বাংলাদেশি প্রকৌশলীদের আরব আমিরাতে জাঁকজমকপূর্ণ আয়োজন
Published: 11th, May 2025 GMT
শারজাহস্থ ইওয়ান হোটেল হলরুমে বাংলাদেশি প্রবাসী প্রকৌশলীদের অংশগ্রহণে মর্যাদাপূর্ণ পরিবেশে উদযাপিত হলো ৭৭তম ইঞ্জিনিয়ার্স ডে।
এন.আর.বি ইঞ্জিনিয়ার্জ এন্ড আরকিটেক্টস্, ইউএই’র আয়োজনে আয়োজিত এ অনুষ্ঠানটি শুধুমাত্র একটি দিবস উদযাপন ছিল না, বরং প্রবাসী বাংলাদেশি প্রকৌশলীদের সম্মিলিত শক্তি, ভবিষ্যৎ পরিকল্পনা ও জাতীয় উন্নয়নে তাদের অবদানের প্রতি সম্মান জানানোর এক অনন্য প্ল্যাটফর্মে পরিণত হয়।
সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন শহর থেকে আগত প্রায় দুই শতাধিক প্রকৌশলী ও পেশাজীবীদের মিলনমেলায় পরিণত হয় এই অনুষ্ঠানটি। বিভিন্ন সেক্টরে কর্মরত বাংলাদেশি প্রকৌশলীরা তাদের অভিজ্ঞতা, দক্ষতা এবং সফলতার গল্প উপস্থাপন করেন। পাশাপাশি, প্রজন্মের পরিবর্তনের সঙ্গে সঙ্গে বাংলাদেশি প্রকৌশলীদের কীভাবে বিশ্ব দরবারে আরো দৃঢ়ভাবে প্রতিনিধিত্ব করা যায়, সে বিষয়ে আলোচনা হয়।
ইঞ্জিনিয়ার মইনুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এন.
সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শহিদুল ইসলাম, যিনি হুদাইবিয়া গ্রুপের চেয়ারম্যান হিসেবেও পরিচিত, তাঁর বক্তব্যে বলেন, “প্রকৌশল শুধু চাকরি নয়, এটি একটি দায়িত্ব। প্রবাসে আমরা যেমন সফলভাবে দায়িত্ব পালন করছি, তেমনি দেশের জন্যও আমাদের জ্ঞান ও অভিজ্ঞতা কাজে লাগাতে হবে।”
অনুষ্ঠানে বিভিন্ন স্টেট ও চ্যাপ্টারের নেতারা ও বিশিষ্ট প্রকৌশলীরা তাঁদের মূল্যবান বক্তব্য উপস্থাপন করেন। বক্তাদের মধ্যে ছিলেন ড. মতিউর রহমান, একে এম নিজাম ,আবুল হোসেন মুকুল, ড. মিফতাহুল খোদাম, মাসুদ পারভেজ প্রমুখ।
ঢাকা/ মুহাম্মদ/বকুল
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর অন ষ ঠ ন প রব স
এছাড়াও পড়ুন:
বাংলাদেশি প্রকৌশলীদের আরব আমিরাতে জাঁকজমকপূর্ণ আয়োজন
শারজাহস্থ ইওয়ান হোটেল হলরুমে বাংলাদেশি প্রবাসী প্রকৌশলীদের অংশগ্রহণে মর্যাদাপূর্ণ পরিবেশে উদযাপিত হলো ৭৭তম ইঞ্জিনিয়ার্স ডে।
এন.আর.বি ইঞ্জিনিয়ার্জ এন্ড আরকিটেক্টস্, ইউএই’র আয়োজনে আয়োজিত এ অনুষ্ঠানটি শুধুমাত্র একটি দিবস উদযাপন ছিল না, বরং প্রবাসী বাংলাদেশি প্রকৌশলীদের সম্মিলিত শক্তি, ভবিষ্যৎ পরিকল্পনা ও জাতীয় উন্নয়নে তাদের অবদানের প্রতি সম্মান জানানোর এক অনন্য প্ল্যাটফর্মে পরিণত হয়।
সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন শহর থেকে আগত প্রায় দুই শতাধিক প্রকৌশলী ও পেশাজীবীদের মিলনমেলায় পরিণত হয় এই অনুষ্ঠানটি। বিভিন্ন সেক্টরে কর্মরত বাংলাদেশি প্রকৌশলীরা তাদের অভিজ্ঞতা, দক্ষতা এবং সফলতার গল্প উপস্থাপন করেন। পাশাপাশি, প্রজন্মের পরিবর্তনের সঙ্গে সঙ্গে বাংলাদেশি প্রকৌশলীদের কীভাবে বিশ্ব দরবারে আরো দৃঢ়ভাবে প্রতিনিধিত্ব করা যায়, সে বিষয়ে আলোচনা হয়।
ইঞ্জিনিয়ার মইনুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এন.আর.বি ইঞ্জিনিয়ার্স এন্ড আরকিটেক্টস্, ইউএই’র সভাপতি এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইউএই-এর সভাপতি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন, তাঁর বক্তব্যে তিনি প্রকৌশলীদের প্রতি পেশাগত নৈতিকতা ও অঙ্গীকার বজায় রাখার আহ্বান জানান এবং বলেন, “প্রকৌশলীদের হাতেই গড়ে ওঠে একটি দেশের উন্নয়নের ভিত। প্রবাসে থেকেও আমরা যদি পেশাদারিত্বের সাথে কাজ করি, তবে দেশের জন্যও সেই জ্ঞান ও অভিজ্ঞতা সম্পদ হয়ে উঠবে।”
সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শহিদুল ইসলাম, যিনি হুদাইবিয়া গ্রুপের চেয়ারম্যান হিসেবেও পরিচিত, তাঁর বক্তব্যে বলেন, “প্রকৌশল শুধু চাকরি নয়, এটি একটি দায়িত্ব। প্রবাসে আমরা যেমন সফলভাবে দায়িত্ব পালন করছি, তেমনি দেশের জন্যও আমাদের জ্ঞান ও অভিজ্ঞতা কাজে লাগাতে হবে।”
অনুষ্ঠানে বিভিন্ন স্টেট ও চ্যাপ্টারের নেতারা ও বিশিষ্ট প্রকৌশলীরা তাঁদের মূল্যবান বক্তব্য উপস্থাপন করেন। বক্তাদের মধ্যে ছিলেন ড. মতিউর রহমান, একে এম নিজাম ,আবুল হোসেন মুকুল, ড. মিফতাহুল খোদাম, মাসুদ পারভেজ প্রমুখ।
ঢাকা/ মুহাম্মদ/বকুল