ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা সিএনএনকে জানিয়েছেন, ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান সংঘাতের সময় যুক্তরাষ্ট্র গুরুতর গোয়েন্দা তথ্য পায়, যার ফলে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সসহ শীর্ষ মার্কিন কর্মকর্তারা বিষয়টিতে সক্রিয় হস্তক্ষেপ শুরু করেন।

পারমাণবিক শক্তিধর ভারত ও পাকিস্তান কয়েকদিন ধরে উত্তেজনার মধ্যে দিয়ে সম্পূর্ণ যুদ্ধের দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিল, কিন্তু এরপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন যে, দুই দেশ একটি ‘তাৎক্ষণিক ও পূর্ণাঙ্গ যুদ্ধবিরতিতে’ সম্মত হয়েছে।

দুই দেশ যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার শনিবার রাতে সিএনএন লিখেছে, গোয়েন্দা তথ্যের প্রকৃতি স্পর্শকাতর হওয়ায় তা প্রকাশ করা হয়নি, তবে জানা গেছে ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী ও অন্তর্বর্তীকালীন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মার্কো রুবিও এবং হোয়াইট হাউসের চিফ অব স্টাফ সুসি ওয়াইলসসহ একটি শীর্ষ মার্কিন প্রশাসনিক দল বিষয়টির ওপর নিবিড় নজর রাখছিলেন।

আরো পড়ুন:

কুখ্যাত আলকাট্রাজ কারাগার পুনরায় চালুর নির্দেশ ট্রাম্পের

বিদেশি সিনেমার ওপর শতভাগ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের

শুক্রবার (৯ মে) সকালে তারা গুরুত্বপূর্ণ একটি গোয়েন্দা তথ্য পান, যা তাদের যুক্তরাষ্ট্রের গভীরতর সম্পৃক্ততার প্রয়োজনীয়তা উপলব্ধি করতে বাধ্য করে।

এরপর, ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স প্রেসিডেন্ট ট্রাম্পকে একটি কৌশলগত কর্মপরিকল্পনা জানান এবং দুপুরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কথা বলেন। কর্মকর্তাদের মতে, ভ্যান্স মোদিকে জানান যে, হোয়াইট হাউস মনে করছে সপ্তাহান্তে সংঘাত মারাত্মকভাবে বাড়তে পারে।

সিএনএন লিখেছে, ভ্যান্স মোদিকে পাকিস্তানের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করতে ও উত্তেজনা প্রশমনের বিভিন্ন পথ বিবেচনার পরামর্শ দেন।

গোপন কূটনৈতিক উদ্যোগ সম্পর্কে এই বিবরণ যুদ্ধবিরতির ঘোষণা আসার আগে প্রকাশিত হয়নি, যা এটিকে আরো তাৎপর্যপূর্ণ করে তোলে।

মার্কিন কর্মকর্তারা জানান, তাদের বিশ্বাস ছিল যে, ভারত ও পাকিস্তানের মধ্যে তখন আর কোনো কার্যকর যোগাযোগ ছিল না এবং তাই তাদের আবার আলোচনার টেবিলে ফিরিয়ে আনতে হস্তক্ষেপ জরুরি ছিল।

মোদিকে একটি সম্ভাব্য বিকল্প পথের প্রস্তাব দেন ভ্যান্স , যা মার্কিন কর্মকর্তাদের মতে, পাকিস্তান গ্রহণ করতে প্রস্তুত ছিল। তবে এর নির্দিষ্ট বিবরণ প্রকাশ করা হয়নি।

নেপথ্যের কাহিনি

প্রধানমন্ত্রী মোদির সঙ্গে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের ফোনালাপের পর যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের কর্মকর্তারা, মারকো রুবিওসহ রাতভর কাজ করেছেন এবং ভারতের ও পাকিস্তানের সমকক্ষদের সঙ্গে নিয়মিত যোগাযোগ করেছেন।

রুবিও অবশ্য মঙ্গলবার থেকেই দুই দেশের মধ্যে উত্তেজনা প্রশমনের চেষ্টায় যুক্ত ছিলেন। এক কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়েছে, “তখন এটা স্পষ্ট ছিল যে, দুই দেশের মধ্যে কোনো কথাবার্তাই হচ্ছিল না।”

সূত্রের বরাত দিয়ে সিএনএন আরো লিখেছে, “সপ্তাহের শুরুতে লক্ষ্য ছিল ভারত ও পাকিস্তানকে সরাসরি আলোচনায় উৎসাহিত করা। সেই কথোপকথনের মাধ্যমেই মার্কিন কর্মকর্তারা উভয় পক্ষের জন্য সম্ভাব্য সমাধানের পথ সম্পর্কে ধারণা পান, যা যোগাযোগের ফাঁক পূরণে সহায়তা করে এবং শেষ পর্যন্ত সমঝোতায় পৌঁছানো সম্ভব হয়।”

মার্কিন কর্মকর্তারা স্পষ্ট করেছেন, ট্রাম্প প্রশাসন সরাসরি যুদ্ধবিরতির চুক্তি রচনা করেনি, বরং তাদের ভূমিকা ছিল যোগাযোগে সহায়তা করার।

সিএনএন বলছে, সংকট নিরসনের ক্ষেত্রে টার্নিং পয়েন্ট ছিল ভ্যান্সের মোদির সঙ্গে ফোনালাপ। ট্রাম্প প্রশাসনের বিশ্বাস ছিল, ভ্যান্সের মোদির সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক, যা গত মাসে ভারত সফরে আরো গভীর হয়, তা এই পর্বে বড় পার্থক্য তৈরি করতে পারে।

উল্লেখযোগ্য বিষয় হচ্ছে, এই ফোনালাপের মাত্র এক দিন আগে ভ্যান্স এক সাক্ষাৎকারে বলেছিলেন, এ ধরনের সংঘাত ‘আমাদের বিষয় না’।

ফক্স নিউজকে ভ্যান্স বলেন, “আমরা কেবল এই দেশগুলোকে একটু শান্ত হতে উৎসাহিত করতে পারি, কিন্তু এমন যুদ্ধে জড়াতে পারি না যা আমাদের নিয়ন্ত্রণের বাইরের এবং যার সঙ্গে আমেরিকার তেমন সম্পর্কও নেই।”

“আমেরিকা ভারতকে অস্ত্র নামাতে বলার অধিকার রাখে না। পাকিস্তানকেও বলার অধিকার নেই। তাই আমরা কূটনৈতিক পথে কাজ করে যাব,” যোগ করেন তিনি।

শনিবারের এক দিনের তীব্র লড়াইয়ের পর যুদ্ধবিরতিতে সম্মতি আসে। তবে ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, যুদ্ধবিরতির তদারকি কীভাবে করা হবে, তার সুনির্দিষ্ট বিবরণ এখনো চূড়ান্ত হয়নি।

যদিও ট্রাম্প ও পাকিস্তান এই সমঝোতাকে মার্কিন মধ্যস্থতার ফল বলে দাবি করেছে, ভারতের পক্ষ থেকে বলা হয়েছে- এটি সরাসরি একটি দ্বিপক্ষীয় সমঝোতা।

শনিবার প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা করেন, পাকিস্তান ও ভারত ‘পূর্ণ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে’ সম্মত হয়েছে।

ট্রুথ সোশ্যাল-এ দেওয়া পোস্টে ট্রাম্প উভয় দেশকে ‘বুদ্ধিমত্তা ও সাধারণ বিবেচনার’ জন্য প্রশংসা করেন, কারণ তারা সংঘাতের চেয়ে কূটনীতিকে বেছে নিয়েছেন।

পরবর্তী সময়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও একটি পৃথক বিবৃতিতে যুদ্ধবিরতির বিষয়টি নিশ্চিত করেন, যেখানে তিনি বলেন, “ভারত ও পাকিস্তান কেবল যুদ্ধ বন্ধ করতেই নয়, বরং একটি নিরপেক্ষ স্থানে বিস্তৃত বিষয়ে আলোচনা শুরু করতেও প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে।”

রুবিও জানান, তিনি এবং ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স গত ৪৮ ঘণ্টা ধরে দুই দেশের শীর্ষ নেতাদের সঙ্গে সক্রিয়ভাবে যোগাযোগ রাখছিলেন।

এই আলোচনায় যারা ছিলেন: পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস.

জয়শঙ্কর, উভয় দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা- আজিত দোভাল (ভারত) ও আসিম মালিক (পাকিস্তান)।

এটি উল্লেখযোগ্য যে, যেখানে পাকিস্তান যুক্তরাষ্ট্রের মধ্যস্থতাকে প্রশংসা করেছে, ভারত মার্কিন ভূমিকাকে গুরুত্বহীন হিসেবে তুলে ধরেছে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এক্স-এ পোস্টে লিখেছেন, “আঞ্চলিক শান্তি প্রচেষ্টায় নেতৃত্ব ও সক্রিয় ভূমিকার জন্য আমরা প্রেসিডেন্ট ট্রাম্পকে ধন্যবাদ জানাই।” এই পোস্টটি ট্রাম্পের ঘোষণা আসার তিন ঘণ্টা পর প্রকাশিত হয়।

অন্যদিকে, ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি তার ঘোষণায় মার্কিন ভূমিকাকে একেবারেই উল্লেখ করেননি। ভারতের একটি সরকারি বিবৃতিতে বলা হয়, এই সমঝোতা ‘সম্পূর্ণভাবে সরাসরি’ দুই দেশের মধ্যে আলোচনার মাধ্যমেই হয়েছে।

ঢাকা/রাসেল

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর য ক তর ষ ট র ম র ক ন কর মকর ত র পরর ষ ট র স এনএন সমঝ ত

এছাড়াও পড়ুন:

চীনের তৈরি বিমান দিয়ে ভারতীয় বিমান ভূপাতিত করেছে পাকিস্তান

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেছেন, তাদের সেনাবাহিনী গতকাল বুধবার পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করতে চীনের তৈরি বিমান ব্যবহার করেছিল। খবর সিএনএনের।

