সিরাজগঞ্জের কাজীপুরে যমুনা নদীর চরের বিচ্ছিন্ন ছয়টি ইউনিয়নের বাসিন্দারা পৃথক উপজেলা গঠনের দাবিতে বিক্ষোভ করেছেন। জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ‘যমুনা উপজেলা’ গঠনের দাবিতে গতকাল রোববার মানববন্ধন ও সমাবেশের আয়োজন করে বাস্তবায়ন কমিটি।
কর্মসূচি শেষে প্রধান উপদেষ্টাসহ সংশ্লিষ্ট উপদেষ্টাদের অবগত ও ব্যবস্থা নিতে জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলামের কাছে স্মারকলিপি দেন বিক্ষোভকারীরা। ছয় ইউনিয়ন হলো– মুনসুরনগর, নাটুয়ারপাড়া, খাসরাজবাড়ী, তেকানী, নিশ্চিন্তপুর ও চরগিরিশ। সবক’টি নদীর পূর্ব পারে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কাজীপুর উপজেলার ১২টি ইউনিয়নের মধ্যে ছয়টি পশ্চিম পারে, বাকিগুলো পূর্বে। নদী মাঝে থাকায় পূর্ব পারের মানুষ উপজেলা সদরসহ প্রশাসনিক ও স্বাস্থ্যসহ সব ধরনের সেবা পেতে ভোগান্তিতে পড়েন।
বক্তারা বলেন, পশ্চিম পারে উপজেলা সদরের অবস্থান হওয়ায় পূর্ব পারের বাসিন্দাদের সারা বছর নৌকাযোগে প্রমত্তা যমুনা নদী পেরিয়ে যেতে হয়। এতে সময়, অর্থ ও জীবনের ঝুঁকি বাড়ে। মামলা-মোকদ্দমার মতো কাজ থাকলে বিচারপ্রত্যাশীদের এক দিন আগে রওনা হতে হয়। সরকারি কোনো লঞ্চ বা নৌযানও নেই। এতে প্রায়ই দুর্ঘটনার ঝুঁকি থাকে।
বক্তারা আরও বলেন, পূর্ব পারের মানুষের কৃষি উৎপাদন বেশি হলেও শিক্ষা, স্বাস্থ্য, ব্যাংকিং ও সরকারি সেবায় রয়েছে বৈষম্য। ১৪টি কলেজের মধ্যে পূর্ব পারে রয়েছে মাত্র দুটি। ১৪টি কারিগরি কলেজের সবক’টি পশ্চিমে। ৫৬টি মাধ্যমিক বিদ্যালয়ের ১৪টি পূর্বে। ১০টি বাণিজ্যিক ব্যাংকের মধ্যে ৯টি এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ চারটি হাসপাতালই পশ্চিমে।
পূর্ব পারের ছয়টি ইউনিয়নের মানুষের যোগাযোগ ও জীবনযাত্রা সরিষাবাড়ী উপজেলার সঙ্গে সহজ হয় জানিয়ে বক্তারা বলেন, এই ছয় ইউনিয়ন নিয়ে নতুন ‘যমুনা উপজেলা’ গঠন করা হলে স্থানীয় লোকজনের ভোগান্তি কমবে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: উপজ ল

এছাড়াও পড়ুন:

নারায়ণগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নামে ভুয়া ওয়েবসাইট, ইউজিসির সতর্কতা

নারায়ণগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নামে একটি ভুয়া ওয়েবসাইট খুলে প্রতারক চক্র শিক্ষার্থী ভর্তির নামে অবৈধ কার্যক্রম চালাচ্ছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। প্রতারণা এড়াতে এসব প্রলোভনের ফাঁদে পা না দেওয়ার আহ্বান জানিয়ে সতর্ক করেছে ইউজিসি। 

গতকাল রোববার ইউজিসি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ২০২৩ সালে অনুমোদন পাওয়া এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগসহ কোনো প্রশাসনিক কিংবা একাডেমিক কার্যক্রম এখনও শুরু হয়নি। অথচ একটি প্রতারক চক্র https://ngstu.ac নামে একটি ওয়েবসাইট চালু করে সেখানে ভুয়া তথ্য দিয়ে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম চালানোর চেষ্টা করছে।

এতে আরও জানানো হয়, ইতোমধ্যে ইউজিসির সংশ্লিষ্ট বিভাগ ওয়েবসাইটটি পর্যালোচনা করে দেখতে পেয়েছে, এতে ‘ভিসি’র নামে ভারতের কলকাতার একটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের ছবি ব্যবহার করা হয়েছে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস হিসেবে ব্যবহার করা হয়েছে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের স্থাপনার ছবি।

ইউজিসি জানিয়েছে, এ ধরনের কর্মকাণ্ড শিক্ষার্থী ও অভিভাবকদের বিভ্রান্ত করছে। ফলে কেউ যেন বিভ্রান্ত হয়ে কোনোরকম আর্থিক লেনদেন বা ভর্তি-সংক্রান্ত কার্যক্রমে অংশ না নেন, সে বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে।

একই সঙ্গে জালিয়াতি এড়াতে ইউজিসির পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে, সরকারি অনুমোদনপ্রাপ্ত নতুন কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি কিংবা যোগাযোগের আগে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের তথ্য ইউজিসির ওয়েবসাইটে যাচাই করে নেওয়ার জন্য।
 

সম্পর্কিত নিবন্ধ