বান্দরবানের থানচিতে গতকাল সোমবার উদ্ধার হওয়া খেয়াং নারীকে মাথায় পাথর দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে বলে পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে। থানচি থানার ওসি আজ মঙ্গলবার সকালে প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেছেন। তবে হত্যাকাণ্ডের পেছনের কারণ এখনো উদ্‌ঘাটন করা যায়নি। এ বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে বলে জেলা প্রশাসক শামীম আরা রিনি আজ এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন। এ ঘটনার বিচারের দাবিতে বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়িতে বিক্ষোভ করেছে বিভিন্ন সংগঠন।

থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দিন মজুমদার আজ সকালে মুঠোফোনে প্রথম আলোকে বলেছেন, ওই খেয়াং নারীর মাথায় আঘাত রয়েছে। তাঁকে মাথায় পাথর দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। হত্যার আগে ধর্ষণ করা হয়েছে কি না, ময়নাতদন্ত প্রতিবেদন না পাওয়া পর্যন্ত বলা যাবে না। লাশ ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনা নিয়ে আজ বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সাংবাদিকদের জেলা প্রশাসক শামীম আরা রিনি বলেন, হত্যাকাণ্ডের ঘটনার সঠিক কারণ অনুসন্ধানের জন্য সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থা নিবিড়ভাবে কাজ করছে। ময়নাতদন্তের আগে শারীরিক নির্যাতনের ব্যাপারে বলা যাচ্ছে না। এ সময় জেলার পুলিশ সুপার (এসপি) শহিদুল্লাহ কাওছার এ ঘটনার নানা দিক তুলে ধরেন। তিনি বলেন, কারা কী কারণে খেয়াং নারীকে হত্যা করেছে, এখনো জানা যায়নি। তদন্তের পর জানা যাবে। এ নিয়ে গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ এফ এম হাসান, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল করিম ও জিনিয়া চাকমা।

বান্দরবানের থানচিতে খেয়াং নারীকে হত্যার ঘটনায় আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য দেন পুলিশ সুপার পুলিশ সুপার শহিদুল্লাহ কাওছার.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ব ন দরব ন তদন ত

এছাড়াও পড়ুন:

ই-কমার্স পরিষেবা

ই-কমার্স সাইটে সারাদেশে ক্রেতার সংখ্যা ক্রমে বাড়ছে। অর্থ, সময় আর ভোগান্তি থেকে রেহাই পেতে কেনাকাটায় ই-কমার্স দারুণ সমাধান। বাংলাদেশে সব ধরনের পণ্য, খাবার এমনকি ওষুধ কেনায় অনেকেই এখন ই-কমার্স পরিষেবার ওপর নির্ভরশীল। এমন কেনাকাটায় উৎসাহিত করতে সারাদেশে ৫.৫ বেস্ট প্রাইস, বেস্ট ডিলস প্রচারণা শুরু করেছে দারাজ। 
বিশেষ ঘোষণা উদযাপনে ৯ মে পর্যন্ত থাকছে সর্বোচ্চ ৮০ শতাংশ পর্যন্ত ছাড়, ফ্রি ডেলিভারি ও ভাউচার ডিসকাউন্ট, যা গ্রাহককে সাশ্রয়ী ও বিশেষ ছাড়ে অনলাইন কেনাকাটার অভিজ্ঞতা দেবে বলে 
উদ্যোক্তারা জানায়।
বিশেষ প্রচারণায় প্রতিদিনই দারাজ অ্যাপে পাওয়া যাবে নতুন ফ্ল্যাশ সেল ডিল, যেখানে অংশ নিচ্ছে ডেটল, ওরাইমো, হায়ার, প্যারাস্যুট অ্যাডভান্সড ও নিওকেয়ারের মতো জনপ্রিয় সব ব্র্যান্ড। ফ্যাশন, ইলেকট্রনিকস, স্বাস্থ্যসেবা থেকে শুরু করে দৈনন্দিন ব্যবহার্য সব ধরনের পণ্য পাওয়া যাবে বিশেষ অফারে। ফ্রি ডেলিভারি সুবিধা পেতে ন্যূনতম ৭৯৯ টাকা মূল্যের পণ্য অর্ডার করতে হবে। অ্যাপের ভাউচার সেন্টার থেকে ফ্রি ডেলিভারি ও অন্যসব ডিসকাউন্ট ভাউচার সংগ্রহ করে সাশ্রয়ী হওয়ার সুযোগ থাকবে। দারাজ কর্তৃপক্ষ জানায়, এমন প্রচারণা শুধু ছাড় বা অফারের মধ্যেই সীমাবদ্ধ নয়; মাঝেমধ্যে বিশেষ প্রচারণায় গ্রাহক নির্ভরযোগ্য অনলাইন শপিং অভিজ্ঞতা পেয়ে থাকেন। 
ফ্যাশন, গ্যাজেট, বিউটি প্রোডাক্ট, হোম অ্যাপ্লায়েন্স থেকে শুরু করে প্রয়োজনীয় ক্যাটেগরির পণ্যে থাকছে অফার, যা গ্রাহকের প্রতিদিনের চাহিদা পূরণে সহায়ক হবে।

সম্পর্কিত নিবন্ধ