‘সংঘাত বাড়িয়ে পরস্পরকে দুষছে ভারত-পাকিস্তান’
Published: 9th, May 2025 GMT
কাশ্মীরের পেহেলগামের ঘটনাকে কেন্দ্র করে সংঘাতে জড়িয়েছে ভারত ও পাকিস্তান। দুই দেশের এই সংঘাতের খবর গুরুত্ব পাচ্ছে বিশ্বের গণমাধ্যমগুলোতে। পরিস্থিতি এখন কোন দিকে মোড় নেয়, সে বিষয়ে নজর গোটা বিশ্বের।
শুক্রবার যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, সামরিক উত্তেজনা বৃদ্ধির জন্য একে অপরকে দুষছে ভারত-পাকিস্তান। ভারত বলছে, পাকিস্তান তাদের সীমান্তে ড্রোন ও অন্যান্য গোলাবারুদ ব্যবহার করে বৃহস্পতিবার রাতভর হামলা চালিয়েছে। পাকিস্তানের একটি নিরাপত্তা সূত্র জানিয়েছে, শুক্রবার ভোরে পাকিস্তানে ড্রোন হামলা চালিয়েছে ভারত। বুধবার দ্বন্দ্ব বাড়ার পর থেকে বারবার একে অপরকে আক্রমণের জন্য অভিযুক্ত করছে দেশ দুটি।
বার্তা সংস্থা রয়টার্সও বলছে, সংঘাত বাড়তে থাকায় একে অপরকে দুষছে ভারত-পাকিস্তান। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা ‘উত্তেজনা চরমে ওঠায় ভারতীয়দের মধ্যে উদ্বেগ বাড়ছে’ শিরোনামের প্রতিবেদনে জানিয়েছে, বেশ কয়েক শহরের লাখ লাখ ভারতীয় বৃহস্পতিবার নির্ঘুম রাত কাটিয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ‘২৫ জন ভারতীয় সেনা নিহতের দাবি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর’ শিরোনামের এক প্রতিবেদনে জানিয়েছে, কিছু পাকিস্তানি কর্মকর্তার দাবি, সীমান্তে নিয়ন্ত্রণরেখা বা লাইন অব কন্ট্রোলে গুলি বিনিময়ের সময় তাদের বাহিনী ডজনখানেক ভারতীয় সেনাকে হত্যা করেছে। দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন, বুধবার থেকে প্রায় ২৫ ভারতীয় সেনা নিহত হয়েছেন বলে তাঁর ধারণা।
এদিকে যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান ভারত-পাকিস্তানের সংঘাতকে ‘কাশ্মীর সংকট’ বলে উল্লেখ করছে। ‘ভারত-পাকিস্তান সংঘাতে হস্তক্ষেপ করবে না যুক্তরাষ্ট্র’ শিরোনামের এক প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, ভারত ও পাকিস্তানের নিজেদের মধ্যকার উত্তেজনা নামিয়ে আনা উচিত। তাদের মধ্যে সংঘাত মোটেও আমাদের দেখার বিষয় নয়।
সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, চীনের তৈরি পাকিস্তানের রাডার লক্ষ্য করে হামলা চালিয়েছে ভারত।
অন্যদিকে পাকিস্তান ও ভারতের সংবাদমাধ্যম সংঘাতের বিষয়ে পক্ষপাতদুষ্ট প্রতিবেদন করার অভিযোগ আছে। এ কারণে দেশ দুটির সংবাদমাধ্যমগুলোর বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠছে।
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
সামরিক উত্তেজনা বৃদ্ধির জন্য একে অপরকে দুষছে ভারত-পাকিস্তান
ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা কমানোর জন্য যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের আহ্বানের মধ্যেই দেশ দুটি উত্তেজনা বৃদ্ধির জন্য একে-অপরকে দোষারোপ করেছে। বৃহস্পতিবার ভারতের সেনাবাহিনী পাকিস্তানের বিরুদ্ধে ভারতশাসিত কাশ্মীরের উধমপুর এবং পাঞ্জাবের পাঠানকোটের তিনটি সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলা চালানোর অভিযোগ করেছে।
তবে এ অভিযোগ অস্বীকার করেছে পাকিস্তান। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী ভারতের এই অভিযোগ নাকচ করে বলেছেন, ভারতশাসিত কাশ্মীরে কোনো হামলার দায় তার দেশের নয়। তিনি বলেন, পাকিস্তান যখন হামলা চালাবে, তখন তা সারা বিশ্ব জেনে যাবে। খবর-বিবিসি
ভারতীয় সেনাবাহিনী তাদের এক্স হ্যান্ডেলে লিখেছে, ওইসব হামলার ফলে তাদের কোনোরকম ক্ষয়ক্ষতি হয়নি। হামলাগুলো নিষ্ক্রিয় করা হয়েছে। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করছে, জম্মু, পাঠানকোট আর উধমপুরে সামরিক ঘাঁটির ওপরে পাকিস্তানের দিক থেকে ড্রোন আর ক্ষেপণাস্ত্র দিয়ে আক্রমণ করা হয়েছিল। এসব হামলা রুখে দেওয়া গেছে। কোনো জানমালের ক্ষতি হয়নি।
মঙ্গলবার রাতভর অভিযানের পর ভারত আরও বলেছে, তারা পাকিস্তান এবং পাকিস্তানশাসিত কাশ্মীরের ৯টি স্থানে ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা চালিয়েছে।
অন্যদিকে পাকিস্তান বলেছে, তারা ৬টি স্থানে আঘাত হেনেছে এবং পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান এবং ২৫টি ভারতীয় ড্রোন ভূপাতিত করেছে। তবে এ ব্যাপারে ভারত কোনো মন্তব্য করেনি।
পাকিস্তান জানিয়েছে, বুধবার সকাল থেকে পাকিস্তান এবং পাকিস্তানশাসিত কাশ্মীরে বিমান হামলা এবং নিয়ন্ত্রণ রেখা বরাবর গুলিবর্ষণে ৩১ জন নিহত এবং ৫৭ জন আহত হয়েছে।
এদিকে ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, তাদের সীমান্তে পাকিস্তানের দিক থেকে আসা গুলিতে কমপক্ষে ১৬ জন বেসামরিক মানুষ নিহত হয়েছে।
ভারত বলছে, তাদের প্রাথমিক ক্ষেপণাস্ত্র হামলাটি ছিল গত মাসে পেহেলগামে ভারতীয় পর্যটকদের ওপর এক জঙ্গি হামলার প্রতিশোধ। ইসলামাবাদ ওই হামলায় জড়িত থাকার কথা অস্বীকার করেছে।
ভারতশাসিত কাশ্মীর কয়েক দশক ধরে চলমান বিদ্রোহের সাক্ষী, যেখানে হাজার হাজার মানুষের প্রাণহানি ঘটেছে। ভারত ও পাকিস্তান উভয়ই কাশ্মীরের সম্পূর্ণ মালিকানা দাবি করে।
এদিকে রয়টার্স জানিয়েছে, বৃহস্পতিবারও দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি হামলার খবর পাওয়া গেছে। একে অপরের বিরুদ্ধে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ এনেছে ইসলামাবাদ ও নয়াদিল্লি। এ দিন রাতেই একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটেছে ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরে।