ঘোষণার একমাস পর আর্বোভাইরাস ব্যান্ডের ‘ক্রোধ’
Published: 17th, May 2025 GMT
এক মাস আগে নতুন গান প্রকাশের ঘোষণা দিয়েছিল আর্বোভাইরাস ব্যান্ড সদস্যরা। যার শিরোনাম ‘ক্রোধ’। ‘রিপাবলিক অব অর্বোভাইরাস’ অ্যালবামের জন্য রেকর্ড করা এই গানটি ঈদে প্রকাশের কথা থাকলেও বেশ কিছু কারণে এর প্রকাশনা পিছিয়ে দিয়েছিল তারা। অবশেষে শ্রোতার প্রত্যাশা পূরণে গানটি প্রকাশ করেছে আর্বোভাইরাস।
‘বদলে কি গেছো তুমি নাকি, এসবই আমার অনুমান/ তোমাকে আঁকড়ে থাকার চেষ্টায়, বেড়েছে কেবলই ব্যবধান/ জেনেছি আমি তুমি একই রকম, হয়তো পুরোটাই ছিল অভিনয়/ আগ্রাসী ব্যর্থতায় ডুবে আমি, ভুলে জীবনের সব অভিপ্রায়’– এমন কথায় সাজানো গানটি যৌথভাবে লিখেছেন সুহার্ত শরীফ ও মুনতাসির মামুন। সুর করেছেন সুহার্ত। তাঁর সঙ্গে সম্মিলিতভাবে গানের সংগীতায়োজন করেছেন ব্যান্ডের বাকি পাঁচ সদস্য মুনতাসির মামুন, সায়েমুল ইসলাম, শামস আলীম বিশ্বাস, শাহান কামাল ও নিলয় বিশ্বাস।
আর্বোভাইরাসের তত্ত্বাবধানে ‘ক্রোধ’-এর মিউজিক ভিডিও নির্মাণ করেছেন মারুফ রায়হান। ব্যান্ডে সদস্যদের পাশাপাশি দুই তরুণ মডেল আজরাফ ও ইফতিকে নিয়ে নির্মিত গানের ভিডিওর দৃশ্যধারণ করা হয়েছে স্টুডিও কায়া প্রজেক্ট, ট্রাভেল ইস্ট রেঁস্তোরা ও পূর্বাচলের বেশ কিছু স্থানে।
এ আয়োজন নিয়ে আর্বোভাইরাস সদস্যদের কথায়, ‘ক্রোধ হলো একটি সিনেমাটিক মিউজিক ভিডিও, যেখানে বিশ্বাসঘাতকতা, মানসিক দূরত্ব এবং অভ্যন্তরীণ অশান্তির গল্প তুলে ধরা হয়েছে। বিশ্বাসের পতনের মুখোমুখি হওয়া এক যুবকের আবেগের বর্ণনাকেই আমা ক্রোধ হিসেবে উপস্থাপন করা হয়েছে; যে ক্রোধে হৃদয় ভেঙে যায়। গল্পের সঙ্গে সামঞ্জস্য রেখে এবং নিজস্বয়তার ছাপ রেখেই গানের সুর ও সংগীতায়োজন করা হয়েছে। গানটি অনেকের প্রত্যাশা পূরণ করবে বলেও আশা প্রকাশ করেছেন রক ঘরানার আলোচিত এই ব্যান্ডের সদস্যরা।
এটি প্রকাশ পেয়েছে ব্যান্ডের নিজস্ব ইউটিউব চ্যানেলে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: প রক শ কর ছ ন সদস য
এছাড়াও পড়ুন:
বিয়ে নিয়ে যা বললেন পূজা চেরি
শারদীয় দুর্গাপূজা—হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। ঢাকের তালে, উলুধ্বনির সুরে, আলোকসজ্জার ঝলকে উৎসবমুখর হয়ে উঠেছিল প্রতিটি পূজামণ্ডপ। এই আনন্দে শোবিজ অঙ্গনের তারকারাও যুক্ত হন।
গতকাল বিজয়া দশমীর পবিত্র তিথিতে দেবীকে বিদায় জানানোর মধ্য দিয়ে দুর্গাপূজার সমাপ্তি ঘটে। পূজামণ্ডপগুলোতে সিঁদুর খেলায় মেতে উঠেছিলেন ভক্তরা। একে অপরের মুখে সিঁদুর মেখে উল্লাসে মাতেন সনাতনীরা। দুর্গোৎসবের আনন্দ ছুঁয়ে গেছে অভিনেত্রী পূজা চেরিকেও। গতকাল সিঁদুর খেলায় অংশ নেন তিনি।
আরো পড়ুন:
‘সবাই ধরে নেয় আমি ঋষি কাপুরের অবৈধ মেয়ে’
সংসার ভাঙার কারণে স্বামীকে ১১ মিলিয়ন ডলার দিতে হবে অভিনেত্রীর?
পূজামণ্ডপে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পূজা চেরি। এ সময় জানতে চাওয়া হয়, বিজয়া দশমীর দিনে দেবী দুর্গার কাছে কী চাইলেন? জবাবে এই অভিনেত্রী বলেন, “আমার যে গর্ভধারিণী মা মারা গেছেন সে যেন ভালো থাকেন। যেখানেই থাকেন যেন ভালো থাকেন এটাই চেয়েছি এবং দুর্গা মাকে বলেছি ‘তুমি যেন ভালো থেকো’। কারণ আমরা সবাই চেয়ে বেড়াই কিন্তু মাকে একটু জিজ্ঞেস করি না যে, ‘মা তুমি কেমন আছো?”
ব্যক্তিগত জীবনে পূজা চেরি এখনো একা। ফলে তার বিয়ে নিয়ে ভক্ত-অনুরাগীদের আগ্রহের শেষ নেই। বিয়ে নিয়ে প্রশ্ন করা হলে এই অভিনেত্রী বলেন, “এখানে একজন সিঁদুর আমার গালে লাগিয়ে দিচ্ছিল, তখন তারা বলল, ‘প্রার্থনা করি আগামীবার যেন দাদাসহ মণ্ডপে আসতে পারো’।” এ কথা বলে একটু হাসি মুখে পূজা বলেন, “দেখ যাক কী হয়! চিন্তার বিষয় চিন্তা করে দেখি।”
পূজা চেরি শোবিজ অঙ্গনে যাত্রা শুরু করেছিলেন শিশুশিল্পী হিসেবে। ধীরে ধীরে খোলস ছেড়ে বেরিয়ে এসে নায়িকা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। অল্প সময়ের মধ্যেই অভিনয় গুণে দর্শকদের মনে জায়গা করে নেন তিনি।
ঢাকা/শান্ত