চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনাল পর্বের সময়সূচি
Published: 29th, April 2025 GMT
উয়েফা চ্যাম্পিয়নস লিগ ২০২৪-২৫ মৌসুম দেখতে দেখতে শেষের পর্বে হাঁটতে শুরু করেছে। এবারের আসরে অংশ নেওয়া ৩৬টি দলের মধ্যে ৩২টি ইতোমধ্যে বিদায় নিয়েছে। যোগ্যতা ও সামর্থের প্রমাণ দিয়ে টিকে আছে ৪টি দল— আর্সেনাল, প্যারিস সেন্ত জার্মেইন (পিএসজি), বার্সেলোনা ও ইন্টার মিলান।
আজ রাত থেকে শুরু হবে তাদের মধ্যকার সেমিফাইনালের লড়াই। তার আগে চলুন দেখে নিই সময়সূচি।
উয়েফা চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনাল সময়সূচি:
আরো পড়ুন:
জমজমাট নাটকের পর কিংসের শিরোপা উৎসব
যে কারণে এবারের লিগ জয়কে এগিয়ে রাখছেন সালাহ
:: প্রথম লেগ ::
তারিখ: মঙ্গলবার (২৯ এপ্রিল ২০২৫),
মুখোমুখি: আর্সেনাল বনাম পিএসজি,
ভেন্যু: এমিরেটস স্টেডিয়াম, লন্ডন,
সময়: রাত ১টা (বাংলাদেশ সময়) ।
তারিখ: বুধবার (৩০ এপ্রিল ২০২৫)
মুখোমুখি: বার্সেলোনা বনাম ইন্টার মিলান,
ভেন্যু: ক্যাম্প ন্যু, বার্সেলোনা,
সময়: রাত ১টা (বাংলাদেশ সময়)।
:: দ্বিতীয় লেগ ::
তারিখ: মঙ্গলবার (৬ মে ২০২৫),
মুখোমুখি: ইন্টার মিলান বনাম বার্সেলোনা,
ভেন্যু: সান সিরো, মিলান,
সময়: রাত ১টা (বাংলাদেশ সময়)।
তারিখ: বুধবার (৭ মে ২০২৫),
মুখোমুখি: পিএসজি বনাম আর্সেনাল,
ভেন্যু: পার্ক দে প্রিন্স, প্যারিস,
সময়: রাত ১টা (বাংলাদেশ সময়)।
:: ফাইনাল ম্যাচ ::
তারিখ: শনিবার, ৩১ মে ২০২৫,
ভেন্যু: অ্যালিয়াঞ্জ অ্যারেনা, মিউনিখ,
সময়: রাত ১টা (বাংলাদেশ সময়)।
সরাসরি সম্প্রচার: সনি স্পোর্টস নেটওয়ার্ক।
অনলাইনে লাইভ স্ট্রিমিং: Sony LIV অ্যাপ ও ওয়েবসাইট।
ঢাকা/আমিনুল
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ফ টবল চ য ম প য়নস ল গ ল দ শ সময় ফ ইন ল
এছাড়াও পড়ুন:
আজ টিভিতে যা দেখবেন (৩০ এপ্রিল ২০২৫)
আইপিএল, পিএসএল ও চ্যাম্পিয়নস লিগে আছে একটি করে ম্যাচ।চট্টগ্রাম টেস্ট, ৩য় দিন
বাংলাদেশ–জিম্বাবুয়ে
সকাল ১০টা, বিটিভি
চেন্নাই সুপার কিংস–পাঞ্জাব কিংস
রাত ৮টা, টি স্পোর্টস ও স্টার স্পোর্টস ১
লাহোর কালান্দার্স–ইসলামাবাদ ইউনাইটেড
রাত ৯টা, নাগরিক টিভি
সেমিফাইনাল ১ম লেগ
বার্সেলোনা–ইন্টার মিলান
রাত ১টা, সনি স্পোর্টস টেন ২