শুভর ‘নীলচক্র’ ছবির প্রথম গান, শাফায়াতের সঙ্গে দেখা গেল বালামকেও
Published: 9th, May 2025 GMT
আসন্ন ঈদুল আযহাতে মুক্তির অপেক্ষায় থাকা আরিফিন শুভর ‘নীলচক্র’ সিনেমায় দেখা যাবে ব্যাপার জালালী শাফায়াতকে। ‘এই অন্ধকারের শহরে’ শিরোনামে একটি গানে কণ্ঠ দেওয়ার পাশাপাশি সিনেমাটিতে অভিনয় করেতে দেখা যাবে দেশের জনপ্রিয় এই ব্যাপারকে।
এরই মধ্যে অন্তর্জালে মুক্তি পেয়েছে ‘এই অন্ধকারের শহরে’। গানটির কথা লিখেছেন গায়ক শাফায়াত নিজেই। আর সংগীত করেছেন আরেক জনপ্রিয় সংগীত তারকা বালাম। প্রকাশিত গানটির দৃশ্যে দেখা গেছে, একটি টিনেজ ডিজে পার্টিতে গানটি গাইছেন জালালী শাফায়াত, সেখানে উপস্থিত আছেন বালাম নিজেও।
সিনেমাটি পরিচালক মিঠু খান বলছেন, ‘এই গানের মাধ্যমে জালালী শাফায়াত প্রথমবার কোন সিনেমায় কণ্ঠ দেওয়ার পাশাপাশি অভিনয়ও করেছেন। গানটি সিনেমার গল্পের সঙ্গে খুবই সম্পর্কিত। গল্পের সঙ্গে মিল রেখে শাফায়াত গানের কথাও লিখেছেন সেখানে। আশা করি দর্শক ঈদে আমাদের সমসাময়িক গল্প দেখতে পারে ‘নীলচক্র’ সিনেমায়।’
ব্যাপার জালালী শাফায়াত বলছেন, ‘ব্যাপার চরিত্রে এবার সিনেমাতে অভিনয় করেছি। দর্শক আমাকে সেভাবেই সিনেমাতে পাবেন। আশা করছি, ঈদে ‘নীলচক্র’ সিনেমাটি দর্শক উপভোগ করবেন। কারণ সিনেমার গল্পটা এখনকার যুব সমাজের; গানে গানে আমি সেই কথাই বলার চেষ্টা করেছি।’
‘নীলচক্র’ সিনেমা মাধ্যমে প্রথমবার একসঙ্গে অভিনয় করলেন আরিফিন শুভ ও মন্দিরা চক্রবর্তী। প্রযুক্তির কল্যাণে বিভিন্ন মাধ্যমে নেশায় বুঁদ হয়ে আছে নতুন প্রজন্ম। সেই সুযোগ কাজে লাগিয়ে নানা ফাঁদ তৈরি করে অনেকেই নিজেদের কার্যসিদ্ধি করে নিচ্ছেন। অনেকেই পা দিচ্ছেন সেই ফাঁদে। প্রযুক্তির সেই ফাঁদের গল্প নিয়ে তৈরি হয়েছে ‘নীলচক্র’।
পরিচালক মিঠু খানের সঙ্গে যৌথভাবে ‘নীলচক্র’ ছবির চিত্রনাট্য করেছেন নাজিম উদ দৌলা ও অঞ্জন সরকার। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন মন্দিরা চক্রবর্তী, ফজলুর রহমান বাবু, শিরীন আলম, খালেদা আক্তার কল্পনা, শাহেদ আলী, টাইগার রবি, মনির আহমেদ শাকিল, প্রিয়ন্তী ঊর্বী, মাসুম রেজওয়ান প্রমুখ।
ফিল্ম ফায়োস প্রোডাকশন প্রযোজিত ও ফিল্ম লাইফ প্রোডাকশন নিবেদিত সিনেমাটি যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে আমেরিকান ফিল্ম মার্কেটে বিশ্ব প্রিমিয়ার হয়ে এবার আসছে ঈদুল আযহাতে দেশে মুক্তি পেতে চলেছে ‘নীলচক্র’।
.উৎস: Samakal
কীওয়ার্ড: আর ফ ন শ ভ ন লচক র কর ছ ন
এছাড়াও পড়ুন:
বিশ্বের যেকোনো প্রান্ত থেকেই প্রবাসীরা ভোট দিতে পারবেন: সিইসি
বিশ্বের যেকোনো প্রান্ত থেকেই প্রবাসী বাংলাদেশিরা প্রথমবারের মতো ভোট দেওয়ার সুযোগ পাবেন বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে নির্বাচন কমিশনের (ইসি) অফিসিয়াল ইউটিউব চ্যানেলে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি একথা বলেন।
সিইসি বলেন, “এই উদ্যোগ দেশের গণতান্ত্রিক অভিযাত্রায় এক ঐতিহাসিক মাইলফলক।”
সিইসি জানান, প্রবাসীদের ভোটগ্রহণ প্রক্রিয়া সহজ করতে খুব শিগগিরই ‘Postal Vote BD’ নামের একটি মোবাইল অ্যাপ চালু করা হবে। এই অ্যাপের মাধ্যমে প্রবাসীরা "আউট অব কান্ট্রি ভোটিং" -এ রেজিস্ট্রেশন করতে পারবেন।
রেজিস্ট্রেশন করতে যা লাগবে: জাতীয় পরিচয়পত্র (NID),পাসপোর্টের বিবরণ, প্রবাসে বর্তমান ঠিকানা, ফেস আইডেন্টিফিকেশন ও লাইভনেস ডিটেকশন সম্পন্ন করতে হবে।
অ্যাপটিতে একটি নির্দেশনামূলক ভিডিও থাকবে, যেখানে প্রতিটি ধাপে করণীয় বিস্তারিতভাবে দেখানো হবে।
ভোট প্রদান প্রক্রিয়া: রেজিস্ট্রেশন সম্পন্ন হলে ইসি থেকে প্রবাসীর ঠিকানায় ব্যালট পেপার ও ফেরত পাঠানোর খাম পাঠানো হবে। ভোটার ব্যালটে ভোট দিয়ে সেটি নির্দিষ্ট ঠিকানায় ডাকযোগে পাঠাবেন। নির্ধারিত সময়ের মধ্যে ব্যালট ইসিতে পৌঁছালেই ভোট গণনায় অন্তর্ভুক্ত হবে।
এ উদ্যোগ সফল করার আহ্বান জানিয়ে তিনি বলেন, “এই উদ্যোগ প্রবাসীদের অংশগ্রহণমূলক নির্বাচনে যুক্ত হওয়ার পথ খুলে দিচ্ছে। প্রথমবারের মতো এ ধরনের পদক্ষেপ আমাদের গণতান্ত্রিক অগ্রযাত্রায় এক ঐতিহাসিক সূচনা। আসুন, সকলে মিলে এই উদ্যোগ সফল করি।”
ঢাকা/ এএএম/ইভা