পাকিস্তান ও পাকিস্তান-শাসিত কাশ্মীরের অভ্যন্তরে ‘সন্ত্রাসী’ স্থান বলে দাবি করে ভারত বিমান হামলা চালানোর পর, পাকিস্তান বলেছে, তারা ভারতীয় বিমান- ফ্রান্সের তৈরি তিনটি রাফায়েল, একটি মিগ-২৯ এবং একটি এসইউ-৩০ যুদ্ধবিমান ভূপাতিত করেছে।

ভারত পাকিস্তানের দাবির কোনো প্রতিক্রিয়া জানায়নি বা কোনো ক্ষয়ক্ষতির বিষয়টি নিশ্চিত করেনি। সিএনএন এই দাবিগুলো যাচাই করতে পারেনি।

আরো পড়ুন:

এবার পাকিস্তানের সামরিক স্থাপনায় ভারতের হামলা

‘ভারত এই মুহূর্তে পরিস্থিতি আরো খারাপ করতে চায় না’

তবে ফ্রান্সের একজন উচ্চপদস্থ গোয়েন্দা কর্মকর্তা সিএনএনকে বলেছেন, পাকিস্তান একটি রাফায়েল ভূপাতিত করেছে। আরো কোনো রাফায়েল যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করা হয়েছে কিনা ফ্রান্স সরকার তা নিয়ে তদন্ত করছে।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার গতকাল বুধবার বলেছেন, “আমাদের যুদ্ধবিমান জে-১০সি তিনটি ফরাসি রাফায়েল ও অন্যান্য যুদ্ধবিমান ভূপাতিত করেছে।” তিনি আরো বলেন, “বুধবার ভোর ৪টার দিকে চীনের রাষ্ট্রদূতসহ চীনের একটি প্রতিনিধি দল পররাষ্ট্র দপ্তরে উপস্থিত ছিলেন। ঘটনাটি সম্পর্কে তাদের আপডেট করা হচ্ছিল।”

দারের মন্তব্য সম্পর্কে জিজ্ঞাসা করা হলে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বৃহস্পতিবার সিএনএনকে বলেন, “তিনি পরিস্থিতি সম্পর্কে অবগত নন এবং পাকিস্তানে নিযুক্ত চীনা রাষ্ট্রদূতের কার্যকলাপ সম্পর্কে ‘কোনো প্রাসঙ্গিক তথ্য’ দেখেননি।”

স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের মতে, চীন পাকিস্তানের প্রধান অস্ত্র সরবরাহকারী। গত পাঁচ বছরে পাকিস্তানের অস্ত্র আমদানির ৮১ শতাংশ চীনা অস্ত্র।

বুধবার, চীন উভয় পক্ষকে উত্তেজনা কমানোর আহ্বান জানিয়েছে। পাশাপাশি পাকিস্তানের বিরুদ্ধে ভারতের সামরিক পদক্ষেপের ঘটনায় চীন উদ্বেগ প্রকাশ করেছে। 

প্রসঙ্গত, জে-১০সি একটি একক ইঞ্জিনের যুদ্ধবিমান। ২০০০ সালের শুরু দিকে চীনের বিমান বাহিনী তাদের বহরে জে-১০এস যুদ্ধবিমান প্রথম সংযুক্ত করে। তবে, এই যুদ্ধবিমান সর্বশেষ সংস্করণ জে-১০-সি উন্নত অস্ত্র ব্যবস্থার অধিকারী এবং এটি ৪.৫-প্রজন্মের যুদ্ধবিমান হিসেবে তালিকাভুক্ত। এর যুদ্ধ সক্ষমতা চীনের জে-২০ বা যুক্তরাষ্ট্রের এফ-৩৫ এর মতো পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমানের তুলনায় কম।

যুক্তরাষ্ট্রের এফ-১৬ যুদ্ধবিমানের সর্বশেষ সংস্করণগুলোও ৪.৫ প্রজন্মের যুদ্ধবিমান।

জে-১০সি যুদ্ধবিমান তৈরি করেছে চীনের রাষ্ট্রায়ত্ত কোম্পানি অ্যাভিক চেংডু এয়ারক্রাফট। ভারত-পাকিস্তান হামলার ঘটনার পরে শেনজেনে কোম্পানিটির শেয়ারের দাম বেড়েছে। রিফিনিটিভের তথ্য অনুসারে, বৃহস্পতিবার চীনা কোম্পানিটির শেয়ারের দাম ভারত-পাকিস্তান উত্তেজনার আগের মঙ্গলবারের তুলনায় ৪০ শতাংশ বেশি বেড়েছে।

ঢাকা/ফিরোজ

সম্পর্কিত নিবন্ধ

  • জাতীয় নিরাপত্তা পর্ষদ পর্যায়ে ভারত-পাকিস্তান যোগাযোগ হয়েছে: যুক্তরাষ্ট্রে নিযুক্ত পাকিস্তানি রাষ্ট্রদূত
  • চীনের তৈরি বিমান দিয়ে ভারতীয় বিমান ভূপাতিত করেছে পাকিস্তান