চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনাল পর্বের সময়সূচি
Published: 29th, April 2025 GMT
উয়েফা চ্যাম্পিয়নস লিগ ২০২৪-২৫ মৌসুম দেখতে দেখতে শেষের পর্বে হাঁটতে শুরু করেছে। এবারের আসরে অংশ নেওয়া ৩৬টি দলের মধ্যে ৩২টি ইতোমধ্যে বিদায় নিয়েছে। যোগ্যতা ও সামর্থের প্রমাণ দিয়ে টিকে আছে ৪টি দল— আর্সেনাল, প্যারিস সেন্ত জার্মেইন (পিএসজি), বার্সেলোনা ও ইন্টার মিলান।
আজ রাত থেকে শুরু হবে তাদের মধ্যকার সেমিফাইনালের লড়াই। তার আগে চলুন দেখে নিই সময়সূচি।
উয়েফা চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনাল সময়সূচি:
আরো পড়ুন:
জমজমাট নাটকের পর কিংসের শিরোপা উৎসব
যে কারণে এবারের লিগ জয়কে এগিয়ে রাখছেন সালাহ
:: প্রথম লেগ ::
তারিখ: মঙ্গলবার (২৯ এপ্রিল ২০২৫),
মুখোমুখি: আর্সেনাল বনাম পিএসজি,
ভেন্যু: এমিরেটস স্টেডিয়াম, লন্ডন,
সময়: রাত ১টা (বাংলাদেশ সময়) ।
তারিখ: বুধবার (৩০ এপ্রিল ২০২৫)
মুখোমুখি: বার্সেলোনা বনাম ইন্টার মিলান,
ভেন্যু: ক্যাম্প ন্যু, বার্সেলোনা,
সময়: রাত ১টা (বাংলাদেশ সময়)।
:: দ্বিতীয় লেগ ::
তারিখ: মঙ্গলবার (৬ মে ২০২৫),
মুখোমুখি: ইন্টার মিলান বনাম বার্সেলোনা,
ভেন্যু: সান সিরো, মিলান,
সময়: রাত ১টা (বাংলাদেশ সময়)।
তারিখ: বুধবার (৭ মে ২০২৫),
মুখোমুখি: পিএসজি বনাম আর্সেনাল,
ভেন্যু: পার্ক দে প্রিন্স, প্যারিস,
সময়: রাত ১টা (বাংলাদেশ সময়)।
:: ফাইনাল ম্যাচ ::
তারিখ: শনিবার, ৩১ মে ২০২৫,
ভেন্যু: অ্যালিয়াঞ্জ অ্যারেনা, মিউনিখ,
সময়: রাত ১টা (বাংলাদেশ সময়)।
সরাসরি সম্প্রচার: সনি স্পোর্টস নেটওয়ার্ক।
অনলাইনে লাইভ স্ট্রিমিং: Sony LIV অ্যাপ ও ওয়েবসাইট।
ঢাকা/আমিনুল
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ফ টবল চ য ম প য়নস ল গ ল দ শ সময় ফ ইন ল
এছাড়াও পড়ুন:
৭ কোটি বাজেটে ৯০ কোটি আয়, সবাইকে টেক্কা দিয়েছে এই সিনেমা
হিন্দিতে ‘ছাবা’, ‘সাইয়ারা’ চলতি বছর বক্স অফিসে ঝড় তুলেছিল। দক্ষিণি সিনেমার মধ্যে ‘লোকাহ চ্যাপটার ১: চন্দ্র’, ‘কানতারা: চ্যাপটার ১’ ভালো ব্যবসা করেছে। কিন্তু বাজেটের তুলনায় ব্যবসায়িক সাফল্যে বিচার করলে সবাইকে পেছনে ফেলেছে একটি দক্ষিণি সিনেমা। মাত্র ৭ কোটি রুপি বাজেটের ছবিটি আয় করেছে ৯০ কোটি রুপি!
২০২৫ সালের প্রথমার্ধে বড় তারকা ও বাজেটের সিনেমা যেমন হিট হয়েছে, তেমনই কিছু চমকপ্রদ সাফল্য এসেছে ছোট বাজেটের চলচ্চিত্র থেকে। সেই ছোট বাজেটের তামিল ছবি ‘টুরিস্ট ফ্যামিলি’ পুরো বছরকে ছাপিয়ে গেছে, যা এখন ২০২৫ সালের সবচেয়ে লাভজনক সিনেমা হিসেবে বিবেচিত হচ্ছে।
‘টুরিস্ট ফ্যামিলি’: হৃদয়স্পর্শী গল্পের সাফল্য
‘টুরিস্ট ফ্যামিলি’ পরিচালনা করেছেন অভিশান জেভিন্থ, যিনি এটি দিয়ে পরিচালনায় অভিষেক করছেন। সিনেমার কাহিনি শ্রীলঙ্কা থেকে আসা এক তামিল পরিবারের ভারতযাত্রাকে ঘিরে। পরিবারটি অর্থনৈতিক সংকট থেকে ‘উন্নত জীবনের’ আশায় দেশ ছাড়ে।