লা লিগা জিতে কত টাকা পাবে বার্সেলোনা
Published: 16th, May 2025 GMT
গতকাল রাতে এসপানিওলকে হারিয়ে লা লিগায় ২৮তম শিরোপা জিতেছে বার্সেলোনা। এর মধ্য দিয়ে লা লিগার হারানো মসনদও পুনরুদ্ধার করল বার্সা। গত মৌসুমে রিয়াল মাদ্রিদের কাছে লা লিগার শিরোপা হাতছাড়া করেছিল তারা।
যা এবার দায়িত্ব নিয়েই বার্সাকে ফিরিয়ে দিয়েছেন জার্মান কোচ হ্যান্সি ফ্লিক। মৌসুমজুড়ে ধারাবাহিক নৈপুণ্য দেখিয়ে শিরোপা জিতে এখন বড় অঙ্কের অর্থ পুরস্কারের অপেক্ষায় বার্সা।
লিগ জয়ের ফলে বার্সা চ্যাম্পিয়ন হিসেবে কত টাকা পাবে, তা আনুষ্ঠিকভাবে জানা যায়নি, তবে স্প্যানিশ সংবাদমাধ্যম স্পোর্ত জানিয়েছে, লিগ চ্যাম্পিয়ন হিসেবে বার্সা ৬ থেকে ৯ কোটি ইউরো পর্যন্ত পেতে পারে।
আরও পড়ুনআবার লা লিগা চ্যাম্পিয়ন বার্সেলোনা১৬ ঘণ্টা আগেএর আগে ২০২২-২৩ মৌসুমে জাভি হার্নান্দেজের অধীন সর্বশেষ লিগ জেতার পর বার্সা ৬ কোটি ১০ লাখ ইউরো পেয়েছিল বলে জানিয়েছে স্পোর্ত। বার্সা এই অর্থ পাবে মূলত টেলিভিশন স্বত্ব, পারফরম্যান্স–ভিত্তিক বোনাস এবং ইউরোপিয়ান প্রতিযোগিতায় খেলার যোগ্যতা অর্জনের জন্য বরাদ্দ খাত থেকে।
লা লিগা শিরোপা জিতেছে বার্সা.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
নরসিংদীতে অফিস সহকারীর বাসা থেকে ৫২ লাখ টাকা উদ্ধার
নরসিংদীর শিবপুরে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের হেফাজত থেকে গোপনে সরিয়ে রাখা ৫২ লাখ টাকা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার দায়েরকৃত অভিযোগ দুর্নীতি দমন কমিশনের (দুদক) গাজীপুর কার্যালয়ে পাঠানো হয়েছে।
আজ মঙ্গলবার (১ জুলাই) দুপুর ১২টা ১৫ মিনিটে শিবপুর মডেল থানার পুলিশ অভিযান চালিয়ে অফিস সহকারী আরিফুল ইসলাম তুহিনের বাসা থেকে এই বিপুল পরিমাণ টাকা উদ্ধার করে।
পুলিশ জানায়, পূর্বে হস্তান্তরিত অর্থের বিষয়ে অভিযোগের ভিত্তিতে মনোহরদী পৌরসভার নামাপাড়া চন্দনবাড়ি গ্রামের হোসেন আলীর ছেলে অফিস সহকারী আরিফুল ইসলাম তুহিন (৩১) এবং শিবপুর থানার খড়িয়া গ্রামে জাকির হোসেনের ছেলে আশিক ভূইয়াকে (২৫) গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে তুহিন তার বাসায় টাকা থাকার বিষয়টি স্বীকার করেন। পরে পুলিশ তার দেয়া তথ্যানুযায়ী অভিযানে গিয়ে সেখান থেকে ৫২ লাখ টাকা উদ্ধার করে।
আরো পড়ুন:
ইউনূস-রুবিও ফোনালাপে অর্থনৈতিক সম্পর্ক গভীর করায় জোর
ইমাম হবেন নেতৃত্বের দিশারি: ধর্ম উপদেষ্টা
শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন জানান, প্রকল্প বাস্তবায়নের মতো গুরুত্বপূর্ণ দপ্তরের সরকারি অর্থ অফিসের হেফাজতে না রেখে বাসায় রাখা গুরুতর অপরাধ। উদ্ধারকৃত অর্থের বিষয়ে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে।
তিনি আরো জানান, এ বিষয়ে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা লিখিত এজাহার দাখিল করেছেন। যেহেতু বিষয়টি দুদকের সিডিউলভুক্ত, তাই এজাহারটি দুর্নীতি দমন কমিশনের গাজীপুর কার্যালয়ে পাঠানো হয়েছে। অভিযুক্তদের ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
ঢাকা/হৃদয়/বকুল