ইউরোপের সেরা ১০ বৃত্তি ও ফেলোশিপের খোঁজ
Published: 22nd, October 2025 GMT
ইউরোপে পড়াশোনা ও গবেষণার জন্য ২০২৫-২৬ শিক্ষাবর্ষে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য শুরু হয়েছে নানা ধরনের স্কলারশিপ ও ফেলোশিপের আবেদনপ্রক্রিয়া। এসব প্রোগ্রাম বেশির ভাগই সম্পূর্ণভাবে অর্থায়িত (Fully Funded) বা আংশিক অর্থায়িত এবং শিক্ষার্থীদের জন্য ভ্রমণ, আবাসন, ভাতা ও গবেষণার সুযোগ দিয়ে থাকে। নিচে ইউরোপের জনপ্রিয় ১০টি প্রোগ্রামের সংক্ষিপ্ত তথ্য তুলে ধরা হলো—
আরও পড়ুনযুক্তরাষ্ট্রের সিমন্স ডিসটিংগুইশড স্কলার অ্যাওয়ার্ড, জিপিএ ৩.৩ হলে আবেদন০৬ মে ২০২৫ফাইল ছবি প্রথম আলো
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
দেশের মাটিতে পূর্ণাঙ্গ সিরিজ খেলেই বাংলাদেশের জার্সি তুলে রাখতে চান সাকিব
সাকিব আল হাসান কি আর বাংলাদেশের হয়ে খেলার সুযোগ পাবেন?
অনেকের চোখেই বাংলাদেশের জার্সিতে আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ হয়ে গেছে সাকিবের। ২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই দেশের বাইরে থাকতে বাধ্য হয়েছেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক।
তবে সাকিব নিজে জানালেন, তিনি এখনো আশাবাদী বাংলাদেশের হয়ে আবারও খেলার সুযোগ হবে তাঁর। শেষবার বিদায় বলার আগে অন্তত দেশের মাটিতে একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলতে চান বিশ্বের সাবেক এই এক নম্বর অলরাউন্ডার।
আমার পরিকল্পনা হলো বাংলাদেশে ফিরে একটি পূর্ণাঙ্গ সিরিজ মানে ওয়ানডে, টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ খেলে অবসরে যাওয়া।সাকিব আল হাসানতিন সংস্করণেই বাংলাদেশের জার্সিতে শেষবারের মতো মাঠে নামার স্বপ্নের কথা সাকিব রোববার জানালেন ইউটিউব চ্যানেল ‘বিয়ার্ড বিফোর উইকেট’ পডকাস্টে। দক্ষিণ আফ্রিকার সাবেক ব্যাটসম্যান হাশিম আমলা এই পডকাস্টের সঞ্চালক।
সাকিব আল হাসান