Prothomalo:
2025-05-02@22:28:32 GMT

কোরআন বোঝা কি কঠিন

Published: 2nd, May 2025 GMT

মুসলিমদের জীবন বিধানের সকল মূলনীতি কোরআনে আল্লাহ বলে দিয়েছেন। আল্লাহ বলেছেন, ‘আর তোমার ওপর যে কিতাব (কোরআন) নাজিল করা হয়েছে ‎তাতে রয়েছে সকল বিষয়ের বর্ণনা, হেদায়েত, রহমত এবং মুসলিমদের জন্য সুসংবাদ।’ (সুরা নাহল, আয়াত: ৮৯)

দুঃখজনক হলেও সত্য যে, এ দেশের মুসলিমদের কোরআন দেখে শুদ্ধ করে পড়ার প্রতি গুরুত্ব থাকলেও ইসলামি জীবন বিধানের মৌলিক উৎস কোরআন বোঝার ব্যাপারে অধিকাংশ মুসলিমই উদাসীন। অনেকে ভাবেন, অধিকাংশ মানুষ বিশুদ্ধ করে কোরআন পড়তে জানে না, সেখানে কোরআনের মর্মার্থ অনুধাবন নিয়ে কথা বলতে যাওয়া একটি বিলাসিতা ছাড়া আর কিছুই নয়। অথচ কোরআন বোঝা কঠিন কিছু নয়, সহজ।

কোরআন নাজিল হয়েছে আরবি ভাষায়। এর শব্দবিন্যাস, ছন্দ, সৌন্দর্য, ব্যঞ্জনা, অন্তর্নিহিত শক্তি ও গভীরতা নিঃসন্দেহে অতুলনীয়। তবে কোরআন যেহেতু দল, মত, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষের হেদায়েতের জন্যই নাজিল হয়েছে, সেহেতু সমগ্র মানবজাতির জন্য কোরআনকে সহজ করা হয়েছে। আল্লাহ বলেন, ‘কোরআন আমি সহজ করে দিয়েছি উপদেশ গ্রহণের জন্য; অতএব উপদেশ গ্রহণকারী কেউ আছে কি?’ (সুরা ক্বমার, আয়াত: ১৭,২২,৩২ ও ৪০)

আরও পড়ুনতাহাজ্জুদ নামাজের নিয়ম ও নিয়ত২৩ এপ্রিল ২০২৫

সুতরাং আল্লাহ যেখানে কোরআনকে সহজ করে দিয়েছেন এবং বারবার বলেছেন সহজ; সেখানে কোরআন বোঝা সহজ নয়—এ কথা নিতান্ত অবান্তর। মনে রাখবেন, ‘আল-কোরআন কঠিন’—এটা শয়তানের ধোঁকা!

তাফসিরে সাদিতে এসেছে, কোরআনকে আমি সহজ করে দিয়েছি উপদেশ গ্রহণের জন্য; অতএব আছে কি উপদেশ গ্রহণকারী কেউ? অর্থাৎ, আমি এই মহাগ্রন্থ আল-কোরআনকে অনেক সহজ করেছি; শব্দগুলোকে সহজ করেছি বিশুদ্ধ তিলাওয়াত ও মুখস্থ করার জন্য, আর তার অর্থকে সহজ করেছি বুঝে পড়া ও জ্ঞানার্জনের জন্য। কারণ, কোরআন হলো শব্দগত দিক থেকে সবচেয়ে সুন্দরতম বাণী ও অর্থগত দিক থেকে ধ্রুব সত্য এবং ব্যাখ্যাগত দিক থেকে সবচেয়ে স্পষ্ট। সুতরাং যে কেউই কোরআনের দিকে এগিয়ে আসে আল্লাহ্‌ তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাকে সর্বোচ্চ সহজ করে দেন (তাঁর লক্ষ্য তিলাওয়াত হোক, হিফজ করা হোক, বোঝা হোক কিংবা ব্যাখ্যা করা হোক) এবং কোরআনের পথকে তাঁর জন্য সুগম করে দেন (আবদুর রহমান বিন নাসির বিন আবদুল্লাহ আস-সাদি, তাইসীরুল কারীমির রহমান ফী তাফসীরি কালামিল মান্নান, মুয়াসসাসাতুর রিসালাহ: বৈরুত, ২০০২ খ্রি.

