কেটি হোমসের সঙ্গে সম্পর্কের আনুষ্ঠানিকতা চুকে গেছে ২০১২ সালে। এর পর থেকেই টম ক্রুজ সিঙ্গেল। গত এক যুগে কারও সঙ্গে আনুষ্ঠানিকভাবে সম্পর্কের কথা স্বীকার করেননি অভিনেতা। সেটাই হলো মুশকিল, কারণ কেটির সঙ্গে বিচ্ছেদের পর এত নায়িকার সঙ্গে তাঁর প্রেমের গুঞ্জন শোনা গেছে; কোনটা ঠিক আর কোনটা ভুল, কে জানে! এই যেমন এখন অভিনেত্রী আনা ডে আরমাসের সঙ্গে তাঁর প্রেমের কথা শোনা যাচ্ছে। গত শুক্রবার রাতের ঘটনার পর সেই গুঞ্জনের পালে আরও হাওয়া লাগল। এদিন সাবেক ব্রিটিশ ফুটবলার ডেভিড বেকহ্যামের ৫০তম জন্মদিনের পার্টিতে হাজির হয়েছিলেন টম আর আনা। ব্যস, পাপারাজ্জিদের ছবি আর ঘনিষ্ঠ সূত্রের বরাতে দুই তারকার প্রেম আবার শিরোনামে।

চলতি বছরের ফেব্রুয়ারি মাসে টম ক্রুজ ও আনা ডে আরমাসের প্রেম নিয়ে প্রথম খবর প্রকাশ করে পিপলডটকম। ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে বিনোদনবিষয়ক অনলাইন গণমাধ্যমটি দাবি করে, সম্পর্কের প্রাথমিক পর্যায়ে রয়েছেন তাঁরা, একসঙ্গে সময় কাটিয়ে পরস্পরকে বোঝার চেষ্টা করছেন।

আনা ডে আরমাস ও টম ক্রুজ। কোলাজ.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

ইন্টারনেট গেমের মাধ্যমে বাচ্চারা বিপথগামী হচ্ছে : রিয়াদ চৌধুরী

মাদক ও কিশোর গ্যাংয়ের উপদ্রব বৃদ্ধি পেয়েছিলো। সমাজে বর্তমানে প্রধান সমস্যা হলো মাদক। এ এলাকার যেমন সুনাম রয়েছে তেমনি দূর্নাম ও রয়েছে। এলাকায় মাদকের ভয়াবহ ছড়াছড়ি ছিলো তা আজ অনেকটাই হ্রাস পেয়েছে। ৫ আগস্টের পর মাদক নির্মূলে এলাকার অনেকেই কাজ করেছে।

জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক জুয়েল আরমানের সভাপতিত্বে ও ফতুল্লা থানা স্বেচ্ছা সেবক দলের ছাত্র বিষয়ক সম্পাদক সাগর সিদ্দিকীর সঞ্চালনায়  সোমবার বিকেলে ফতুল্লা পোস্ট রোড অফি রোড এলাকায় ফতুল্লা থানা কৃষকদলের উদ্দেগ্যে আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরুস্কার বিতরন অনুষ্ঠানে  প্রধান অতিথির বক্তব্যে ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী একথা বলেন।

তিনি আরো বলেন, বাচ্চাদের প্রতি খেয়াল রাখতে হবে। ইন্টারনেটের গেমের মাধ্যমে বাচ্চারা বিপথগামী হয়ে যাচ্ছে। এ কারনে আত্নহত্যার দিকে ও ঝুকে পরছে কিশোর ও বাচ্চারা।  ৫ তারিখের পূর্বে  ফতুল্লার মতো সমগ্র বাংলাদেশে আওয়ামীলীগ প্রতিটি সেক্টর কুক্ষিগত করে রেখেছিলো। তারা নিজেদের মতো করে সকল কিছু চিন্তা করতো। 

আজ প্রতিটি ক্ষেত্রে পরিবর্তনের হাওয়া লেগেছে। এই সমাজ ব্যবস্থা পরিবর্তনে রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে এলাকাবাসীর এগিয়ে আসতে হবে। ইতি মধ্যেই আমরা কিশোর গ্যাং, মাদক ব্যবসায়ী, ছিনতাইকারী দমনে জেলা প্রশাসনের সাথে কথা বলেছি। 

তারা ও আমাদের কে আশ্বাস দিয়েছে মাদক, কিশোরগ্যাং, ছিনতাইকারীসহ অপরাধ দমনে কাজ সর্বক্ষেত্রে কাজ করবে। 

তিনি আরো বলেন, সমাজের সকলে সজাগ থাকবেন আওয়ামীলীগের দোসর প্রেত্নাতারা যেনো আবারো মাথা চাড়া দিয়ে উঠতে না পারে।

জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক জুয়েল আরমানের সভাপতিত্বে ও ফতুল্লা থানা স্বেচ্ছা সেবক দলের ছাত্র বিষয়ক সম্পাদক সাগর সিদ্দিকীর সঞ্চালনায় পুরুস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা  ফতুল্লা থানা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক রুহুল আমিন শিকদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সহ-কোষাধ্যক্ষ আলহাজ তৈয়বুর রহমান, ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাকির হোসেন রবিন,ফতুল্লা থানা তাতি দলের আহবায়ক ইউনুছ মাস্টার, ফতুল্লা ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান উম্মে তাহেরা আখিঁ প্রমূখ।
 

সম্পর্কিত নিবন্ধ