নিজেদের স্টেডিয়ামের ভেতরে সূর্যমুখী ফুলের বীজ বিক্রি ও খাওয়া নিষিদ্ধ করেছে স্পেনের দ্বিতীয় বিভাগের দল এলচে।

স্প্যানিশ ভাষায় সূর্যমুখী ফুলের বীজ ‘পাইপাস’ নামে পরিচিত। স্পেনে এটা বেশ জনপ্রিয় ও মুখরোচক খাবার। স্প্যানিশ ফুটবলে গ্যালারিতে ম্যাচ দেখতে দেখতে দর্শকদের সূর্যমুখী ফুলের বীজ চিবোনোর ঐতিহ্য অনেক দিনের।

আরও পড়ুনএশিয়া ও আফ্রিকা সফরে ৪ ম্যাচ খেলবে আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা১ ঘণ্টা আগে

কিন্তু একটি সমস্যাও আছে। সূর্যমুখীর বীজ খেতে দাঁত দিয়ে এর খোসাটা আগে ছাড়াতে হয় এবং সেটি করতে গিয়ে থুতু ছেটার পাশাপাশি খোসাও পড়ে গিয়ে জায়গাটা নোংরা হয়। এ জন্য অনেক দর্শককে গ্যালারি থেকে বেরিয়েও যেতে হয়েছে। লবণমাখা এই খাবার শেষ পর্যন্ত নিজেদের ম্যানুয়েল মার্তিনেজ ভালেরো স্টেডিয়ামে নিষিদ্ধ করেছে এলচে।

ক্লাবটির পক্ষ থেকে বলা হয়েছে, বীজের খোসার কারণে তাদের স্টেডিয়ামের ড্রেনেজ ব্যবস্থার পাইপ ভরাট হয়ে গেছে। এতে পানির প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। আসনগুলোর মান খারাপ হচ্ছে এবং পরিষ্কার ও ব্যবস্থাপনায় খরচ ‘উল্লেখযোগ্যভাবে বেড়েছে’। পাশাপাশি সূর্যমুখীর বীজের খোসার কারণে ‘কবুতর ও ইঁদুরের সংখ্যাও বেড়েছে’।

এলচে আরও জানিয়েছে, স্টেডিয়ামে বীজের স্তূপের কারণে কংক্রিটের ক্ষয় হচ্ছে এবং খোসাসহ আবর্জনাগুলো এমন সব জায়গায় আটকা পড়েছে, ‘পরিষ্কার করতে যেখানে পৌঁছানো খুব কষ্টকর’। এই বীজ নিষিদ্ধ করার বিষয়ে ক্লাবটির যুক্তি, এর মধ্য দিয়ে নিজেদের স্টেডিয়ামকে ‘ক্লাবের গর্ব হিসেবে প্রতিষ্ঠার পাশাপাশি পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ভদ্রতার উদাহরণ তৈরি করতে’ প্রতিশ্রুতিবদ্ধ রইল তারা।

আরও পড়ুনব্রাজিলের আনচেলত্তি–প্রেম কাটেনি, সময় বেঁধে দেওয়া হলো নতুন করে২ ঘণ্টা আগে

তবে স্প্যানিশ ফুটবলে স্টেডিয়ামে সূর্যমুখীর বীজ নিষিদ্ধ করা প্রথম দল নয় এলচে। লা লিগায় ছয়বারের চ্যাম্পিয়ন ভ্যালেন্সিয়া ২০২৩ সালে ঘোষণা দেয়, তাদের স্টেডিয়ামে আর সূর্যমুখীর বীজ বিক্রি করা হবে না। সমর্থকদের প্রতি ক্লাবটি আহ্বান জানিয়েছিল, কোনো দর্শক এরপরও সূর্যমুখীর বীজ নিয়ে এলে একটি প্যাকেটে ভরে আনতে হবে এবং খোসাগুলো প্যাকেটেই রাখতে হবে।

ভ্যালেন্সিয়ার পক্ষ থেকে বলা হয়েছিল, এই বীজের লোভে স্টেডিয়ামে ইদুরজাতীয় প্রাণীর উৎপাত বেড়েছে। আর বীজের খোসাগুলো স্টেডিয়াম থেকে পরিষ্কার করতে যে মেশিন ব্যবহার করা হয়, তার শব্দে স্টেডিয়ামের নিকটবর্তী থাকা প্রতিবেশীদের অসুবিধা হয়।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ন ষ দ ধ কর পর ষ ক র

এছাড়াও পড়ুন:

কানাডায় ২২ পাঞ্জাবি বংশোদ্ভূত এমপির জয়

কানাডার ফেডারেল নির্বাচনে এবার ভারতীয় পাঞ্জাবি বংশোদ্ভূতদের সংখ্যা বেড়েছে। দেশটির ইতিহাসে প্রথমবারের মতো ২২ জন পাঞ্জাবি হাউস অব কমন্সে জায়গা করে নিয়েছেন।

এবারের নির্বাচনে কানাডার রাজনীতিতে পাঞ্জাবি বংশোদ্ভূতদের ক্রমান্বয়ে আধিপত্য বাড়ার বিষয়টি স্পষ্ট হয়ে উঠল। দেশটির পার্লামেন্টে এখন পাঞ্জাবি অধিবাসীদের ৬ শতাংশের বেশি প্রতিনিধিত্ব প্রতিষ্ঠিত হলো।

পাঞ্জাবি জনগোষ্ঠীর ঘনত্ব বেশি ব্রাম্পটন শহরে। সেখানকার নির্বাচনী ফলাফল ছিল বিশেষভাবে উল্লেখযোগ্য। এখানে পাঁচটি আসনে পাঞ্জাবি নামধারী প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করেন।

উদারপন্থি ও রক্ষণশীল উভয় দলেই পাঞ্জাবি প্রার্থী জয়লাভ করেছেন। ব্র্যাম্পটন নর্থে উদারপন্থি দলের রুবি সাহোতা রক্ষণশীল দলের আমনদীপ জুড়্গেকে পরাজিত করেন। বিবিসি।

সম্পর্কিত নিবন্ধ