রাকসু ও রুয়া নির্বাচন নির্ধারিত সময়ে নিশ্চিতের দাবিতে বিক্ষোভ
Published: 30th, April 2025 GMT
রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন (রাকসু) এবং অ্যালামনাই এসোসিয়েশন (রুয়া) যথা সময়ে নিশ্চিতের দাবিতে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার সময় বিশ্ববিদ্যালয়ের জোহা চত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে ক্যাম্পাসের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা ‘সিন্ডিকেটের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও; রুয়া নিয়ে টালবাহানা চলবে না চলবে না; রাকসু নিয়ে টালবাহানা চলবে না চলবে না; একশান টু একশান, ডাইরেক্ট একশান; সিন্ডিকেট না রুয়া, রুয়া রুয়া; সিন্ডিকেট না রাকসু, রাকসু রাকসু; সিন্ডিকেটের ঠিকানা এই ক্যাম্পাসে হবে না; ইলেকশন না সিলেকশন, ইলেকশন ইলেকশন’ ইত্যাদি স্লোগান দিতে থাকে।
এ সময় বক্তারা বলেন, রাকসু নির্বাচনের রোডম্যাপ থেকে নির্বাচনের আচরণবিধি সংশ্লিষ্ট একটি তারিখ ইতোমধ্যে অতিবাহিত হয়ে গেছে। খসড়া ভোটার তালিকা প্রকাশ করার নির্দিষ্ট তারিখও পার হয়ে গেছে। যে গোষ্ঠী রুয়া নির্বাচনে হস্তক্ষেপ করছে একই গোষ্ঠী রাকসু নির্বাচন বানচালের চেষ্টা করছে। রুয়া নির্বাচনে আমরা দেখতে পারবো রাকসু নির্বাচন কেমন হবে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক এবং স্টুডেন্ট রাইটস এসোসিয়েশনের সভাপতি মেহেদী সজীব বলেন, রুয়া নির্বাচন ১০ মে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও এটি নিয়ে নানা ধরনের টালবাহানা দেখতে পাচ্ছি। কিন্তু আমরা রাকসু নির্বাচন নিয়ে কোনো ধরনের টালবাহানা বরদাশত করবো না। আপনারা জানেন রাকসুর খসড়া ভোটার তালিকা প্রকাশ করার তারিখ অতিক্রম হয়ে গেছে।
তিনি আরও বলেন, আমরা এটি ধরে নেব- যে গোষ্ঠী রুয়া নির্বাচনকে বানচাল করার চেষ্টা করেছে তারাই রাকসু নির্বাচনে হস্তক্ষেপ করছে। দীর্ঘদিন শিক্ষার্থী সমাজের ওপর সন্ত্রাসবাদ, আধিপত্যবাদের রাজনীতি চাপিয়ে দেওয়ার লক্ষ্যে প্রত্যেক প্রশাসন রাকসু, ডাকসুসহ প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ বন্ধ রেখেছে। কোনোভাবে যদি রুয়াকে তারা বানচাল করতে পারে তাহলে রাকসু বাস্তবায়নও সম্ভব না।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী সালাহ উদ্দিন আম্মার বলেন, আমরা স্পষ্টভাবে বলে দিচ্ছি রুয়াকে বানচাল করার অপচেষ্টা রাকসুকে বানচাল করার অপচেষ্টার একটা বড় অংশ। রুয়া নির্বাচনে আমরা দেখতে পারবো রাকসু নির্বাচন কেমন হবে। রুয়া নির্বাচনের ওপর নির্ভর করছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কতটা গণতান্ত্রিক উপায়ে মানুষের সামনে নিজেদের তুলে ধরতে পারবে। আমরা একটা বিষয় খেয়াল করছি বিগত ২৮ তারিখে রাকসুর ভোটার তালিকা প্রকাশ করার তারিখ ছিল কিন্তু কোনো এক বাধার কারণে বিশ্ববিদ্যালয় প্রশাসন এখনো পর্যন্ত সে ভোটার তালিকা সামনে আনতে পারেনি। অনতিবিলম্বে রাকসুর ভোটার তালিকা প্রকাশ করতে হবে।
