কুড়িগ্রাম সীমান্তে ৮ বাংলাদেশিসহ আটক ৪৪
Published: 7th, May 2025 GMT
কুড়িগ্রামের রৌমারী ও ভূরুঙ্গামারী সীমান্তে অবৈধভাবে বাংলাদেশে পুশইন করা ৮ বাংলাদেশিসহ ৪৪ জনকে আটক করেছে বিজিবি। আটককৃত বাকি ৩৬ জন রোহিঙ্গা কিনা যাচাই-বাছাই করছে বিজিবি।
এদের মধ্যে রৌমারী সীমান্তে ৩০ জন ও ভূরুঙ্গামারী সীমান্ত থেকে ১৪ জনকে আটক করা হয়।
বুধবার (৭ মে) ভোররাতে রৌমারী উপজেলা বিভিন্ন সীমান্ত এলাকা ও ভূরুঙ্গামারী উপজেলার ভাওয়ালকুরি সীমান্ত দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে ঘোরাঘুরির সময় স্থানীয়রা তাদের আটক করে বিজিবির হাতে তুলে দেয়।
রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান জানান, ভোররাতে রৌমারী বিভিন্ন সীমান্ত দিয়ে ভারত থেকে ৩০ জনকে বাংলাদেশে পুশইন করা হয়েছে। ধারণা করা হচ্ছে এদের মধ্যে ২২ জন রোহিঙ্গা। আটককৃতদের পরিচয় যাছাই করছে বিজিবি।
কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটারিয়নের অধিনায়ক লে.
জামালপুর বিজিবি সূত্র জানায়, রৌমারীতে আটককৃতদের মধ্যে ৮ জন বাংলাদেশি। বাকিদের পরিচয় যাচাই বাছাই করা হচ্ছে।
ঢাকা/বাদশাহ্/এস
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
বন্দরে বিভিন্ন অপরাধে আটক ২
বন্দরে বিভিন্ন অপরাধে ২ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো বন্দর উপজেলার কুশিয়ারা এলাকার তাজউদ্দিন মিয়ার ছেলে ভূট্টো (৪৫) ও একই উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ফরাজিকান্দা এলাকার রহিমউদ্দিন মিয়ার ছেলে ইউসুফ আলী (৪৮)।
আটককৃতদের মধ্য ভূট্টোকে পুলিশ আইনের ৩৪ ধারায় ও অপর আটককৃত কাজী ইউসুফ আলীকে ৫৪ ধারায় শুক্রবার (১৪ নভেম্বর) দুপুরে আদালতে প্রেরণ করছে।
এর আগে গত বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাতে বন্দর উপজেলার বিভিন্ন এলাকায় বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এদেরকে আটক করা হয়।
পুলিশ জানিয়েছে, গভীর রাতে রাস্তায় অযথা ঘুরাফেরা করার অপরাধে তাদেরকে আটক করা হয়।