৫.
হৃদয় এর আগে ডিপিএলে আচরণবিধি ভঙ্গ করে সাতটি ডি মেরিট পেয়েছেন। সর্বশেষ ডি মেরিট পয়েন্ট দিয়ে এক বছরের মধ্যে আটটি ডি মেরিট পেলেন তিনি। যার কারণে তাকে এখন চার ম্যাচ নিষিদ্ধ থাকতে হবে।
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
মনোনয়নপত্র নিতে এসে স্লোগান, আচরণবিধি ভাঙলেন এক শিক্ষার্থী
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) মনোনয়নপত্র নিতে এসে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে এক শিক্ষার্থীর বিরুদ্ধে। তাঁর নাম সালমান রহমান। আজ মঙ্গলবার বেলা দেড়টার দিকে চাকসুর কার্যনির্বাহী সদস্যপদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তিনি।
নির্বাচনী আচরণবিধি–২ এর ক অনুযায়ী, মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিলের সময় কোনো প্রকার মিছিল বা শোভাযাত্রা করা যাবে না। প্রার্থী পাঁচজনের বেশি সমর্থক নিয়ে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিতে পারবেন না।
সরেজমিনে দেখা যায়, সালমান রহমান ৮ থেকে ১০ জন সমর্থক নিয়ে মনোনয়নপত্র সংগ্রহ করতে আসেন। মনোনয়নপত্র নেওয়ার পর চাকসু ভবনের ভেতরেই সালমানের নাম ধরে স্লোগান দেন সমর্থকেরা। স্লোগান দিতে দিতে চাকসু ভবনের দ্বিতীয় তলা থেকে নিচে নামেন তাঁরা। এ সময় সালমান রহমান সবার মাঝখানেই ছিলেন। তাঁকে বেশ উচ্ছ্বসিত দেখা যায়।
আচরণবিধি ভাঙার বিষয়টি স্বীকার করে সালমান রহমান প্রথম আলোকে বলেন, দর্শন বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী তিনি। স্বতন্ত্রভাবে নির্বাচনে লড়বেন। তাঁর সমর্থকেরা না বুঝে স্লোগান দিয়েছেন। এ ধরনের ভুল আর হবে না।
জানতে চাইলে চাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনির উদ্দিন প্রথম আলোকে বলেন, আচরণবিধি লঙ্ঘনের বিষয়টি তিনি শুনেছেন। এসব বিষয় দেখভালের জন্য চার সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটি এ বিষয়ে ব্যবস্থা নেবে।
দীর্ঘ ৩৫ বছর পর আগামী ১২ অক্টোবর চাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে। এবার মোট ভোটার ২৭ হাজার ৬৩৭ জন। গত রোববার থেকে শুরু হয়েছে মনোনয়নপত্র বিতরণ। আজ মনোনয়নপত্র সংগ্রহ করার শেষ দিন।
নির্বাচন কমিশন জানিয়েছে, মনোনয়নপত্র বুধবার পর্যন্ত জমা দেওয়া যাবে। যাচাই-বাছাই হবে ১৮ সেপ্টেম্বর। প্রার্থীর প্রাথমিক তালিকা প্রকাশিত হবে ২১ সেপ্টেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৩ সেপ্টেম্বর। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশিত হবে ২৫ সেপ্টেম্বর।