কার্লো আনচেলোত্তি এই মৌসুম শেষে রিয়াল মাদ্রিদে আর থাকছেন না, এটা মোটামুটি নিশ্চিতই ছিল। একই সঙ্গে ব্রাজিলের কোচ হওয়ার প্রতি এই ইতালিয়ানের দুর্বলতার কথাও সবায় জানে। এসব নিয়ে রিয়াল সভাপতি পেরেজের সঙ্গে একটা জটিলতা তৈরি হয় আনচেলত্তির।

তবে বিখ্যাত মার্কিন সংবাদপত্র দ্য অ্যাথলেটিকের প্রতিবেদন অনুযায়ী, আনচেলত্তি বিদায়ের শর্তাবলি নিয়ে একটি চুক্তিতে পৌঁছেছেন রিয়ালের সঙ্গে। সেই প্রতিবেদনে আরও বলা হয়েছে, আনচেলত্তি এই গ্রীষ্মেই ব্রাজিল জাতীয় দলের কোচের দায়িত্ব গ্রহণ করবেন।

আনচেলোত্তি অনেকদিন ধরেই ব্রাজিলের কোচ হওয়ার ব্যাপারে ইঙ্গিত দিয়ে আসছিলেন। এই মৌসুমে কিলিয়ান এমবাপেকে দলে টানার পরও চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল থেকেই বাদ পড়ে লস ব্ল্যাঙ্কসরা। লা লিগাতে হতাশাজনক মৌসুম পার করছে রিয়াল। এসব মিলিয়ে সান্তিয়াগো বার্নাব্যু থেকে আনচেলত্তির দ্বিতীয়বার ছাঁটাই হওয়াটা অনিবার্য। তবে এই ৬৫ বছর বয়সী কোচের সঙ্গে রিয়ালের চুক্তি ২০২৬ সাল পর্যন্ত। কিভাবে বা কোন পন্থায় চুক্তির বাকি সময়ের বেতন দেওয়া হবে, এই ব্যাপারে কোন ধরনের মতানৈক্যে পৌঁছাতে পারছিল না দুইপক্ষ। আশার কথা হচ্ছে এই ঝামেলা মিটে গিয়েছে রিয়াল এবং আনচেলত্তির মাঝে।

আরো পড়ুন:

লিভারপুল ছাড়ার সিদ্ধান্ত জানালেন আর্নল্ড, যাচ্ছেন কোথায়?

ঘাম ঝরানো জয়ে টিকে রইলো রিয়াল

রিয়াল শীঘ্রই আনচেলোত্তির বিদায় ঘোষণা করতে পারে। আগামী সপ্তাহে লা লিগার শীর্ষে থাকা বার্সেলোনার বিপক্ষে গুরুত্বপূর্ণ এল ক্লাসিকোর পরই আনুষ্ঠানিক ঘোষণা আসার সম্ভাবনা বেশি। শিরোপা ধরে রাখতে হলে এই ম্যাচে অবশ্যই জিততে হবে লস ব্লাঙ্কসদের। লিগে আর মাত্র চারটি ম্যাচ বাকি থাকতে বার্সা চার পয়েন্টে এগিয়ে রয়েছে।

এদিকে ব্রাজিলের ফুটবল ফেডারেশন নতুন কোচ নিয়োগের জন্য ২০ মে সময়সীমা নির্ধারণ করেছিল। অন্যদিকে মাদ্রিদের সঙ্গে আনচেলোত্তির আলোচনার গতি থেমে যাওয়ায় তাঁর নিয়োগ নিয়ে সংশয় দেখা দিয়েছিল। তবে মাদ্রিদের সঙ্গে মৌখিক সমঝোতা হওয়ায় জুনে ইকুয়েডর ও প্যারাগুয়ের বিপক্ষে ২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচগুলিতে তিনি ব্রাজিলের কোচ হিসেবে দায়িত্ব নিতে পারবেন বলে আশা করা হচ্ছে। ব্রাজিলের ফুটবল ফেডারেশনের সঙ্গে তাঁর যে চুক্তি হবে, তাতে তিনি আগামী বিশ্বকাপ পর্যন্ত দায়িত্বে থাকবেন।

মৌসুম শেষে আনচেলোত্তির বিদায়ের বিষয়টি চূড়ান্ত হওয়ায়, মাদ্রিদকে দ্রুত নতুন কোচ নিয়োগ দিতে। মৌসুম শেষেই যে ক্লাব বিশ্বকাপ শুরু হবে জুনের মাঝামাঝি। বায়ার লেভারকুজেনকে ঐতিহাসিক ২০২৩-২৪ মৌসুম বুন্দেসলিগা শিরোপা উপহার দেঅয়া জাবি আলোনসো এই মুহূর্তে রিয়ালের নতুন কোচ হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে। তবে অন্তর্বর্তীকালীন দায়িত্বে ক্লাবের বর্তমান ফুটবল পরিচালক সান্তিয়াগো সোলারিকেও বিবেচনায় রাখছে রিয়াল সভাপতি পেরেজ।

ঢাকা/নাভিদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ফ টবল আনচ ল ত ত

এছাড়াও পড়ুন:

