কানাডায় ২২ পাঞ্জাবি বংশোদ্ভূত এমপির জয়
Published: 3rd, May 2025 GMT
কানাডার ফেডারেল নির্বাচনে এবার ভারতীয় পাঞ্জাবি বংশোদ্ভূতদের সংখ্যা বেড়েছে। দেশটির ইতিহাসে প্রথমবারের মতো ২২ জন পাঞ্জাবি হাউস অব কমন্সে জায়গা করে নিয়েছেন।
এবারের নির্বাচনে কানাডার রাজনীতিতে পাঞ্জাবি বংশোদ্ভূতদের ক্রমান্বয়ে আধিপত্য বাড়ার বিষয়টি স্পষ্ট হয়ে উঠল। দেশটির পার্লামেন্টে এখন পাঞ্জাবি অধিবাসীদের ৬ শতাংশের বেশি প্রতিনিধিত্ব প্রতিষ্ঠিত হলো।
পাঞ্জাবি জনগোষ্ঠীর ঘনত্ব বেশি ব্রাম্পটন শহরে। সেখানকার নির্বাচনী ফলাফল ছিল বিশেষভাবে উল্লেখযোগ্য। এখানে পাঁচটি আসনে পাঞ্জাবি নামধারী প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করেন।
উদারপন্থি ও রক্ষণশীল উভয় দলেই পাঞ্জাবি প্রার্থী জয়লাভ করেছেন। ব্র্যাম্পটন নর্থে উদারপন্থি দলের রুবি সাহোতা রক্ষণশীল দলের আমনদীপ জুড়্গেকে পরাজিত করেন। বিবিসি।
.উৎস: Samakal
কীওয়ার্ড: এমপ
এছাড়াও পড়ুন:
নিজেকে পোপ হিসেবে চিত্রিত করে ছবি পোস্ট করলেন ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) দিয়ে তৈরি করা একটি ছবি পোস্ট করেছেন। ওই ছবিতে ট্রাম্প নিজেকে পোপ হিসেবে চিত্রিত করেছেন তিনি।
গত সপ্তাহে ক্যাথলিক চার্চের গুরু পোপ ফ্রান্সিস মারা গেছেন। চলতি সপ্তাহে ১১৪০ কোটিন জনসংখ্যার ক্যাথলিক চার্চের নতুন নেতা নির্বাচনের জন্য কার্ডিনালদের সমাবেশের আগে ট্রাম্প এ ছবি পোস্ট করলেন।
শুক্রবার গভীর রাতে তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে ছবিটি পোস্ট করে ট্রাম্প রসিকতা করে বলেছেন, ‘তিনি পোপ হতে চান।’
ছবিতে দেখা যাচ্ছে, হাসিমুখহীন ট্রাম্প একটি অলংকৃত চেয়ারে বসে আছেন, সাদা পোপের পোশাক এবং মাথায় পাগড়ি পরে আছেন এবং তিনি ডান হাতের তর্জনী উঁচু করে রেখেছেন।
এই অসম্মানজনক পোস্টটি এক্স-এ তাৎক্ষণিকভাবে ক্ষোভের সৃষ্টি করেছে। ক্ষোভ প্রকাশকারীদের মধ্যে রিপাবলিকানরাও রয়েছেন।
তারা ট্রাম্পের এই কাণ্ডকে ‘ক্যাথলিকদের প্রতি স্পষ্ট অপমান এবং তাদের বিশ্বাসের প্রতি উপহাস’ বলে অভিহিত করেছেন।
ঢাকা/শাহেদ