কারাগারের প্রাচীর টপকে হাজতির পালানোর চেষ্টা, ভিডিও ভাইরাল
Published: 7th, May 2025 GMT
নোয়াখালী জেলা কারাগারের প্রাচীর টপকে মো. তানিম (১৯) নামে এক হাজতি পালানোর চেষ্টা করেছেন। বুধবার (৭ মে) দুপুর সাড়ে ১২টার দিকে তিনি কারাগারের ১৮ ফুট উঁচু প্রাচীরটিতে ওঠেন। বিষয়টি বুঝতে পেরে তাকে আটক করে কারাগারে নেয় কারারক্ষীরা।
হাজতির পালানোর চেষ্টা করার ঘটনাটির ২৮ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
পালানোর চেষ্টা করা তানিম নোয়াখালী পৌরসভার মহিলা কলেজ সংলগ্ন মনপুর এলাকার মজিব শেখের ছেলে।
আরো পড়ুন:
মডেল মেঘনা আলম কারামুক্ত
হবিগঞ্জের শ্রমিক লীগ নেতা কারাগারে
কারাগার সূত্রে জানা যায়, মঙ্গলবার (৬ মে) ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে তানিমকে নোয়াখালী জেলা কারাগারে পাঠায় আদালত। আজ বুধবার দুপুরের দিকে জেল সুপারের বাসার কর্নার দিয়ে তানিম কারাগারের ১৮ ফুট উঁচু প্রাচীরের ওপরে উঠে যান। বিষয়টি বুঝতে পেরে কারারক্ষীরা প্রাচীরের দুইদিক অবস্থান নেন। তারা তানিমকে প্রাচীরের ওপর থেকে নামিয়ে এনে আটক করে পুনরায় কারাগারে নিয়ে যান।
নোয়াখালী জেলা কারাগারের জেল সুপার আব্দুল বারেক বলেন, “কারাগারের প্রাচীরের ওপরে উঠেছিলেন এক হাজতি এ ঘটনাটি সত্য। ওই হাজতি মানসিকভাবে অসুস্থ। তিনি পালাতে পারেননি। তাকে কারারক্ষীরা আটক করে পুনরায় কারাগারে নিয়ে আসে।”
ঢাকা/সুজন/মাসুদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
নেহাল ফেরায় কাবিলার জন্য ভালো নাকি মন্দ হলো, কী বলছেন পলাশ
আসল নামটাই যেন তাঁর বদলে গেছে। ভক্তদের কাছে তিনি সাত বছর ধরে ‘কাবিলা’ নামে পরিচিত। যেখানেই যান, সবাই কাবিলা বলেই সম্বোধন করে। অনেক সময় এই অভিনেতার জিয়াউল হক পলাশ নামটিই আড়ালে পড়ে যায়। তবে পর্দার নামটিও তাঁর কাছে গুরুত্বপূর্ণ মনে হয়। এটাকে দর্শকদের উপহার হিসেবে নেন ‘ব্যাচেলর পয়েন্টের’ এই কাবিলা খ্যাত অভিনেতা।
হাবু, পাশা, রোকেয়া, বোরহান চরিত্রের মধ্যে আলাদা করে সাড়া জাগিয়েছেন কাবিলা। এই ধারাবাহিক পলাশকে জনপ্রিয়তা দেওয়ার অন্যতম কারণ তাঁর ভাষা নোয়াখালী অঞ্চলের। একই সঙ্গে গল্পে ব্যাচেলরদের জীবনের নানান চিত্র তুলে ধরার কারণে, এটি দর্শক পছন্দ করেন। সিরিজগুলোতে আলাদা করে আসে পলাশের চরিত্রের পরিসর, যা দর্শক বেশির ভাগ সময়ই গ্রহণ করেন। তারপরও এই অভিনেতাকে তেমন কোনো ধারাবাহিকে দেখা যায় না। এর কারণ কী?
অভিনেতা পলাশ। ছবি: ফেসবুক থেকে