পাকিস্তান নারী ক্রিকেটারদের পারিশ্রমিক বাড়লো ৫০ শতাংশ

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) নারীদের জন্য নতুন কেন্দ্রীয় চুক্তি ঘোষণা করেছে। যেখানে মাসিক পারিশ্রমিক বেড়েছে ৫০ শতাংশ। এই চুক্তির মেয়াদ ধরা হয়েছে ১ জুলাই ২০২৫ থেকে ৩০ জুন ২০২৬ পর্যন্ত এবং এই বৃদ্ধি কার্যকর হবে সব ক্যাটাগরির খেলোয়াড়দের ক্ষেত্রেই।

চুক্তির সবচেয়ে বড় অগ্রগতি দেখা গেছে সাদিয়া ইকবালের ক্ষেত্রে। যিনি বর্তমানে আইসিসি নারী টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে সেরা বোলার। এবার তিনি জায়গা পেয়েছেন ‘ক্যাটাগরি এ’- তে। যেখানে আছেন আরও তিনজন- ফাতিমা সানা, মুনীবা আলি ও সিদরা আমিন।

এছাড়া, ফাস্ট বোলার ডায়ানা বেগ ‘ক্যাটাগরি সি’ থেকে উঠে এসেছেন ‘বি’তে, এবং স্পিনার রামিন শামীম গেছেন ‘ডি’ থেকে ‘সি’তে। উল্লেখযোগ্যভাবে, ‘ক্যাটাগরি সি’-তে শামীমই একমাত্র খেলোয়াড়।

আরো পড়ুন:

পাকিস্তানের সঙ্গে আমরা স্বাভাবিক সম্পর্ক চাই: পররাষ্ট্র উপদেষ্টা

দ্বিপক্ষীয় বাণিজ্য ১০ বিলিয়নে নিতে চায় পাকিস্তান-ইরান

গতবার কেন্দ্রীয় চুক্তিতে জায়গা না পাওয়া আলিয়া রিয়াজ এবার ফিরেছেন ‘ক্যাটাগরি বি’-তে। তবে অভিজ্ঞ ক্রিকেটার নিদা দার, যিনি আগেরবার বাদ পড়েছিলেন ফর্ম ও বোর্ডের সঙ্গে সম্পর্কের অবনতির কারণে। তিনি এপ্রিল মাসে অনির্দিষ্টকালের জন্য ক্রিকেট থেকে বিরতি নেওয়ায় এবারও চুক্তির তালিকায় নেই।

নতুন চুক্তিতে এবার প্রথমবারের মতো ‘ক্যাটাগরি ই’ চালু হয়েছে। যা নবাগত খেলোয়াড়দের জন্য ‘ইমার্জিং ক্যাটাগরি’ হিসেবে বিবেচিত। এই তালিকায় আছেন দুটি প্রতিশ্রুতিশীল মুখ— আইমান ফাতিমা ও শাওয়াল জুলফিকার। দুজনই ২০২৩ সালের নারী অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে খেলেছেন এবং বর্তমানে আয়ারল্যান্ডে চলমান টি-টোয়েন্টি সিরিজের দলেও আছেন।

‘ক্যাটাগরি ডি’-তে এবার ১০ জন খেলোয়াড়ের নাম প্রকাশ করা হয়েছে। যাদের মধ্যে নতুনভাবে যুক্ত হয়েছেন নাতালিয়া পারভেজ, সিদরা নবী এবং ওয়াহিদা আখতার।

এই চুক্তি এমন এক সময় ঘোষণা করা হলো, যখন পাকিস্তান নারী দল সামনে দুটি বড় টুর্নামেন্টে অংশ নিতে যাচ্ছে। ২০২৫ সালের সেপ্টেম্বর-অক্টোবরে ওয়ানডে বিশ্বকাপ এবং ২০২৬ সালের জুন-জুলাইয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এ ছাড়াও রয়েছে ঘরোয়া ও আন্তর্জাতিক দ্বিপাক্ষিক সিরিজ।

২০২৫–২৬ কেন্দ্রীয় চুক্তিতে জায়গা পাওয়া খেলোয়াড়দের তালিকা:

ক্যাটাগরি এ: ফাতিমা সানা, মুনীবা আলি, সাদিয়া ইকবাল ও সিদরা আমিন।

ক্যাটাগরি বি: আলিয়া রিয়াজ, ডায়ানা বেগ ও নাশরা সান্ধু।

ক্যাটাগরি সি: রামিন শামীম

ক্যাটাগরি ডি: গুল ফেরোজা, নাজিহা আলভি, নাতালিয়া পারভেজ, ওমাইমা সোহেল, সাদাফ শামাস, সিদরা নবী, সৈয়দা আরুব শাহ, তুবা হাসান, উম্মে হানি ও ওয়াহিদা আখতার।

ক্যাটাগরি ই (ইমার্জিং): আইমান ফাতিমা ও শাওয়াল জুলফিকার।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত নিবন্ধ

  • পাকিস্তান নারী ক্রিকেটারদের পারিশ্রমিক বাড়লো ৫০ শতাংশ
  • গণ-অভ্যুত্থান দিবসে নিরবের নতুন সিনেমার ঘোষণা
  • অস্ট্রেলিয়া আন্তর্জাতিক শিক্ষার্থীদের দিল সুখবর, অগ্রাধিকারে দক্ষিণ–পূর্ব এশিয়া
  • ফেব্রুয়ারিতেই নির্বাচন