কুড়িগ্রামের রৌমারী ও ভূরুঙ্গামারী সীমান্তে অবৈধভাবে বাংলাদেশে পুশইন করা ৮ বাংলাদেশিসহ ৪৪ জনকে আটক করেছে বিজিবি। আটককৃত বাকি ৩৬ জন রোহিঙ্গা কিনা যাচাই-বাছাই করছে বিজিবি।

এদের মধ্যে রৌমারী সীমান্তে ৩০ জন ও ভূরুঙ্গামারী সীমান্ত থেকে ১৪ জনকে আটক করা হয়।

বুধবার (৭ মে) ভোররাতে রৌমারী উপজেলা বিভিন্ন সীমান্ত এলাকা ও ভূরুঙ্গামারী উপজেলার ভাওয়ালকুরি সীমান্ত দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে ঘোরাঘুরির সময় স্থানীয়রা তাদের আটক করে বিজিবির হাতে তুলে দেয়। 

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান জানান, ভোররাতে রৌমারী বিভিন্ন সীমান্ত দিয়ে ভারত থেকে ৩০ জনকে বাংলাদেশে পুশইন করা হয়েছে। ধারণা করা হচ্ছে এদের মধ্যে ২২ জন রোহিঙ্গা। আটককৃতদের পরিচয় যাছাই করছে বিজিবি।

কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটারিয়নের অধিনায়ক লে.

কর্নেল মোহাম্মদ মাহবুব উল হক জানান, ভূরুঙ্গামারীর ভাওয়ালকুরি সীমান্ত এলাকায় ৮ নারী শিশুসহ ১৪ জনকে আটক করা হয়েছে। তারা সবাই রোহিঙ্গা।

জামালপুর বিজিবি সূত্র জানায়, রৌমারীতে আটককৃতদের মধ্যে ৮ জন বাংলাদেশি। বাকিদের পরিচয় যাচাই বাছাই করা হচ্ছে।

ঢাকা/বাদশাহ্/এস

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

সিদ্ধিরগঞ্জে ৭শ’ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

সিদ্ধিরগঞ্জে ৭শ’ পিস ইয়াবা ট্যাবলেটসহ ফয়সাল আহমেদ ও হামিদুর রহমান নামে দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। সোমবার (৫ মে) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড় সড়ক ও জনপথ (সওজ) কার্যালয়ের সামনে থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলো, খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা থানার কাঠালবাগান এলাকার আলী আশরাফের ছেলে ফয়সাল আহম্মেদ সবুজ ও নারায়নগঞ্জ জেলার রূপগঞ্জ থানার ডাক্তারখালী উত্তর পাড়ার মৃত আব্দুল জলিলের ছেলে হামিদুর রহমান।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুর আলম জানান, ইয়াবাসহ আটককৃত আসামিরা স্বীকার করেছে তারা বিভিন্ন জেলা হতে ইয়াবা ট্যাবলেট এনে সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় খুচরা বিক্রেতাদের কাছে পাইকারী বিক্রি করে। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

সম্পর্কিত নিবন্ধ

  • বন্দরে ২ চোর আটক
  • সিদ্ধিরগঞ্জে ৭০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক
  • সিদ্ধিরগঞ্জে ৭শ’ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক