চীনে আম রপ্তানির সম্ভাবনা তৈরি হয়েছে। এ সম্ভাবনা কাজে লাগাতে রপ্তানির প্রক্রিয়া দ্রুত ও সহজ করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) চিঠি দিয়েছে রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)।

সম্প্রতি চীনের আমদানিকারক ও বাংলাদেশের রপ্তানিকারকদের নিয়ে একটি সভা করে ইপিবি। সেখানে উঠে আসা বিভিন্ন সুপারিশ উল্লেখ করে এনবিআরকে চিঠি দেওয়া হয়। এতে বলা হয়, চীনে আম রপ্তানির ক্ষেত্রে যেসব বিধিবিধান অনুসরণ করতে হবে, সে বিষয়ে ইপিবিকে বিস্তারিত জানিয়েছেন আমদানিকারক প্রতিষ্ঠান বাবাইলি গ্রুপ। চীনের জৈব নিরাপত্তা আইন, খাদ্য নিরাপত্তা আইন, প্রাণিজ ও উদ্ভিদ পৃথক্করণ ও এতদসংক্রান্ত আইন, ফাইটোস্যানিটারি সনদ এবং জিএসিসির নিবন্ধন-সংক্রান্ত বিধিবিধানের কথা জানানো হয়েছে।

চিঠিতে বলা হয়, আম রপ্তানির ক্ষেত্রে নীতিগত সুবিধা দেওয়া দরকার। আমের মূল্য আন্তর্জাতিক বাজারের সঙ্গে সংগতিপূর্ণ হবে। এ ক্ষেত্রে প্রতি কেজির দাম হতে পারে চার থেকে পাঁচ ডলার। যা বাংলাদেশি মুদ্রায় ৪৮৮ থেকে ৬১০ টাকা। ঢাকা-চায়না কার্গো ফ্লাইটে আম পরিবহন করা হবে। শুরুর দিকে চীনের আমদানিকারক প্রতিষ্ঠান তাদের বিমানে করে আম পরিবহনের কাজ করবে।

এ বিষয়ে বাংলাদেশ ফ্রুটস ভেজিটেবলস অ্যান্ড অ্যালাইড প্রোডাক্টস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভপতি এস এম জাহাঙ্গির হোসাইন সমকালকে বলেন, থাইল্যান্ড, ভারত ও পাকিস্তানের চেয়ে বাংলাদেশে কার্গো ভাড়া বেশি। কার্গোতে স্পেসও পাওয়া যায় না। এসব বিষয়ে নজর দিতে হবে। 

আম রপ্তানিকারকদের মতে, ফাইটোস্যানিটারি সনদ পেতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে যেতে হয়, যা রাজশাহী বা চাঁপাইনবাবগঞ্জের রপ্তানিকারকদের জন্য কষ্টসাধ্য ও সময়সাপেক্ষ। সেজন্য লোকাল প্যাকিং হাউস থেকে এ সনদ সরবরাহের ব্যবস্থা করা দরকার।

চিঠিতে জানানো হয়, আম রপ্তানিকারকদের চীনের জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অব কাস্টমস অব চায়নার (জিএসিসি) গাইডলাইন অনুসরণ করতে হবে। প্রতিটি মৌসুমের আগে আম রপ্তানিকারক প্রতিষ্ঠানকে একটি নিবন্ধিত তালিকা চীনা জিএসিসিকে দিতে হবে। জিএসিসি এ তালিকা পর্যবেক্ষণ ও অনুমোদনের পর নির্বাচিত রপ্তানিকারকদের নিবন্ধন দেওয়া হবে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: জ এস স

এছাড়াও পড়ুন:

আজ টিভিতে যা দেখবেন (৭ আগস্ট ২০২৫)

বুলাওয়েতে আজ শুরু হচ্ছে জিম্বাবুয়ে–নিউজিল্যান্ড দ্বিতীয় টেস্ট।

বুলাওয়ে টেস্ট–১ম দিন

জিম্বাবুয়ে–নিউজিল্যান্ড
বেলা ২টা, টি স্পোর্টস

দ্য হানড্রেড

সুপারচার্জার্স–ওয়েলশ ফায়ার
রাত ১১–৩০ মি., সনি স্পোর্টস ৫

সম্পর্কিত নিবন্ধ