বলিউডে অভিষেক হয়েছে ইব্রাহিম আলি খানের। খুশি কাপুরের বিপরীতে তার প্রথম ছবি ‘নাদানিয়া’ মুক্তির পর থেকেই মিশ্র প্রতিক্রিয়া ও সমালোচনার মুখে পড়েছে। এরই মধ্যে ইব্রাহিম আলি খান স্বীকার করলেন, এই সিনেমায় অভিনয় নিয়ে খুশি নন তিনি। চেয়েছিলেন তার অভিষেক আরও ভালো হোক।

জিকিউ ইন্ডিয়া-কে দেওয়া এক সাক্ষাৎকারে ইব্রাহিম বলেন, ‘অনেকেই আমাকে বলেছে, এটা তো তোমার প্রথম ছবি, দুশ্চিন্তা করো না। কিন্তু আমি তা মানতে পারছি না। আমি চেয়েছিলাম আমার প্রথম ছবি দুর্দান্ত হোক। আমি নিজেও দুর্দান্ত হতে চেয়েছিলাম। কিন্তু এখন বুঝি, আমাকে শিখতে হবে, শেখাটাই সবচেয়ে জরুরি।’

ইব্রাহিমের এই আত্মসমালোচনামূলক মন্তব্যকে বলিউডে একটি পরিণত দৃষ্টিভঙ্গি হিসেবে দেখছে অনেকেই।

তিনি জানান, মাত্র ২৪ বছর বয়সে তিনি তিনটি ছবিতে কাজ শেষ করেছেন এবং পেছন ফিরে তাকালে বোঝেন—কোথায় আরও ভালো করা যেত, কোথায় কঠোর পরিশ্রম করা উচিত ছিল।

‘নাদানিয়া’ চলচ্চিত্র দিয়েই পরিচালনায় হাতেখড়ি হয় নির্মাতা শাওনা গৌতমের। ছবিতে ইব্রাহিম ও খুশি কাপুর ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন জুগল হংসরাজ, সুনীল শেঠি, দিয়া মির্জা ও মাহিমা চৌধুরী। সূত্র: বলিউড বাবল।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

নিষেধাজ্ঞা মেসির পিছু ছাড়ছে না, এবার নিষিদ্ধ হলেন তাঁর দেহরক্ষী

কদিন আগে মেজর লিগ সকারে (এমএলএস) লিওনেল মেসির এক ম্যাচ নিষিদ্ধ হওয়া নিয়ে ঘটে গেছে নানা কাণ্ড। অল স্টার ম্যাচে না খেলার কারণে এই নিষেধাজ্ঞার মুখে পড়তে হয়েছিল মেসিকে। এমএলএসের এমন সিদ্ধান্তে নাকি একেবারেই খুশি হননি মেসি।

তবে সেই ঘটনার রেশ কাটার আগেই নতুন করে আরেকটি নিষেধাজ্ঞার খবর পেলেন আর্জেন্টাইন কিংবদন্তি। এবার অবশ্য মেসি নিজে নন, নিষিদ্ধ হয়েছে তাঁর দেহরক্ষী। সূত্রের বরাত দিয়ে মেসির দেহরক্ষী ইয়াসিন চুয়েকোর লিগস কাপে নিষিদ্ধ হওয়ার খবরটি দিয়েছে সংবাদমাধ্যম ইএসপিএন।

এর আগে লিগস কাপের শৃঙ্খলা কমিটি জানায়, ইন্টার মায়ামির ক্লাব প্রতিনিধি দলের এক সদস্যকে বুধবার রাতে আটলাসের বিপক্ষে ম্যাচের পর ঘটে যাওয়া একটি ঘটনার কারণে টুর্নামেন্টের বাকি অংশে সব ধরনের টেকনিক্যাল এরিয়ায় প্রবেশ থেকে নিষিদ্ধ করা হয়েছে। পরে সূত্র থেকে সেই সদস্য মেসির দেহরক্ষী বলে নিশ্চিত হয় ইএসপিএন।

আরও পড়ুননিষিদ্ধ হয়ে ‘প্রচণ্ড মর্মাহত’ মেসি, মায়ামি সহমালিক বললেন, নিষেধাজ্ঞার নিয়মটি ‘নির্মম’২৬ জুলাই ২০২৫

সংবাদ বিজ্ঞপ্তিতে শৃঙ্খলা কমিটি জানিয়েছে, ৩০ জুলাই ইন্টার মায়ামি বনাম ক্লাব আটলাস ম্যাচের পর, ইন্টার মায়ামির ক্লাব প্রতিনিধি দলের একজন সদস্য পরিচয়পত্র ছাড়া নিষিদ্ধ এলাকায় প্রবেশ করে নিয়মবর্হিভূত আচরণ করেছেন।

নিষেধাজ্ঞার কারণে এক ম্যাচ খেলতে পারেননি মেসি

সম্পর্কিত নিবন্ধ