ঘোষণার একমাস পর আর্বোভাইরাস ব্যান্ডের ‘ক্রোধ’
Published: 17th, May 2025 GMT
এক মাস আগে নতুন গান প্রকাশের ঘোষণা দিয়েছিল আর্বোভাইরাস ব্যান্ড সদস্যরা। যার শিরোনাম ‘ক্রোধ’। ‘রিপাবলিক অব অর্বোভাইরাস’ অ্যালবামের জন্য রেকর্ড করা এই গানটি ঈদে প্রকাশের কথা থাকলেও বেশ কিছু কারণে এর প্রকাশনা পিছিয়ে দিয়েছিল তারা। অবশেষে শ্রোতার প্রত্যাশা পূরণে গানটি প্রকাশ করেছে আর্বোভাইরাস।
‘বদলে কি গেছো তুমি নাকি, এসবই আমার অনুমান/ তোমাকে আঁকড়ে থাকার চেষ্টায়, বেড়েছে কেবলই ব্যবধান/ জেনেছি আমি তুমি একই রকম, হয়তো পুরোটাই ছিল অভিনয়/ আগ্রাসী ব্যর্থতায় ডুবে আমি, ভুলে জীবনের সব অভিপ্রায়’– এমন কথায় সাজানো গানটি যৌথভাবে লিখেছেন সুহার্ত শরীফ ও মুনতাসির মামুন। সুর করেছেন সুহার্ত। তাঁর সঙ্গে সম্মিলিতভাবে গানের সংগীতায়োজন করেছেন ব্যান্ডের বাকি পাঁচ সদস্য মুনতাসির মামুন, সায়েমুল ইসলাম, শামস আলীম বিশ্বাস, শাহান কামাল ও নিলয় বিশ্বাস।
আর্বোভাইরাসের তত্ত্বাবধানে ‘ক্রোধ’-এর মিউজিক ভিডিও নির্মাণ করেছেন মারুফ রায়হান। ব্যান্ডে সদস্যদের পাশাপাশি দুই তরুণ মডেল আজরাফ ও ইফতিকে নিয়ে নির্মিত গানের ভিডিওর দৃশ্যধারণ করা হয়েছে স্টুডিও কায়া প্রজেক্ট, ট্রাভেল ইস্ট রেঁস্তোরা ও পূর্বাচলের বেশ কিছু স্থানে।
এ আয়োজন নিয়ে আর্বোভাইরাস সদস্যদের কথায়, ‘ক্রোধ হলো একটি সিনেমাটিক মিউজিক ভিডিও, যেখানে বিশ্বাসঘাতকতা, মানসিক দূরত্ব এবং অভ্যন্তরীণ অশান্তির গল্প তুলে ধরা হয়েছে। বিশ্বাসের পতনের মুখোমুখি হওয়া এক যুবকের আবেগের বর্ণনাকেই আমা ক্রোধ হিসেবে উপস্থাপন করা হয়েছে; যে ক্রোধে হৃদয় ভেঙে যায়। গল্পের সঙ্গে সামঞ্জস্য রেখে এবং নিজস্বয়তার ছাপ রেখেই গানের সুর ও সংগীতায়োজন করা হয়েছে। গানটি অনেকের প্রত্যাশা পূরণ করবে বলেও আশা প্রকাশ করেছেন রক ঘরানার আলোচিত এই ব্যান্ডের সদস্যরা।
এটি প্রকাশ পেয়েছে ব্যান্ডের নিজস্ব ইউটিউব চ্যানেলে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: প রক শ কর ছ ন সদস য
এছাড়াও পড়ুন:
কোলন ক্যানসার প্রতিরোধে যেসব খাবার এড়িয়ে চলবেন
কোন খাবার কীভাবে খাবেন
মাছ-মাংস উচ্চ তাপমাত্রায় রান্নার সময় হেটেরোসাইক্লিক অ্যামাইনস ও পলিসাইক্লিক অ্যারোমেটিক হাইড্রোকার্বন নামের যৌগ তৈরি হয়। বিশেষ করে গ্রিল, আগুনে ঝলসানো কাবাব বা উচ্চ তাপে কিছু ভাজার সময় এসব যৌগ বেশি তৈরি হয়। এসব যৌগ ক্যানসারের ঝুঁকি বাড়ায়। তাই মাছ-মাংস পুড়িয়ে, ঝলসিয়ে বা ফ্রাই করে না খেয়ে ঝোল করে রান্না করে খেতে হবে।
উচ্চ তাপমাত্রায় ভাজা বা বেক করা খাবার যেমন ফ্রেঞ্চ ফ্রাই, ক্র্যাকার, চিপস ও তেলে ভাজা বিস্কুটে অ্যাক্রিলামাইড তৈরি হয়। যেসব খাবার দুইবারের বেশি ভাজা হয়, তাতে অ্যাক্রিলামাইড তৈরির হার বেশি। এমন খাবার নিয়মিত খেলে পরিপাকতন্ত্রের ক্যানসারের ঝুঁকি বাড়ে।
প্রক্রিয়াজাত খাবার এড়িয়ে চলুন