, পৃ. ৮২৫-৮২৬)।

আরও পড়ুন‘আত-তাহিয়্যাতু’র মর্মবাণী কী১১ এপ্রিল ২০২৫

কোরআনকে কেন সহজ করা হয়েছে

কোরআনের ভাষাকে সহজ করা হয়েছে উপদেশ গ্রহণে সহজতার জন্য। যেমন, আল্লাহ বলেছেন, ‘আমি তো তোমার ভাষায় কোরআনকে সহজ করে দিয়েছি, যাতে এরা উপদেশ গ্রহণ করে।’ (সুরা আদ-দুখান, আয়াত: ৫৮)

আবার চিন্তা-ভাবনা ও গবেষণা করার জন্য কোরআন সহজ করা হয়েছে। আল্লাহ বলেছেন, ‘তবে কি এরা কোরআন সম্বন্ধে মনোযোগ সহকারে চিন্তা করে না? নাকি এদের অন্তর তালাবদ্ধ?’ (সুরা মুহাম্মাদ, আয়াত: ২৪)

সুতরাং এটি স্পষ্ট যে, কোরআনকে সহজ করা হয়েছে পড়া, মুখস্থ করা ও বোঝার জন্য। যে কেউই কোরআন বোঝার জন্য এগিয়ে আসবে, আল্লাহ্‌ তাঁর সহায় হবেন। আর কোরআন বুঝে পড়া কঠিন এ কথা বলাই যাবে না। পাশাপাশি কোরআনের ভাষা আরবি কঠিন, এ কথাও বলা যাবে না। কারণ আল্লাহ্‌ বলে দিয়েছেন তিনি কোরআনের ভাষা আরবিকে সহজ করেছেন, মানুষ যেন কোরআন থেকে সহজেই শিক্ষা গ্রহণ করতে পারে।

মুহাম্মাদ মুহসিন মাশকুর: খণ্ডকালীন শিক্ষক, আরবি বিভাগ, আধুনিক ভাষা ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়

আরও পড়ুনসুরার অর্থ বুঝে পড়লে নামাজে অন্য চিন্তা আসে না ২০ জানুয়ারি ২০২৫

উৎস: Prothomalo

কীওয়ার্ড: উপদ শ গ রহণ ক রআন ব ঝ ক রআন র বল ছ ন র জন য সহজ ক

এছাড়াও পড়ুন:

একাধিক দিনে নির্বাচন করার যৌক্তিকতা

একাধিক প্রজন্ম ধরে আমরা অপেক্ষা করে আছি একটি ভালো নির্বাচনের আশায়। প্রধান উপদেষ্টা, নির্বাচন কমিশন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনসহ সকল নাগরিক আশা করছেন, ‘আগামী নির্বাচন হবে দেশের ইতিহাসে সর্বকালের সেরা’। কীভাবে এমন একটি নির্বাচন বাস্তবে সম্ভব হতে পারে?

