১৬ বছর পর আটোয়ারী উপজেলা বিএনপির সম্মেলন, সভাপতি বজলুর, সম্পাদক নজরুল
Published: 11th, May 2025 GMT
১৬ বছর পর পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে এ জেড এম বজলুর রহমান (জাহেদ) ও সাধারণ সম্পাদক পদে নজরুল ইসলাম (দুলাল) নির্বাচিত হয়েছেন। বজলুর রহমান এর আগে আহ্বায়ক কমিটির আহ্বায়ক ও নজরুল ইসলাম সদস্য ছিলেন।
গতকাল শনিবার রাতে আটোয়ারী আদর্শ মহিলা ডিগ্রি কলেজ মাঠে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে ভোটাভুটির মাধ্যমে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচিতদের নাম ঘোষণা করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির পল্লি উন্নয়নবিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্যসচিব ফরহাদ হোসেন। সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন বদিউজ্জামান (মানিক) ও বাবুল ইসলাম। চার সদস্যের এই কমিটিকে দ্রুততম সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।
সম্মেলনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে দুজন করে এবং সাংগঠনিক সম্পাদক পদের বিপরীতে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণে উপজেলার ছয়টি ইউনিয়নের মধ্যে পাঁচটি ইউনিয়নের ৩৪৪ জন কাউন্সিলর ও ডেলিগেট ভোট দেন। বলরামপুর ইউনিয়ন কমিটি স্থগিত থাকায় সেখানকার কাউন্সিলররা ভোট দিতে পারেননি।
এর আগে দুপুরে কলেজ মাঠে সম্মেলনের প্রথম অধিবেশন শুরু হয়। উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতা-কর্মীরা সমবেত হন। পরে একটি শোভাযাত্রা বের করা হয়। জাতীয় সংগীত ও দলীয় সংগীত পরিবেশনের পাশাপাশি জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।
প্রথম অধিবেশনে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক সম্পাদক নওশাদ জমির। এ ছাড়া জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম উদ্বোধক এবং রংপুর বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক আবদুল খালেক ও আমিনুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০০৯ সালে অনুষ্ঠিত শেষ সম্মেলনে আবদুর রহমান সভাপতি এবং ফখরুল আলম সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ২০১৯ সালে ওই কমিটি বিলুপ্ত করে আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এতে বজলুর রহমান আহ্বায়ক ও কুদরত-ই-খুদা সদস্যসচিব ছিলেন।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: র রহম ন ব এনপ র ল ইসল ম সদস য গঠন ক উপজ ল বজল র
এছাড়াও পড়ুন:
ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাইবার সিকিউরিটি প্রোগ্রাম, আবেদন শেষ ২৬ আগস্ট
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে জুলাই ২০২৫ সেমিস্টারে প্রফেশনাল মাস্টার্স ইন ইনফরমেশন অ্যান্ড সাইবার সিকিউরিটি (PMICS) প্রোগ্রামে ভর্তিতে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে।
প্রোগ্রামের বৈশিষ্ট্য১. এটি ৩৬ ক্রেডিট ঘণ্টা।
২. ক্লাসের সময়: শুক্র ও শনিবার সকাল ১০টা থেকে রাত ৯টা এবং অন্যান্য দিন সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত ক্লাস।
৩. এটি তিন সেমিস্টারের প্রোগ্রাম।
ভর্তির যোগ্যতা১. সিএসই/সিএস/আইটি/এসই/সিআইটি/আইসিটি/ইসিই/ইটিই/ইইই ইত্যাদি আইটি/আইসিটি-সম্পর্কিত বিষয়ে গ্র্যাজুয়েশন থাকতে হবে।
২. সিজিপিএ কমপক্ষে ২.৫০ সহ স্নাতক ডিগ্রি থাকতে হবে। সিজিপিএ–২.৫০ নিচে থাকলে আবেদন গ্রহণযোগ্য হবে না।
৩. চাকরিজীবীরা অগ্রাধিকার পাবেন।
৪. দেশি–বিদেশি সব শিক্ষার্থী আবেদন করতে পারবেন। বিদেশি ডিগ্রির ক্ষেত্রে এ অনুষদের অফিস থেকে সমতা নিরূপণ করতে হবে।
৫. তথ্য যাচাই শেষ হলে ভর্তি পরীক্ষার ফি তিন হাজার টাকা দিয়ে অনলাইনে জমা দিতে হবে।
আরও পড়ুনজাপানি ভাষা শিক্ষা কোর্স, ভর্তি ফি মাত্র এক হাজার টাকা০৯ আগস্ট ২০২৫ভর্তির বিস্তারিত তথ্য১. আবেদনপত্র জমার শেষ তারিখ: ২৬ আগস্ট ২০২৫।
২. ভর্তি পরীক্ষার তারিখ: ২৯ আগস্ট ২০২৫ শুক্রবার, সকাল ১০টা ৩০ মিনিট থেকে ১১টা ৩০ মিনিট।
আরও পড়ুনঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪টি বিষয়ে মাস্টার্স প্রোগ্রাম, জিপিএ–২.৫ হলেই আবেদন০৯ আগস্ট ২০২৫৩. পরীক্ষার ফল প্রকাশ: ১ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ১২ টায়।
৪. ক্লাস শুরুর সম্ভাব্য তারিখ: ২৬ সেপ্টেম্বর ২০২৫।
* অনলাইনে আবেদনের জন্য ভিজিট করুন: https://pmics.cse.du.ac.bd/
* বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইট: www.pmics.cse.du.ac.bd
আরও পড়ুনযুক্তরাজ্যের চেভেনিং বৃত্তি, ১৫০টির বেশি বিশ্ববিদ্যালয়ের একটিতে পড়তে চাইলে করুন আবেদন১০ আগস্ট ২০২৫