সিলেটে আওয়ামী লীগ নেতাকে মারধরের ছবি ভাইরাল, বিএনপি নেতার বাড়ি থেকে উদ্ধার
Published: 12th, May 2025 GMT
সিলেটের কানাইঘাট সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক আফসার উদ্দিন আহমদকে মারধর করা হয়েছে। পরে তাকে উপজেলা বিএনপি সভাপতির বাড়ি থেকে উদ্ধার করেছে পুলিশ। তাকে মারধরের ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। আওয়ামী লীগের কাযর্ক্রম নিষিদ্ধের একদিনের মাথায় রোববার দুপুরে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দুপুরে ইউনিয়নের চটিগ্রামে ইউপি চেয়ারম্যান আফসার উদ্দিনের সংবর্ধনা অনুষ্ঠান ছিল। তিনি অনুষ্ঠানে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন। বাদ জোহর স্থানীয় মসজিদে পাশে বিএনপির কিছু নেতাকর্মী তাঁকে ধাওয়া করে আটকে ফেলে। একপর্যায়ে তাঁকে মারধর করা হয়। পরে তাকে উপজেলা বিএনপির সভাপতি মামুন রশিদ মামুনের বাড়িতে নিয়ে রাখা হয়। সেখানে এলাকার লোকজন জড়ো হন। খবর পেয়ে পুলিশ আফসারকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। বিকেলে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।
বিএনপির নেতা মামুন রশিদ মামুন জানিয়েছেন, আওয়ামী লীগ সরকারের সময় এলাকার মানুষকে অনেক কষ্ট দিয়েছেন আফসার। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাছিমের বলয়ের লোক তিনি। ক্ষমতা ব্যবহার করে অনেক অন্যায় করেছেন। এলাকার মানুষ আফসার উদ্দিনকে ধরে তাঁর বাড়ি নিয়ে যায় বলে তিনি জানান।
তবে স্থানীয়রা জানিয়েছেন, বিএনপি নেতা মামুনের নির্দেশে আফসারকে মারধর ও পুলিশে দেওয়া হয়েছে। এক সময় মামুনও ইউপি নির্বাচন করেছিলেন, সেই নির্বাচনে আফসারের সাথে প্রতিদ্বন্দ্বিতা করেন।
কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আউয়াল জানিয়েছেন, সদর ইউপি চেয়ারম্যানকে স্থানীয় লোকজন পুলিশে দিয়েছে। তাঁকে বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা একটি মামলায় আদালতে পাঠানো হয়েছে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: আওয় ম ল গ ব এনপ ম রধর আওয় ম ম রধর ব এনপ আফস র
এছাড়াও পড়ুন:
বন্ধ থাকা ৩২ এয়ারপোর্ট খুলে দিল ভারত
ভারতের উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলের ৩২টি বিমানবন্দর পুনরায় খুলে দিয়েছে ভারত। পাকিস্তানের সঙ্গে উত্তেজনা বাড়ার মধ্যে আকাশসীমা নিয়ে বিধিনিষেদের কারণে বিমানবন্দরগুলোর কার্যক্রম স্থগিত করা হয়েছিল।
সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানায় বিবিসি।
প্রতিবেদনে বলা হয়, ভারতের বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, উত্তর ও পশ্চিম ভারতের যে ৩২টি বিমানবন্দর গত কয়েকদিন বন্ধ রাখা হয়েছিল তা খুলে দেওয়া হয়েছে।
এগুলোর মধ্যে শ্রীনগর, জম্মু, চন্ডীগড়, অমৃতসর, জয়সলমির, যোধপুর, জামনগর ভুজ-সহ বহু গুরুত্বপূর্ণ বিমানবন্দর রয়েছে।
সরকারের বিবৃতিতে বলা হয়, যে ৩২টি বিমানবন্দরকে ১৫ মে পর্যন্ত বেসামরিক বিমান চলাচলের জন্য সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল, তা খুলে দেওয়া হয়েছে।
তবে বিমানযাত্রীদের পরামর্শ দেওয়া হয়েছে, তারা যেন সংশ্লিষ্ট এয়ারলাইনের সঙ্গে কথা বলে বা ওয়েবসাইটে তাদের আপডেট দেখেই বিমানবন্দরে যান।
কারণ বিমানবন্দরগুলোর কার্যক্রম পুরোপুরি স্বাভাবিক হতে আরও কিছুটা সময় লাগবে বলে ধারণা করা হচ্ছে।
গত শুক্রবার (৯ মে) ভারত-পাকিস্তানের সংঘাতের কারণে প্রথমে ২৪টি বিমানবন্দরের সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছিল। একদিন পর ৩২টি বিমানবন্দরের সাময়িক বন্ধ ঘোষণা করে বিমানকর্মীদের কাছে নোটিশ জারি করা হয়েছিল।