নাচে-গানে মন মাতাতে বলিউডের আলাদা সুনাম আছে। বিশেষ করে বলিউডে কিছু গানের সঙ্গে নায়িকাদের নাচ ভিন্ন মাত্রা যোগ করেছে; যেগুলো সিনেমাপ্রেমীদের কাছে ইতিহাস হয়ে আছে! ‘এক দো তিন’ এই গান যেমন মাধুরী দীক্ষিত ছাড়া কল্পনা করা যায় না, তেমনি ‘টিপ টিপ বারসা পানি’ রাভিনা ট্যান্ডনের ক্যারিয়ারে সবচেয়ে আলোচিত একটি কাজ।

অক্ষয় কুমার ও রাভিনা ট্যান্ডন অভিনীত ‘মোহরা’ (১৯৯৪) সিনেমার জনপ্রিয় এই গান দর্শক-শ্রোতাদের মন জয় করে নিয়েছিল। এবার মায়ের সেই ‘আইকনিক’ গানে পারফর্ম করলেন রাশা থাডানি। রাশার নাচের ভিডিও এখন অন্তর্জালে ভাইরাল।   

ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে জানিয়েছে, একটি পুরস্কার প্রদান অনুষ্ঠানে নেচে স্টেজ পারফর্মে অভিষেক হলো রাশা থাডানির। এ যাত্রার সূচনালগ্নে, মাকে শ্রদ্ধাকে জানিয়ে তারই বিখ্যাত ‘টিপ টিপ বারসা’ গানে পারফর্ম করেন এই অভিনেত্রী। রাশার পরনে হলুদ রঙের শাড়ি-ড্রেস। এমন লুকে রাশার নাচে মুগ্ধতা প্রকাশ করেন উপস্থিত দর্শকরা।

আরো পড়ুন:

হেরা ফেরি থ্রি: এবার সরে দাঁড়ালেন পরেশ রাওয়াল

ভেঙে ফেলা হতে পারে মিঠুনের বাড়ি!

কেবল তাই নয়, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে রাশার নাচের ভিডিও। যা দেখে ভূয়সী প্রশংসা করছেন নেটিজেনরা। ধনশ্রী লেখেন, “স্টেজে যেন রাভিনা নাচছেন।” রাম লেখেন, “রাশা আগুন।” ঐন্দ্রিলা লেখেন, “সে (রাশা) ভালো নেচেছে।” এমন অসংখ্য মন্তব্য ভেসে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়।

মায়ের পথ অনুসরণ করে চলচ্চিত্রে পা রেখেছেন রাশা। গত ৬ জানুয়ারি ‘আজাদ’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয়েছে তার। সিনেমাটি বক্স অফিসে সাফল্য না পেলেও প্রশংসা কুড়ান ২০ বছরের রাশা। অভিনয়-নাচ নয়, গানেও পারদর্শী এই অভিনেত্রী।

ঢাকা/শান্ত

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর চলচ চ ত র

এছাড়াও পড়ুন:

বিনা মূল্যে কম্পিউটার প্রশিক্ষণের সুযোগ, সারা দেশে ৮টি কেন্দ্রে

ইসলামিক ফাউন্ডেশনের ইমাম প্রশিক্ষণ একাডেমি ২০২৫-২৬ অর্থবছরে হাফেজ, ইমাম, মাদ্রাসাছাত্র ও বেকার যুবকদের বিনা কোর্স ফিতে কম্পিউটার প্রশিক্ষণের দ্বিতীয় কোর্সে প্রক্রিয়া শুরু করেছে। এ প্রশিক্ষণের মেয়াদ দুই মাস। প্রশিক্ষণটি আগামী ১২ অক্টোবর শুরু হবে, চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত। প্রশিক্ষণ শেষে ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রত্যেক শিক্ষার্থীকে সরকারি সনদ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের ৯ অক্টোবরের মধ্যে ইমাম প্রশিক্ষণ একাডেমিতে আবেদন করতে হবে।

প্রশিক্ষণের বিষয়

১. বেসিক কম্পিউটার,

২. অফিস অ্যাপ্লিকেশন ও ইউনিকোড বাংলা,

৩. ইন্টারনেট,

৪. গ্রাফিক ডিজাইন,

৫. ফ্রিল্যান্সিং,

৬. মার্কেটপ্লেস ও কনসালটিং।

আরও পড়ুনহার্ভার্ড এনভায়রনমেন্টাল ফেলোশিপ, দুই বছরে ১ লাখ ৮৫ হাজার ডলার১১ সেপ্টেম্বর ২০২৫আবেদনের যোগ্যতা

১. ন্যূনতম দাখিল বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে,

২. হাফেজদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিল করা হবে,

৩. উচ্চতর শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে,

৪. প্রার্থীকে কম্পিউটার চালনায় বেসিক জ্ঞান থাকতে হবে,

৫. যাঁদের নিজস্ব কম্পিউটার আছে, তাঁদের অগ্রাধিকার দেওয়া হবে।

ইসলামিক ফাউন্ডেশনের ইমাম প্রশিক্ষণ একাডেমি ২০২৫-২৬ অর্থবছরে হাফেজ, ইমাম, মাদ্রাসাছাত্র ও বেকার যুবকদের বিনা কোর্স ফিতে কম্পিউটার প্রশিক্ষণের দ্বিতীয় কোর্সে প্রক্রিয়া শুরু করেছে।যে ৮টি কেন্দ্রে প্রশিক্ষণ দেওয়া হবে

১. ঢাকা,

২. চট্টগ্রাম,

৩. রাজশাহী,

৪. খুলনা,

৫. বরিশাল,

৬. সিলেট,

৭. দিনাজপুর,

৮. গোপালগঞ্জ।

আরও পড়ুনবিনা মূল্যে ২ লাখ টাকার প্রশিক্ষণ, নন-আইটি স্নাতক শিক্ষার্থীদের সুযোগ ৭ ঘণ্টা আগেদরকারি কাগজপত্র

১. শিক্ষাগত যোগ্যতার সব সনদের সত্যায়িত ফটোকপি,

২. জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি,

৩. এক কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি জমা দিতে হবে,

৪. ইমামদের ক্ষেত্রে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অথবা ওয়ার্ড কমিশনারের কাছ থেকে নেওয়া ইমামতির প্রমাণপত্রের সত্যায়িত কপি জমা দিতে হবে,

৫. মাদ্রাসাছাত্রদের ক্ষেত্রে প্রতিষ্ঠানের প্রধানের কাছ থেকে ছাত্রত্ব প্রমাণের কপি জমা দিতে হবে।

নিবন্ধন ফি

মনোনীত প্রার্থীদের নিবন্ধন ফি হিসেবে ৫০০ টাকা দিতে হবে।

দেশের ৮টি প্রশিক্ষণকেন্দ্রে এ প্রশিক্ষণ দেওয়া হবে

সম্পর্কিত নিবন্ধ