একটি নির্বাচনকে পরিচ্ছন্ন ও সর্বজনগ্রাহ্য করে তুলতে সরকার ও নির্বাচন কমিশনের সদিচ্ছার পাশাপাশি ভোট গ্রহণকারী কর্মকর্তাদের সক্ষমতাও অপরিহার্য। রিটার্নিং কর্মকর্তা বা সহকারী রিটার্নিং কর্মকর্তার তুলনায় প্রিসাইডিং কর্মকর্তা, সহকারী প্রিসাইডিং কর্মকর্তা ও পোলিং কর্মকর্তার ভূমিকা কম গুরুত্বপূর্ণ নয়। নির্বাচনকে সফল বা প্রহসন করে তোলার অন্যতম নিয়ামক শক্তি প্রিসাইডিং কর্মকর্তা, সহকারী প্রিসাইডিং কর্মকর্তা ও পোলিং কর্মকর্তারা। নির্বাচন চলাকালে প্রিসাইডিং কর্মকর্তা ভোট বন্ধ করে দেওয়ার ক্ষমতা সংরক্ষণ করেন। এই ক্ষমতা প্রয়োগের জন্য তাঁকে কারও মুখাপেক্ষী হতে হয় না।
গড়পড়তায় তিন হাজার ভোটারের জন্য একটি ভোটকেন্দ্র করা হয়। সেই ভোটকেন্দ্রের প্রধান হলেন প্রিসাইডিং কর্মকর্তা। প্রতিটি ভোটকেন্দ্রে গড়ে ৫০০ ভোটারের জন্য থাকে একেকটি ভোটকক্ষ বা বুথ। প্রতি বুথে থাকেন একজন সহকারী প্রিসাইডিং কর্মকর্তা ও দু’জন পোলিং কর্মকর্তা। সাধারণত প্রথম শ্রেণির সরকারি বা সমমানের কর্মকর্তা প্রিসাইডিং কর্মকর্তা হিসেবে নিয়োগ পান। প্রথম শ্রেণির পদমর্যাদাসম্পন্ন লোকবল না পাওয়া গেলে দ্বিতীয় শ্রেণির কর্মকর্তাদেরও প্রিসাইডিং কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনও তদ্রূপ সুপারিশ করেছে। একটি উপজেলায় দলনিরপেক্ষ ও শারীরিকভাবে সক্ষম শতাধিক প্রথম শ্রেণির বা সম্পূরক বিকল্প দ্বিতীয় শ্রেণির কর্মকর্তা পাওয়া দুষ্কর। অনুরূপভাবে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর কর্মচারী, প্রাথমিক বিদ্যালয়/ হাই স্কুল/ মাদ্রাসার শিক্ষকরা সহকারী প্রিসাইডিং কর্মকর্তা ও পোলিং কর্মকর্তা হিসেবে নিয়োগ পেয়ে থাকেন। রিটার্নিং কর্মকর্তা এই ভোট গ্রহণকারী কর্মকর্তাদের নিয়োগ দেন।  
ভোটের দিন ভোট চলাকালে যতটা না অঘটন ঘটে, তার চেয়ে বেশি অঘটন ঘটে ভোট গণনাকালে বা ভোট গণনার অব্যবহিত পর। এসব অঘটনের মধ্যে অন্যতম ব্যালট বাক্স লুট, ভোট গ্রহণকারী কর্মকর্তাদের ওপর আক্রমণ ইত্যাদি। নির্বাচনের পর এমনকি ভোট গণনার পর সংঘটিত আক্রমণে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের মৃত্যুর ঘটনার ইতিহাসও কম নয়। শ্রুতি আছে, অনেক ক্ষেত্রে প্রিসাইডিং কর্মকর্তাকে বাধ্য করা হয় পেশিশক্তির নির্দেশমতো ভোটের ফলাফলে সই দিয়ে আসতে। প্রচলিত আইন অনুযায়ী প্রিসাইডিং কর্মকর্তা সই করে যে ফলাফল দেন, তা রদ বা রহিত করার সাধ্য ইলেকশন ট্রাইব্যুনাল ছাড়া অন্য কারও নেই।

