স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গণি বলেছেন, “পুলিশ বাহিনী সৃষ্টির পর থেকে সেবার জন্য তাদের দরজা কখনোই বন্ধ ছিল না। জুলাই ২৪-এ এসে সেটি বন্ধ হয়েছিল। পুলিশ বাহিনী সাময়িকভাবে পুরোপুরি নিষ্ক্রিয় হয়ে যায় সে সময়টিতে। সেখান থেকে বেরিয়ে এসে এখন সাড়া দিচ্ছে তারা। আমরা চেষ্টা করছি, কিভাবে জনগণকে আরো ভালো সেবা দিতে পারি তা নিশ্চিত করতে।”

শুক্রবার (২ মে) পরিবর্তিত পরিস্থিতিতে ভূমিকা পালনে জেলা পর্যায়ের সব দপ্তরের প্রধান ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে মতবিনিময় সভা শেষে এসব কথা বলেন তিনি। রাঙামাটি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়। 

রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ সভায় সভাপতিত্ব করেন। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) রাঙামাটি সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন, স্থানীয় সরকারের উপ-পরিচালক মো.

মোবারক হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মারুফ আহমেদ, সিভিল সার্জন ডা. নূয়েন খীসাসহ রাঙামাটির বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।

আরো পড়ুন:

সংঘবদ্ধ ধর্ষণের পর ভিডিও ধারণ, গ্রেপ্তার ২

পুকুরে গোসল করাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে আহত ১৫

বাংলাদেশ সীমান্তে মিনায়মারের বিভিন্ন তৎপরতার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নাসিমুল গণি বলেন, “আমরা এটিকে হুমকি মনে করছি না। বিভিন্ন সময়ে এরকম সমস্যা আসবে, সেগুলা আমাদের মোকাবিলা করতে হবে। আমরা সেভাবেই সমস্যাগুলো মোকাবিলা করব।”

ঢাকা/শংকর/মাসুদ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

ট্রাম্পের ঘনিষ্ঠজনকে নিয়ে মন্তব্য, বন্ধ হলো যুক্তরাষ্ট্রের জনপ্রিয় টিভি অনুষ্ঠান

যুক্তরাষ্ট্রের জনপ্রিয় টেলিভিশন শো ‘জিমি কিমেল লাইভ!’ অনির্দিষ্টকালের জন্য বাতিল করা হয়েছে। মার্কিন নেটওয়ার্ক এবিসি এই তথ্য নিশ্চিত করেছে। বাতিলের পেছনে মূল কারণ হিসেবে বিবেচিত হয়েছে শোর হোস্ট জিমি কিমেলের বক্তব্য, যেখানে তিনি কনজারভেটিভ প্রভাবশালী চার্লি কার্কের হত্যার পটভূমিতে রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে সমালোচনা করেছিলেন। খবর ভ্যারাইটির
যুক্তরাষ্ট্রের সবচেয়ে প্রভাবশালী লেট নাইট শোগুলোর একটি অনির্দিষ্ট সময়ের জন্য স্থগিত করার এই চাঞ্চল্যকর সিদ্ধান্ত এমন সময়ে এসেছে, যখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গণমাধ্যমের বিরুদ্ধে পক্ষপাতমূলক বলে অভিযোগ করে নানা পদক্ষেপের ঘোষণা দিয়েছেন।

‘জিমি কিমেল লাইভ!’–এর সম্প্রচার বন্ধ হওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে ট্রাম্প বলেন, ‘এটি আমেরিকার জন্য দারুণ খবর।’
চার্লি কার্ক ছিলেন প্রেসিডেন্ট ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র। গত সপ্তাহে ইউটাহ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে গুলিতে নিহত হন। ২২ বছর বয়সী টাইলার রবার্টসন এই হত্যার জন্য দায়ী বলে অভিযোগ আনা হয়েছে।

জিমি কিমেল। এএফপি ফাইল ছবি

সম্পর্কিত নিবন্ধ