১৬ বছর পর পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে এ জেড এম বজলুর রহমান (জাহেদ) ও সাধারণ সম্পাদক পদে নজরুল ইসলাম (দুলাল) নির্বাচিত হয়েছেন। বজলুর রহমান এর আগে আহ্বায়ক কমিটির আহ্বায়ক ও নজরুল ইসলাম সদস্য ছিলেন।

গতকাল শনিবার রাতে আটোয়ারী আদর্শ মহিলা ডিগ্রি কলেজ মাঠে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে ভোটাভুটির মাধ্যমে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচিতদের নাম ঘোষণা করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির পল্লি উন্নয়নবিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্যসচিব ফরহাদ হোসেন। সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন বদিউজ্জামান (মানিক) ও বাবুল ইসলাম। চার সদস্যের এই কমিটিকে দ্রুততম সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।

সম্মেলনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে দুজন করে এবং সাংগঠনিক সম্পাদক পদের বিপরীতে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণে উপজেলার ছয়টি ইউনিয়নের মধ্যে পাঁচটি ইউনিয়নের ৩৪৪ জন কাউন্সিলর ও ডেলিগেট ভোট দেন। বলরামপুর ইউনিয়ন কমিটি স্থগিত থাকায় সেখানকার কাউন্সিলররা ভোট দিতে পারেননি।

এর আগে দুপুরে কলেজ মাঠে সম্মেলনের প্রথম অধিবেশন শুরু হয়। উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতা-কর্মীরা সমবেত হন। পরে একটি শোভাযাত্রা বের করা হয়। জাতীয় সংগীত ও দলীয় সংগীত পরিবেশনের পাশাপাশি জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।

প্রথম অধিবেশনে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক সম্পাদক নওশাদ জমির। এ ছাড়া জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম উদ্বোধক এবং রংপুর বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক আবদুল খালেক ও আমিনুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০০৯ সালে অনুষ্ঠিত শেষ সম্মেলনে আবদুর রহমান সভাপতি এবং ফখরুল আলম সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ২০১৯ সালে ওই কমিটি বিলুপ্ত করে আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এতে বজলুর রহমান আহ্বায়ক ও কুদরত-ই-খুদা সদস্যসচিব ছিলেন।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: র রহম ন ব এনপ র ল ইসল ম সদস য গঠন ক উপজ ল বজল র

এছাড়াও পড়ুন:

নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নারী নিহত

ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের রাজৈরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। শুক্রবার (৩ অক্টোবর) মধ্যরাতে রাজৈর বাসস্ট্যান্ড এলাকায় দুর্ঘটনার শিকার হন তারা। 

নিহত নিলুফা ইয়াসমিন নিলা (৩০) বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রুনসী গ্রামের আবুল বাসারের স্ত্রী।

আরো পড়ুন:

গাজীপুরে ডাম্পট্রাকের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

অটোরিকশায় ট্রেনের ধাক্কা, মা-মেয়ে নিহত

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুয়াকাটা থেকে ঢাকার দিকে যাচ্ছিল চন্দ্রা পরিবহনের বাসটি। ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর বাসস্ট্যান্ড পার হওয়ার পর নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়।  পরে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে নিলার মরদেহ উদ্ধার করে। আহত হন অন্তত ২০ জন। তাদের মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

মাদারীপুরের মস্তফাপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, বাস খাদে পড়ার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করা হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। নিহত নারীর মরদেহ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ঢাকা/বেলাল/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