ফিরোজার পথে খালেদা জিয়া, নেতাকর্মীদের অভ্যর্থনা
Published: 6th, May 2025 GMT
লন্ডনে চিকিৎসা শেষে ৪ মাস পর দেশে ফিরেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। আজ মঙ্গলবার (৬ মে) সকাল ১০টা ৩৮ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। এরপর গাড়িযোগে গুলশানের বাসভবন ‘ফিরোজার’ উদ্দেশে রওনা দেন।
বিএনপি চেয়ারপারসনকে স্বাগত জানাতে সকাল থেকেই বিমানবন্দরে দলটির নেতাকর্মী ও সমর্থকদের ঢল নেমেছে। জাতীয় ও দলীয় পতাকা হাতে পথে পথে নেত্রীর অপেক্ষায় নেতাকর্মীরা।
বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা দলীয় ও জাতীয় পতাকা হাতে রাস্তার দুই পাশে অবস্থান নিয়েছেন এবং খালেদা জিয়ার পক্ষে স্লোগান দিচ্ছেন। তার আগমন উপলক্ষে বিমানবন্দর এলাকায় অতিরিক্ত ভিড়ের আশঙ্কায় ট্রাফিক পুলিশও বাড়তি প্রস্তুতি নিয়েছে।
আরো পড়ুন:
এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকার পথে খালেদা জিয়া
খালেদা জিয়ার দেশে ফেরা: যান চলাচলে ডিএমপির নির্দেশনা
বাংলাদেশ সময় ভোর ৬টা ৫ মিনিটে দেশের উদ্দেশে দোহা বিমান বন্দর ছাড়েন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এর আগে দেশের উদ্দেশে লন্ডন ছাড়েন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
গতকাল সোমবার (৫ মে) বাংলাদেশ সময় রাত আনুমানিক ৯টা ৩৫ মিনিটে দেশের উদ্দেশে যাত্রা করেন তিনি। এর আগে লন্ডনের বাসা থেকে হিথ্রো বিমানবন্দরে পৌঁছান তিনি। বাংলাদেশ সময় ৭টা ৪০ মিনিটের দিকে হিথ্রো বিমানবন্দরে প্রবেশ করেন খালেদা জিয়া। পরে তারেক রহমান মাকে বিদায় জানান।
খালেদা জিয়ার সঙ্গে আছেন দুই পুত্রবধূ শামেলা রহমান ও ডা.
ঢাকা/সুকান্ত/এস
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ন ত কর ম রহম ন
এছাড়াও পড়ুন:
চাঁদপুরে গরুর খণ্ডিত মাথা দেখে চুরি হওয়া গরু শনাক্ত করলেন মালিক
চাঁদপুর শহরের বিপণীবাগে গরুর খণ্ডিত মাথা দেখে চুরি হওয়া নিজের গরু শনাক্ত করলেন মালিক আব্দুল মতিন মিজি।
রবিবার (৪ মে) ঘটনাটি ছড়িয়ে পড়লে রাতে এ তথ্য নিশ্চিত করেন চাঁদপুর সদর মডেল থানার ওসি মো. বাহার মিয়া।
খোঁজ নিয়ে জানা যায়, চাঁদপুর সদরের তরপুরচণ্ডী সেনের দিঘির পাড়ের বাসিন্দা আব্দুল মতিন মিজির গরু চুরি করে নিয়ে যায় একই এলাকার মোহাম্মদ সোহাগ। এরপর ৫০ হাজার টাকায় গরুটি কসাইয়ের কাছে বিক্রি করে দেন তিনি। গরু খুঁজতে গিয়ে দুপুরে বিপণীবাগ বাজারে কসাইখানায় গিয়ে মতিন মিজি দেখেন তার গরুর খণ্ডিত মাথা পড়ে রয়েছে। মাথা দেখে তিনি গরুটি চিনতে পারেন। জেরার মুখে কসাই ঘটনার বিস্তারিত জানালে মোহাম্মদ সোহাগের নাম বেরিয়ে পড়ে। এরপর সোহাগকে খুঁজে বের করে জনতা পুলিশের হাতে তুলে দেয়।
ঘটনা প্রসঙ্গে আব্দুল মতিন মিজি বলেন, ‘‘গরুটা গাভী গরু। একটা বাছুর রয়েছে। দিনে গড়ে ৮ কেজি করে দুধ দিতো। গরু চুরি করে কসাইয়ের কাছে বিক্রি করে সোহাগ। গরুটি কসাই জবাই করলেও মাথা দেখে আমি চিনতে পারি। আমার এই গরুর দাম প্রায় এক লাখ ৭৫ হাজার টাকা। আমি সোহাগ এবং ওই কসায়ের বিচার চাই।’’
দায় স্বীকার করে পুলিশি হেফাজতে থাকা সোহাগ বলেন, ‘‘অনেক অভাব থেকেই গরু চুরি করেছিলাম। আমি কখনও এমন কাজ করি নাই। অনেক টাকা ধারদেনা হওয়ায় শয়তানের পাল্লায় পড়ে এই ভুল কাজ করে ফেলেছি।’’
এদিকে কসাই পালিয়ে যাওয়ায় তাকে খুঁজতে পুলিশ মাঠে কাজ করছে বলে জানিয়েছেন চাঁদপুর সদর মডেল থানার ওসি মো. বাহার মিয়া।
অমরেশ//