বিদ্যুৎহীন হয়ে পড়েছে নাসিরনগর। গত বুধবার রাত ১১টার দিকে উপজেলার ১২৮ গ্রাম বিদ্যুৎহীন হয়ে পড়ে। গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টা পর্যন্ত বিদ্যুৎ আসেনি। এ কারণে দাপ্তরিক কাজকর্ম ও জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। বিদ্যুৎ বিপর্যয়ের কারণ নিশ্চিত করতে পারেনি পল্লী বিদ্যুৎ সমিতি।

খোঁজ নিয়ে জানা গেছে, গত বুধবার বিকেলে আকাশে সামান্য মেঘ দেখা যায়। এর পর উপজেলা সদর ছাড়া প্রায় ১২০টি গ্রাম বিদ্যুৎহীন হয়ে পড়ে। রাত ১১টার দিকে উপজেলা সদরের বিদ্যুৎও বিচ্ছিন্ন হয়ে যায়। রাত পেরিয়ে সকাল, এর পর বিকেল হলেও বিদ্যুৎ আর আসেনি। কখন আসবে, সে বিষয়েও কোনো নিশ্চয়তা দিতে পারছেন না তারা।

উপজেলা সদরের বিভিন্ন দপ্তরে গিয়ে দেখা গেছে, কম্পিউটার চালু না থাকায় কাজ বন্ধ। ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেবাকেন্দ্রগুলো বন্ধ। অফিসগুলোতে কর্মচারীরা অলস সময় পার করছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা নাসরিন বলেন, ‘বিদ্যুৎ না থাকায় অফিসে কোনো কাজই করতে পারছি না। চরম হতাশা কাজ করছে। বিষয়টি পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষকে জানিয়েছি। তারা এখনও নিশ্চিত করে কিছু বলতে পারেনি।’

জানা গেছে, বিদ্যুৎ না থাকায় মোবাইল ফোন চার্জ দেওয়া, ফ্যান চালানো, খাবার সংরক্ষণ– সবকিছু নিয়ে বিপাকে পড়েছেন উপজেলাবাসী। গোকর্ণ ইউনিয়নের গৃহবধূ মমতা আক্তার জানান, বাচ্চা ঘুমাতে পারে না। ঘরে গরমে দম বন্ধ হয়ে আসে। দুই দিন ধরে তাদের গ্রামে বিদ্যুৎ নেই।

চাতলপাড়ের বাসিন্দা মীর আবুল আনসারির দাবি, দুই দিন ধরে তাদের ইউনিয়ন বিদ্যুৎহীন।

নাম প্রকাশ না করার শর্তে একাধিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, কিছু দিন ধরে আকাশে সামান্য মেঘ করলেই বিদ্যুৎ থাকে না। গত ২০ ঘণ্টা ধরে বিদ্যুৎ না থাকায় বিপাকে পড়েছে শিশু শিক্ষার্থীরা।

স্থানীয় হাটবাজারের দোকানিরা জানিয়েছেন, ফ্রিজে রাখা মাছ-মাংস নষ্ট হয়ে গেছে। কেউ কেউ ক্ষতিপূরণও চাচ্ছেন। তাদের দাবি, কোনো নোটিশ না দিয়ে দুই দিন ধরে বিদ্যুৎ বন্ধ রাখার কারণ জানাতে হবে। না হলে সবার ক্ষতিপূরণ দিতে হবে।

৫০ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা গেছে, শিশু ও ডায়রিয়া ওয়ার্ডের সেবাপ্রত্যাশীরা বারান্দায় ঘোরাফেরা করছেন। বিদ্যুৎ না থাকায় অনেকে চিকিৎসা না নিয়েই বাড়ি ফিরে যাচ্ছেন। হাসপাতালের এক নার্স বলেন, ‘২০ ঘণ্টা বিদ্যুৎ না থাকায় স্যালাইন পাম্প, অক্সিজেন সাপোর্ট সব ঝুঁকিতে।’

বিষয়টি নিয়ে কথা হয় নাসিরনগর পল্লী বিদ্যুৎ সমিতির উপমহাব্যবস্থাপক (ডিজিএম) প্রকৌশলী আমজাদ হোসেনের সঙ্গে। তিনি জানান, গত বুধবার রাতে নাসিরনগর বিদ্যুৎ সংযোগ লাইনে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। তাদের টেকনিক্যাল টিম রাতেই কাজ শুরু করেছে। যেহেতু বর্ষার পানি চলে এসেছে এবং এলাকাটি হাওরবেষ্টিত, তাই একটু বেশি সময় লাগছে।

তাঁর কথার সঙ্গে একমত নন নাগরিক অধিকারকর্মীরা। তাদের দাবি, ট্রান্সফরমার পুরোনো, লাইন রক্ষণাবেক্ষণে নেই জরুরি পরিস্থিতিতে বিকল্প ব্যবস্থা। প্রতিবারই ভেঙে পড়ে পুরো ব্যবস্থা। এটা কোনো আধুনিক ব্যবস্থা হতে পারে না; বললেন স্থানীয় সাংবাদিক শামীম ভূঁইয়া। 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ব র হ মণব ড় য় ব দ য ৎ সরবর হ ব যবস থ উপজ ল

এছাড়াও পড়ুন:

জাবি ও ড্যাফোডিল ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সির্টির মধ্যে শিক্ষা ও গবেষণায় পারষ্পরিক সহযোগিতার লক্ষ্যে সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

মঙ্গলবার (২০ মে) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কাউন্সিল কক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষর হয়।

চুক্তিপত্রে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পক্ষে কোষাধ্যক্ষ অধ্যাপক মো. আবদুর রব এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পক্ষে উপ-উপাচার্য অধ্যাপক এসএম মাহবুব উল হক মজুমদার স্বাক্ষর করেন।

আরো পড়ুন:

জাবিতে আবাসিক হলের পাশে একাডেমিক ভবন নির্মাণের প্রতিবাদ

জাবি ও ঢাবির দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের নিয়ে প্রীতি ক্রিকেট ম্যাচ

চুক্তির আওতায় দুই প্রতিষ্ঠানের মধ্যে শিক্ষা ও গবেষণায় দ্বিপাক্ষিক সহযোগিতা, যৌথ সেমিনার, কর্মশালা ও অন্যান্য একাডেমিক কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ সৃষ্টি হবে। এতে করে উভয় প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও গবেষকদের জন্য জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের একটি নতুন দ্বার উন্মোচিত হবে।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান বলেন, “এই সমঝোতা চুক্তি দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরো জোরদার করবে। এতে গবেষণা ও শিক্ষাক্ষেত্রে অগ্রগতির সম্ভাবনা অনেকগুণ বাড়বে।”

অন্যদের মাঝে উপস্থিত ছিলেন, জাবির উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মোহাম্মদ মাহফুজুর রহমান, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক এমআর কবির, ফ্যাকাল্টি অব গ্র্যাজুয়েট স্টাডিজের ডিন অধ্যাপক মো. কবিরুল ইসলাম, এক্সটারনাল অ্যাফেয়ার্সের পরিচালক অধ্যাপক সৈয়দ মিজানুর রহমান, মানবিক ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক লিজা শারমীন, অধ্যাপক আলেয়া প্রমুখ।

ঢাকা/আহসান/মেহেদী

সম্পর্কিত নিবন্ধ

  • শিক্ষার মানোন্নয়নে যৌথ উদ্যোগে কাজ করবে ড্যাফোডিল ইউনিভার্সিটি ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
  • জাবি ও ড্যাফোডিল ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা