কার্লো আনচেলোত্তি এই মৌসুম শেষে রিয়াল মাদ্রিদে আর থাকছেন না, এটা মোটামুটি নিশ্চিতই ছিল। একই সঙ্গে ব্রাজিলের কোচ হওয়ার প্রতি এই ইতালিয়ানের দুর্বলতার কথাও সবায় জানে। এসব নিয়ে রিয়াল সভাপতি পেরেজের সঙ্গে একটা জটিলতা তৈরি হয় আনচেলত্তির।

তবে বিখ্যাত মার্কিন সংবাদপত্র দ্য অ্যাথলেটিকের প্রতিবেদন অনুযায়ী, আনচেলত্তি বিদায়ের শর্তাবলি নিয়ে একটি চুক্তিতে পৌঁছেছেন রিয়ালের সঙ্গে। সেই প্রতিবেদনে আরও বলা হয়েছে, আনচেলত্তি এই গ্রীষ্মেই ব্রাজিল জাতীয় দলের কোচের দায়িত্ব গ্রহণ করবেন।

আনচেলোত্তি অনেকদিন ধরেই ব্রাজিলের কোচ হওয়ার ব্যাপারে ইঙ্গিত দিয়ে আসছিলেন। এই মৌসুমে কিলিয়ান এমবাপেকে দলে টানার পরও চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল থেকেই বাদ পড়ে লস ব্ল্যাঙ্কসরা। লা লিগাতে হতাশাজনক মৌসুম পার করছে রিয়াল। এসব মিলিয়ে সান্তিয়াগো বার্নাব্যু থেকে আনচেলত্তির দ্বিতীয়বার ছাঁটাই হওয়াটা অনিবার্য। তবে এই ৬৫ বছর বয়সী কোচের সঙ্গে রিয়ালের চুক্তি ২০২৬ সাল পর্যন্ত। কিভাবে বা কোন পন্থায় চুক্তির বাকি সময়ের বেতন দেওয়া হবে, এই ব্যাপারে কোন ধরনের মতানৈক্যে পৌঁছাতে পারছিল না দুইপক্ষ। আশার কথা হচ্ছে এই ঝামেলা মিটে গিয়েছে রিয়াল এবং আনচেলত্তির মাঝে।

আরো পড়ুন:

লিভারপুল ছাড়ার সিদ্ধান্ত জানালেন আর্নল্ড, যাচ্ছেন কোথায়?

ঘাম ঝরানো জয়ে টিকে রইলো রিয়াল

রিয়াল শীঘ্রই আনচেলোত্তির বিদায় ঘোষণা করতে পারে। আগামী সপ্তাহে লা লিগার শীর্ষে থাকা বার্সেলোনার বিপক্ষে গুরুত্বপূর্ণ এল ক্লাসিকোর পরই আনুষ্ঠানিক ঘোষণা আসার সম্ভাবনা বেশি। শিরোপা ধরে রাখতে হলে এই ম্যাচে অবশ্যই জিততে হবে লস ব্লাঙ্কসদের। লিগে আর মাত্র চারটি ম্যাচ বাকি থাকতে বার্সা চার পয়েন্টে এগিয়ে রয়েছে।

এদিকে ব্রাজিলের ফুটবল ফেডারেশন নতুন কোচ নিয়োগের জন্য ২০ মে সময়সীমা নির্ধারণ করেছিল। অন্যদিকে মাদ্রিদের সঙ্গে আনচেলোত্তির আলোচনার গতি থেমে যাওয়ায় তাঁর নিয়োগ নিয়ে সংশয় দেখা দিয়েছিল। তবে মাদ্রিদের সঙ্গে মৌখিক সমঝোতা হওয়ায় জুনে ইকুয়েডর ও প্যারাগুয়ের বিপক্ষে ২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচগুলিতে তিনি ব্রাজিলের কোচ হিসেবে দায়িত্ব নিতে পারবেন বলে আশা করা হচ্ছে। ব্রাজিলের ফুটবল ফেডারেশনের সঙ্গে তাঁর যে চুক্তি হবে, তাতে তিনি আগামী বিশ্বকাপ পর্যন্ত দায়িত্বে থাকবেন।

মৌসুম শেষে আনচেলোত্তির বিদায়ের বিষয়টি চূড়ান্ত হওয়ায়, মাদ্রিদকে দ্রুত নতুন কোচ নিয়োগ দিতে। মৌসুম শেষেই যে ক্লাব বিশ্বকাপ শুরু হবে জুনের মাঝামাঝি। বায়ার লেভারকুজেনকে ঐতিহাসিক ২০২৩-২৪ মৌসুম বুন্দেসলিগা শিরোপা উপহার দেঅয়া জাবি আলোনসো এই মুহূর্তে রিয়ালের নতুন কোচ হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে। তবে অন্তর্বর্তীকালীন দায়িত্বে ক্লাবের বর্তমান ফুটবল পরিচালক সান্তিয়াগো সোলারিকেও বিবেচনায় রাখছে রিয়াল সভাপতি পেরেজ।

ঢাকা/নাভিদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ফ টবল আনচ ল ত ত

এছাড়াও পড়ুন:

রাজশাহী বিশ্ববিদ্যালয় মডেল স্কুলে প্লে ও শিশু শ্রেণিতে ভর্তি

রাজশাহী বিশ্ববিদ্যালয় মডেল স্কুলে ২০২৬ শিক্ষাবর্ষে প্লে ও শিশু শ্রেণির ভর্তির জন্য ফরম প্রদান শুরু হয়েছে। ভর্তি ফরম জমার শেষ তারিখ: ৩০ নভেম্বর ২০২৫।

বয়স কত হতে হবে—

জন্মসনদ অনুযায়ী ১ জানুয়ারি ২০২৬ তারিখে শিক্ষার্থীর বয়স ৪ থেকে ৫ বছরের মধ্যে হতে হবে।

আবেদন জমার সঙ্গে দিতে হবে—

১. আবেদন ফরম জমা দেওয়ার সময় শিক্ষার্থীর জন্মনিবন্ধনের ফটোকপি।

২. পিতা ও মাতার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি স্কুলে জমা দিতে হবে।

আবেদন পাওয়া যাবে—

আবেদন ফরম পাওয়া যাবে রাজশাহী বিশ্ববিদ্যালয় মডেল স্কুলের অফিসকক্ষ, রাজশাহী বিশ্ববিদ্যালয় মডেল স্কুলের ওয়েবসাইট, রাজশাহী বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট।

আবেদন ফরমের মূল্য—

আবেদন ফরম ৪০০ টাকা। ফরমের মূল্য অগ্রণী ব্যাংক রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার ০২০০০০৫৬২৬৯৬১ এই হিসাব নম্বরে জমা দিয়ে জমার স্লিপসহ ভর্তি ফরমের সঙ্গে স্কুলে জমা দিতে হবে।

আরও পড়ুনঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা, জেনে নিন ৫ ইউনিটে আবেদনের যোগ্যতাসহ আদ্যোপান্ত০১ নভেম্বর ২০২৫

সাক্ষাৎকারের তারিখ ও সময়—

১. সাক্ষাৎকারের তারিখ: ৫ ডিসেম্বর ২০২৫, শুক্রবার (অভ্যন্তরীণ)।

২. সাক্ষাৎকারের তারিখ: ৬ ডিসেম্বর ২০২৫, শনিবার (বহিরাগত)।

৩. সাক্ষাৎকারের সময়: সকাল ১০টায় (সাক্ষাৎকারের সময় অভিভাবককে অবশ্যই সঙ্গে থাকতে হবে)।

ভর্তির বিস্তারিত—

১. ভর্তি ফরম জমার শেষ তারিখ: ৩০ নভেম্বর ২০২৫।

২. ফলাফল ঘোষণার তারিখ ও সময়: ৯ ডিসেম্বর ২০২৫ , দুপুর ১২টা।

৩. প্লে ও শিশু শ্রেণিতে ভর্তির তারিখ: ১০ থেকে ২৪ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত।

# বিস্তারিত তথ্যের জন্য ওয়েবসাইট।

আরও পড়ুনজার্মানিতে পড়াশোনার পাশাপাশি কাজের সুযোগ: জেনে নিন নিয়ম ও সুবিধা৯ ঘণ্টা আগে

সম্পর্কিত নিবন্ধ

  • আগামী বছর ঈদে এবং পূজায় ছুটি নিয়ে যা জানা গেল
  • গণিত উৎসব ২০২৬-এর অনলাইন নিবন্ধন শুরু
  • ট্রাম্পের নজর এবার নিউইয়র্ক রাজ্যের নিয়ন্ত্রণ, লড়বেন তাঁর ঘনিষ্ঠ এলিস স্টেফানিক
  • ‘আমি এটা চাই’ বলে কীসের ইঙ্গিত দিলেন মেসি
  • বুটেক্সের ভর্তি বিজ্ঞপ্তি, আবেদন শুরু ১১ নভেম্বর
  • দিনাজপুরের হাবিপ্রবিতে ভর্তি পরীক্ষা ২৬-২৮ জানুয়ারি
  • ২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপ ভারত–শ্রীলঙ্কার ৮ ভেন্যুতে
  • ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যুর চূড়ান্ত তালিকা প্রকাশ
  • রাজশাহী বিশ্ববিদ্যালয় মডেল স্কুলে প্লে ও শিশু শ্রেণিতে ভর্তি
  • ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