নজরুল বিশ্ববিদ্যালয়ে বি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
Published: 2nd, May 2025 GMT
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের জিএসটি (সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি) গুচ্ছভুক্ত ২০২৪-২৫ শিক্ষাবর্ষের বি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে ৫ হাজার ৪৯৬ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিল ৫ হাজার ২৩১ জন।
শুক্রবার বেলা ১১টা থেকে ১২টা পযর্ন্ত উৎসবমুখর পরিবেশে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.
পরিদর্শন শেষে উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম সাংবাদিকদের বলেন, গুচ্ছ ভর্তি পরীক্ষা দ্বিতীয় দিনের মতো গ্রহণ করা হয়েছে। এ সময় শিক্ষার্থীরা প্রশ্নের মান নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন বলেও জানান তিনি।
বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মিজানুর রহমান বলেন, শান্তিপূর্ণ উপায়ে ডি ইউনিটের ভর্তি পরীক্ষা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন ছিল। এছাড়াও পরীক্ষার্থী এবং তাদের অভিভাবকদের যাতায়াতের জন্য পর্যাপ্ত পরিবহনের ব্যবস্থা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, আগামী ৯ মে একই সময়ে এ (বিজ্ঞান) ইউনিটের ভর্তি পরীক্ষা এবং একইদিন বিকেলে আর্কিটেকচার ব্যবহারিক (ড্রইং) পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে এ (বিজ্ঞান) ইউনিটের ভর্তি পরীক্ষায় ৮ হাজার ৪৩৯ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে। প্রতিটি ইউনিটের ফলাফল জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
উৎস: Samakal
কীওয়ার্ড: পর ক ষ র থ অন ষ ঠ ত
এছাড়াও পড়ুন:
৮ ঘণ্টা পর দুই বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার গাটিয়ারভিটা সীমান্ত থেকে ধরে নিয়ে যাওয়া দুই বাংলাদেশিকে ফেতর দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
ফেরত দেওয়া বাংলাদেশিরা হলেন, বগুড়া জেলার মহাস্থান গড় বকুল তলা এলাকার সাইফুল ইসলামের ছেলে সাজেদুল ইসলাম (২২) ও পাটগ্রাম উপজেলার পাটগ্রাম ইউনিয়নের রহমানপুর গাটিয়ারভিটা এলাকার মোস্তাফিজ হোসেনের ছেলে মাহফুজ ইসলাম ইমন (১৬)। তারা সম্পর্কে মামা-ভাগিনা।
শুক্রবার ৮ ঘণ্টা পর রাত দুইটার দিকে বুড়িমারী স্থলবন্দরের জিরো পয়েন্ট দিয়ে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত দেওয়া হয়।
এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি জানায়, শুক্রবার সন্ধ্যায় আন্তর্জাতিক সীমান্তের ৮২৫ নম্বর মেইন পিলারের ১ নম্বর সাবপিলার এলাকায় কাঁটাতারের বেড়ার এপাশে থাকা ভারতীয় চা বাগানে টিকটকের ভিডিও বানানোর সময় ওই দুই বাংলাদেশিকে ধরে নিয়ে যায় বিএসএফ। পরে বিজিবির আহ্বানে তাদের ফেরত দিতে সম্মত হয় বিএসএফ।
ইমন ও সাজেদুলের উদ্ধৃতি দিয়ে প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি জানিয়েছে, বিএসএফ ওই দুজনের সঙ্গে কোনো দুর্ব্যবহার করেনি। দেশে আসার পর তাদের স্বজনদের হাতে তুলে দেওয়া হয়েছে।