নির্বাচনে দলনিরপেক্ষ ও শারীরিকভাবে সক্ষম ভোট গ্রহণকারী লোকবল নিয়োগ রিটার্নিং কর্মকর্তাদের জন্য বড় চ্যালেঞ্জ। যে কোনো নির্বাচনে বিপুলসংখ্যক লোকবল নিয়োগ করতে হয়। স্থানীয় পর্যায় থেকেই এ লোকবল নিয়োগ করা ছাড়া গত্যন্তর থাকে না। বড় আয়তনের উপজেলাগুলোর মধ্যে যশোর সদরে বিগত দ্বাদশ জাতীয় সংসদের প্রতিদ্বন্দ্বিতাহীন নির্বাচনে ১৮১টি ভোটকেন্দ্রের ১ হাজার ৬৩টি ভোটকক্ষের জন্য ৩ হাজার ৩৭০ জন ভোট গ্রহণকারী কর্মকর্তার প্রয়োজন হয়েছিল। আরেকটি বড় আকারের উপজেলা নরসিংদীর রায়পুরায় ১৬১টি কেন্দ্রের ৭০০ ভোটকক্ষের বিপরীতে প্রয়োজন হয়েছিল ২ হাজার ২৬১ জন ভোট গ্রহণকারী কর্মকর্তার। ওই নির্বাচনে সারাদেশে ৪২ হাজার ১৪৮টি ভোটকেন্দ্র ও ২ লাখ ৬১ হাজার ৫৬৪টি ভোটকক্ষে ভোট গ্রহণকারী কর্মকর্তা ছিলেন মোট ৮ লাখ ৬২ হাজার ৮৪০ জন।

ভোট গ্রহণে আরেকটি অপরিহার্য শক্তি পুলিশ বাহিনী। দেশে পুলিশের অনুমোদিত লোকবল ২ লাখ ৫ হাজার ৭৯৩। অথচ প্রতিটি কেন্দ্রে গড়ে পাঁচজন পুলিশ দিলে পুলিশের প্রয়োজন হয় ২ লাখ ১০ হাজার ৭৪০ জনের। এক দিনে এত বিপুলসংখ্যক পুলিশ নিয়োগ সম্ভব না হওয়ায় নির্বাচনের দিন কেন্দ্রগুলো ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। পুলিশের অভাবে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দিয়ে দুরুদুরু বক্ষে নির্বাচন পার করা হয়।   

