নজরুল পুরস্কারের জন্য মনোনীতদের নাম ঘোষণা
Published: 5th, May 2025 GMT
নজরুল-সঙ্গীত, সাহিত্য ও অন্যান্য ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি দেওয়ার লক্ষ্যে ‘নজরুল-পুরস্কার’ প্রবর্তন করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট। এই ধারাবাহিকতায় ‘নজরুল-পুরস্কার নীতিমালা ২০২৪’ অনুযায়ী ‘নজরুল-পুরস্কার ২০২৩ ও ‘নজরুল-পুরস্কার ২০২৪’ প্রদানের জন্য মনোনীত ব্যক্তিদের নাম চূড়ান্ত করা হয়েছে।
নজরুল পুরস্কার ২০২৩-এর জন্য মনোনীত গুণীজন হলেন-
(১) নজরুল গবেষণায় অনন্যসাধারণ অবদানের জন্য প্রফেসর ইরশাদ আহমেদ শাহীনকে এ মনোনয়ন দেওয়া হয়েছে। তিনি ইউনিভার্সিটি অব সাউথ এশিয়ার নজরুল-গবেষক ও ইংরেজি ভাষা সাহিত্যের অধ্যাপক।
(২) নজরুল-সঙ্গীতে অনন্যসাধারণ অবদানের জন্য সঙ্গীত শিল্পী ও সঙ্গীত প্রশিক্ষক রুমী আজনবীকে মনোনীত করা হয়েছে।
নজরুল পুরস্কার ২০২৪-এর জন্য মনোনীত গুণীজন হলেন-
(১) নজরুল-গবেষণায় অনন্যসাধারণ অবদানের জন্য আবদুল হাই শিকদার মনোনীত হয়েছেন। তিনি নজরুল-গবেষক ও দৈনিক যুগান্তর সম্পাদক।
(২) নজরুলের কবিতা আবৃত্তিতে অনন্যসাধারণ অবদানের জন্য নাসিম আহমেদকে মনোনয়ন দেওয়া হয়েছে। তিনি আবৃত্তিকার, আবৃত্তি প্রশিক্ষক ও সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট।
উল্লেখ্য, প্রতি বছর প্রতিটি বিষয়ে পুরস্কারের জন্য পুরস্কার প্রাপ্তদের পদক, দুই লাখ টাকা ও সম্মাননা স্মারক দেয় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট। এ বছর পুরস্কার প্রাপ্তদের রৌপ্য পদক দেওয়া হচ্ছে।
আগামী ২৫ মে জাতীয় পর্যায়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে এ পুরস্কার দেওয়া হবে।
এ বিষয়ে ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক মো.
উৎস: Samakal
কীওয়ার্ড: ল ইসল ম
এছাড়াও পড়ুন:
সাকিব পাওয়ার দুই বছর পর আইসিসির যে পুরস্কার পেতে পারে বাংলাদেশ
বাংলাদেশের পুরুষ ক্রিকেটার হিসেবে সর্বশেষ আইসিসির মাসসেরা হয়েছেন সাকিব আল হাসান, ২০২৩ সালের মার্চে। দুই বছরের বেশি সময় পর আবারও এই পুরস্কার আসতে পারে বাংলাদেশের ঘরে।
মেহেদী হাসান মিরাজ যে আইসিসির এপ্রিলের সেরা খেলোয়াড়ের সংক্ষিপ্ত তালিকায় মনোনীত হয়েছেন! পুরস্কারটা জিততে হলে মিরাজকে দুই পেসার জিম্বাবুয়ের ব্লেসিং মুজারাবানি ও নিউজিল্যান্ডের বেন সিয়ার্সকে পেছনে ফেলতে হবে। আগামী সোমবার বিজয়ীর নাম ঘোষণা করবে আইসিসি।
এপ্রিলে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ ১–১ এ ড্র করেছে বাংলাদেশ। সিলেটে জিম্বাবুয়ে প্রথম টেস্ট জিতলেও চট্টগ্রামে শেষ টেস্টে দারুণভাবে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ, তিন দিনেই ম্যাচ জিতে নেয় ইনিংস ব্যবধানে।
তাতে বড় অবদান ছিল মিরাজের। ২৭ বছর বয়সী এই অলরাউন্ডার একই দিনে সেঞ্চুরি করেন ও ৫ উইকেট নেন। দুই ম্যাচ মিলিয়ে ৩৮.৬৬ গড়ে করেন ১১৬ রান, ১১.৮৬ গড়ে উইকেট শিকার করেন ১৫টি। সিরিজসেরার পুরস্কারও ওঠে তাঁর হাতে।
সেই সিরিজেই বল হাতে ঝলক দেখান ব্লেসিং মুজারাবানি। ৬ ফুট ৮ ইঞ্চি উচ্চতার এই পেসার দুই টেস্ট মিলিয়ে নেন ১০ উইকেট। এর ৯টিই সিলেটে, যা চার বছর পর জিম্বাবুয়েকে টেস্ট জেতাতে সহায়তা করে। সিলেট টেস্টে সেরা খেলোয়াড়ের পুরস্কারও মুজারাবানির হাতে ওঠে।
আরেক দীর্ঘদেহী পেসার বেন সিয়ার্স গত মাসে আলো ছড়িয়েছেন পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে। নিজেদের মাঠে বাবর–রিজওয়ানদের ৩–০ ব্যবধানে ধবলধোলাই করে কিউইরা।
সিয়ার্স প্রথম ওয়ানডেতে খেলেননি। তবে শেষ দুই ওয়ানডেতে সুযোগ দারুণভাবে কাজে লাগান, পাঁচটি–পাঁচটি করে নেন ১০ উইকেট।
২০২১ সাল থেকে মাসসেরা খেলোয়াড়কে পুরস্কৃত করে আসছে আইসিসি। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটির একটি স্বাধীন ভোটিং একাডেমি সেরা খেলোয়াড় নির্বাচন করে। প্যানেলে আছেন সাবেক ক্রিকেটার, ধারাভাষ্যকার ও ক্রীড়া সাংবাদিক। এ ছাড়া দর্শকেরাও আইসিসির ওয়েবসাইটে গিয়ে মনোনীত তিন খেলোয়াড়ের একজনকে ভোট দিতে পারেন।
নারী–পুরুষ মিলিয়ে এখন পর্যন্ত বাংলাদেশের তিন ক্রিকেটার চারবার আইসিসির মাসসেরা হয়েছেন। ২০২১ সালের মে মাসে প্রথম বাংলাদেশি হিসেবে এই পুরস্কার জেতেন মুশফিকুর রহিম। সাকিব জিতেছেন দুবার—২০২১ সালের জুলাইয়ের পর ২০২৩ সালের মার্চে। আর একমাত্র বাংলাদেশি নারী ক্রিকেটার হিসেবে নাহিদা আক্তার মাসসেরা স্বীকৃতি পেয়েছেন ২০২৩ সালের নভেম্বরে।