বিশ্ববিদ্যালয়ের আইবিএর শিক্ষার্থী ও সাবেক সমন্বয়ক আতাউল্লাহ বলেন, আমরা দেখতে পাচ্ছি একটি বিশেষ দল রুয়া নির্বাচন বানচাল করার জন্য ইলেকশন বাদ দিয়ে সিলেকশনের পায়তারা করতেছে। তারা বিশ্ববিদ্যালয়কে একটি অস্থিতিশীল পরিবেশে নিয়ে যেতে চায়। তাদের স্পষ্ট বলে দিতে চাই এই অপরাজনীতি আপনারা অতীতে করে গেছেন, এখন করার চেষ্টা করলে বর্তমান শিক্ষার্থীরা আপনাদের সামনে রুখে দাঁড়াবে। মতিহারের এই চত্বরে পূর্বের মতো দখলদারিত্বের রাজনীতি শিক্ষার্থীরা আর হতে দিবে না। রুয়া নির্বাচন ১০ তারিখেই দিতে হবে, সকল ষড়যন্ত্রের কালো হাত শিক্ষার্থীরা প্রতিহত করবে।
বিক্ষোভ পরবর্তী সমাবেশের সঞ্চালনা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ফাহিম রেজা।
.উৎস: Samakal
কীওয়ার্ড: স ব ক সমন বয়ক ল কশন
এছাড়াও পড়ুন:
পঞ্চগড়ে বিবাহবিচ্ছেদের চার দিনের মাথায় লাউখেত থেকে নারীর লাশ উদ্ধার
পঞ্চগড়ে স্বামীর মৃত্যুর দুই বছর পর সন্তানদের রেখে গোপনে বিয়ে করে ঘর ছেড়েছিলেন এক নারী। দ্বিতীয় বিয়ের প্রায় এক মাস পর বিবাহবিচ্ছেদ হয় তাঁদের। এ ঘটনার চার দিনের মাথায় বাড়ির পাশের লাউখেত থেকে ওই নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ সোমবার দুপুরে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার ধামোর ইউনিয়নের ধামোর মধ্যপাড়া এলাকার একটি লাউখেত থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়। তাঁর নাম তানজিনা আক্তার (৩৫)। তিনি ওই এলাকার বাসিন্দা।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তানজিনার দ্বিতীয় স্বামী মিনাল হোসেনের বাবা দিলু হোসেনকে (৫৫) হেফাজতে নিয়েছে আটোয়ারী থানার পুলিশ।
পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, তানজিনা আক্তারের প্রথম স্বামী মজিবর রহমান প্রায় দুই বছর আগে মারা যান। তাঁদের দুটি ছেলে আছে। এর মধ্যে প্রায় এক মাস আগে স্থানীয় যুবক মিনাল হোসেনকে (২৭) গোপনে বিয়ে করে পার্শ্ববর্তী মির্জাপুর ইউনিয়নের মির্জাপুর বাজার এলাকায় একটি ভাড়া বাড়িতে থাকতেন তাঁরা। এর পর থেকেই মিনালকে ছেড়ে দিতে তানজিনার ওপর চাপ দিতে থাকে মিনালের পরিবার। গত ৩০ অক্টোবর তাঁদের বিবাহবিচ্ছেদ হয়। এর পর থেকেই মিনালকে এলাকায় দেখা যায়নি।
পুলিশ জানায়, আজ সকালে ধামোর-মধ্যপাড়া এলাকার একটি লাউখেতে কয়েকজন লাউ তুলতে গিয়ে এক নারীর লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দাদের জানান। এ সময় স্বজনেরা সেখানে গিয়ে লাশটি তানজিনার বলে শনাক্ত করেন। খবর পেয়ে বারঘাটি পুলিশ তদন্তকেন্দ্র ও আটোয়ারী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। প্রাথমিক সুরতহাল শেষে লাশটি ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম সরকার মুঠোফোনে প্রথম আলোকে বলেন, প্রাথমিক সুরতহালে ওই নারীর শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে তাঁর মৃত্যুর কারণ জানতে লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। জিজ্ঞাসাবাদের জন্য একজনকে থানায় আনা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।