দেখা যাচ্ছে, একটি নির্বাচন সম্পন্ন করতে নির্বাচনের দিন কেন্দ্রে ভোট গ্রহণকারী কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনী এবং স্ট্রাইকিং ও রিজার্ভ মিলিয়ে প্রায় ১৫ লাখ লোকবল প্রয়োজন। এই বিপুলসংখ্যক লোকবল নিয়োগ সমস্যার সমাধান করতে দেশের ইউনিয়ন পরিষদ ও উপজেলা পরিষদগুলোর নির্বাচন একাধিক দিনে হয়ে থাকে। স্বাধীনতার পর এ পর্যন্ত ১০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এগুলোর মধ্যে মাত্র একবার ১৯৮৮ সালে এক দিনে সব ইউপিতে নির্বাচন হয়েছিল। কিন্তু তার অভিজ্ঞতা ছিল বড়ই তিক্ত। সে কারণে পরবর্তী আর কোনো স্থানীয় সরকার নির্বাচন সারাদেশে এক দিনে অনুষ্ঠিত হয়নি। এতে নির্বাচনী ও আইনশৃঙ্খলা-বিষয়ক লোকবল সমস্যার সমাধান হলেও ভোট গণনাকালীন ও গণনা শেষে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের সদরে পৌঁছানো ঝুঁকিপূর্ণই রয়ে যায়। এমনকি এক ইউনিয়ন বা উপজেলার ফলাফল প্রকাশ হয়ে পড়লে অন্য ইউনিয়ন ও উপজেলার প্রার্থীদের ওপর সেই ফলাফলের প্রভাব পড়ে। যে কারণে কোথাও কোথাও নির্বাচনের আগে অঘটন বেড়ে যায়। 
ভোট গ্রহণ শেষ হওয়ার পর গণনার আগ পর্যন্ত জামানত হারানো প্রার্থীও বিপুল ভোট পাওয়ার আশা রাখেন। ফলস্বরূপ কেন্দ্রে ঝুঁকিপূর্ণ অবস্থায় ভোট গণনা না করে দু’চার দিন পর প্রকাশ্য দিবালোকে ভোট গণনা করলে কেন্দ্রে ভোট গণনাউত্তর অঘটনগুলো শতভাগ লোপ পাবে। এ জন্য যেটা করতে হবে, প্রিসাইডিং কর্মকর্তা ও সহকারী প্রিসাইডিং কর্মকর্তাদের যৌথ স্বাক্ষরে ব্যালট বাক্স ও অব্যবহৃত ব্যালট সিলগালা করে নির্বাচন কমিশন দ্বারা পূর্বনির্ধারিত স্থানে পূর্ণ নিরাপত্তায় মজুত করতে হবে। প্রতিবেশী বিশাল দেশ ভারতে স্বাধীনতার পর থেকে লোকসভা ও বিধানসভা নির্বাচন কয়েক দিন ধরে হয়ে আসছে। ১৯৫১-৫২ সালে প্রথমবারের লোকসভায় ৪৮৯টি আসনের নির্বাচন হয়েছিল চার মাসের বেশি সময় ধরে ৬৮ দফায় এবং নির্বাচনের ফলাফল প্রকাশিত হয়েছিল সর্বশেষ দফার পাঁচ সপ্তাহ পরে। সর্বশেষ ২০২৪ সালে লোকসভার ৫৪৩টি আসনে নির্বাচন হয়েছে ১৯ এপ্রিল থেকে ১ জুন পর্যন্ত সাত দফায় এবং ভোট গণনা হয়েছে ৪ জুন। এমনকি পশ্চিমবঙ্গে ২০২১ সালে ২৯৪ আসনের বিধানসভার নির্বাচন হয়েছে ২৭ মার্চ থেকে ২৯ এপ্রিল পর্যন্ত আট দফায় এবং ভোট গণনা হয়েছে ২ মে। কয়েক দফায় ভোট হলে স্বল্প লোকবলকে অধিক হারে ব্যবহার করা যায় এবং ঠান্ডা মাথায় দিনের আলোতে প্রার্থী বা প্রার্থীর এজেন্টের সামনে ভোট গণনা সম্ভব হয়। ভোট গণনার জন্য প্রিসাইডিং কর্মকর্তাদেরও ব্যবহার করা যেতে পারে কিংবা পৃথক গণনাকারীও নিয়োগ করা যেতে পারে। তবে প্রিসাইডিং কর্মকর্তাসহ সিলগালাকারী ভোট গ্রহণকারী কর্মকর্তাদের উপস্থিতি বাধ্যতামূলক করতে হবে। তারা ব্যালট বাক্স খোলার আগে সিলগালার সত্যতা সম্পর্কে নিশ্চয়তা প্রদান করবেন।

একাধিক দিনে নির্বাচন অনুষ্ঠানের সম্ভাব্যতা নিয়ে ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনের আগে থেকেই আলোচনা হয়ে আসছে। কিন্তু আজ পর্যন্ত এ নিয়ে বলার মতো কোনো অগ্রগতি ঘটেনি। সংস্কারের প্রাবল্যে এবার অন্তত কয়েক দফায় ভোট গ্রহণ করে ও পরে এক দিনে ভোট গণনা করে নির্বাচনী অঘটন হ্রাস করে একটি ভালো নির্বাচন আয়োজন করা যায় কিনা, তা পরীক্ষা করে দেখা যেতে পারে। তা করা হলে গোটা জেলা থেকে, এমনকি পাশের জেলা থেকেও বাছাই করা রাজনীতিনিরপেক্ষ ও শারীরিক-মানসিক দিক থেকে সক্ষম উপযুক্ত ব্যক্তিদের নিয়ে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের প্যানেল তৈরি করা যাবে। তাতে নির্বাচনের গুণগত মানও বাড়বে।

আ ক ম সাইফুল ইসলাম চৌধুরী: অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব

সম্পর্কিত নিবন্ধ

  • একাধিক দিনে নির্বাচন করার যৌক্তিকতা