বিদ্যুৎহীন হয়ে পড়েছে নাসিরনগর। গত বুধবার রাত ১১টার দিকে উপজেলার ১২৮ গ্রাম বিদ্যুৎহীন হয়ে পড়ে। গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টা পর্যন্ত বিদ্যুৎ আসেনি। এ কারণে দাপ্তরিক কাজকর্ম ও জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। বিদ্যুৎ বিপর্যয়ের কারণ নিশ্চিত করতে পারেনি পল্লী বিদ্যুৎ সমিতি।
খোঁজ নিয়ে জানা গেছে, গত বুধবার বিকেলে আকাশে সামান্য মেঘ দেখা যায়। এর পর উপজেলা সদর ছাড়া প্রায় ১২০টি গ্রাম বিদ্যুৎহীন হয়ে পড়ে। রাত ১১টার দিকে উপজেলা সদরের বিদ্যুৎও বিচ্ছিন্ন হয়ে যায়। রাত পেরিয়ে সকাল, এর পর বিকেল হলেও বিদ্যুৎ আর আসেনি। কখন আসবে, সে বিষয়েও কোনো নিশ্চয়তা দিতে পারছেন না তারা।
উপজেলা সদরের বিভিন্ন দপ্তরে গিয়ে দেখা গেছে, কম্পিউটার চালু না থাকায় কাজ বন্ধ। ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেবাকেন্দ্রগুলো বন্ধ। অফিসগুলোতে কর্মচারীরা অলস সময় পার করছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা নাসরিন বলেন, ‘বিদ্যুৎ না থাকায় অফিসে কোনো কাজই করতে পারছি না। চরম হতাশা কাজ করছে। বিষয়টি পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষকে জানিয়েছি। তারা এখনও নিশ্চিত করে কিছু বলতে পারেনি।’
জানা গেছে, বিদ্যুৎ না থাকায় মোবাইল ফোন চার্জ দেওয়া, ফ্যান চালানো, খাবার সংরক্ষণ– সবকিছু নিয়ে বিপাকে পড়েছেন উপজেলাবাসী। গোকর্ণ ইউনিয়নের গৃহবধূ মমতা আক্তার জানান, বাচ্চা ঘুমাতে পারে না। ঘরে গরমে দম বন্ধ হয়ে আসে। দুই দিন ধরে তাদের গ্রামে বিদ্যুৎ নেই।
চাতলপাড়ের বাসিন্দা মীর আবুল আনসারির দাবি, দুই দিন ধরে তাদের ইউনিয়ন বিদ্যুৎহীন।
নাম প্রকাশ না করার শর্তে একাধিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, কিছু দিন ধরে আকাশে সামান্য মেঘ করলেই বিদ্যুৎ থাকে না। গত ২০ ঘণ্টা ধরে বিদ্যুৎ না থাকায় বিপাকে পড়েছে শিশু শিক্ষার্থীরা।
স্থানীয় হাটবাজারের দোকানিরা জানিয়েছেন, ফ্রিজে রাখা মাছ-মাংস নষ্ট হয়ে গেছে। কেউ কেউ ক্ষতিপূরণও চাচ্ছেন। তাদের দাবি, কোনো নোটিশ না দিয়ে দুই দিন ধরে বিদ্যুৎ বন্ধ রাখার কারণ জানাতে হবে। না হলে সবার ক্ষতিপূরণ দিতে হবে।
৫০ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা গেছে, শিশু ও ডায়রিয়া ওয়ার্ডের সেবাপ্রত্যাশীরা বারান্দায় ঘোরাফেরা করছেন। বিদ্যুৎ না থাকায় অনেকে চিকিৎসা না নিয়েই বাড়ি ফিরে যাচ্ছেন। হাসপাতালের এক নার্স বলেন, ‘২০ ঘণ্টা বিদ্যুৎ না থাকায় স্যালাইন পাম্প, অক্সিজেন সাপোর্ট সব ঝুঁকিতে।’
বিষয়টি নিয়ে কথা হয় নাসিরনগর পল্লী বিদ্যুৎ সমিতির উপমহাব্যবস্থাপক (ডিজিএম) প্রকৌশলী আমজাদ হোসেনের সঙ্গে। তিনি জানান, গত বুধবার রাতে নাসিরনগর বিদ্যুৎ সংযোগ লাইনে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। তাদের টেকনিক্যাল টিম রাতেই কাজ শুরু করেছে। যেহেতু বর্ষার পানি চলে এসেছে এবং এলাকাটি হাওরবেষ্টিত, তাই একটু বেশি সময় লাগছে।
তাঁর কথার সঙ্গে একমত নন নাগরিক অধিকারকর্মীরা। তাদের দাবি, ট্রান্সফরমার পুরোনো, লাইন রক্ষণাবেক্ষণে নেই জরুরি পরিস্থিতিতে বিকল্প ব্যবস্থা। প্রতিবারই ভেঙে পড়ে পুরো ব্যবস্থা। এটা কোনো আধুনিক ব্যবস্থা হতে পারে না; বললেন স্থানীয় সাংবাদিক শামীম ভূঁইয়া।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ব র হ মণব ড় য় ব দ য ৎ সরবর হ ব যবস থ উপজ ল
এছাড়াও পড়ুন:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আইটি প্রোগ্রামে ডিপ্লোমা, অনলাইন ও অফলাইনে আবেদন ফি ১০০০
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজিতে (আইআইটি–জেইউ) ফল–২০২৫ সেশনে পোস্টগ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন ইনফরমেশন টেকনোলজি (পিজিডিআইটি) প্রোগ্রামে ভর্তির প্রক্রিয়া চলছে।
দরকারি তথ্যআবেদনের পদ্ধতি: অনলাইন ও অফলাইন
আবেদন ফি: এক হাজার টাকা
মোট ক্রেডিট ঘণ্টা: ৩৬ (৩০ ক্রেডিট তত্ত্ব + ৬ ক্রেডিট প্রকল্প)
//////মোট সময় ভর্তি পরীক্ষা তিন ত্রৈমাসিক, ১২ মাস।///////////
আরও পড়ুনমেডিকেল ও ডেন্টালে ভর্তির নীতিমালা প্রকাশ, নম্বর কাটাসহ যে যে পরিবর্তন৩০ অক্টোবর ২০২৫আবেদনের যোগ্যতাযেকোনো স্নাতক ডিগ্রিতে ৪ স্কেলে কমপক্ষে ২.৫ সিজিপিএ অথবা দ্বিতীয় শ্রেণির সমমানের ডিগ্রিধারী আবেদনকারীরা ভর্তির প্রক্রিয়ার জন্য যোগ্য।
কোর্সের বিস্তারিতশুক্রবার: পিজিডিআইটি (নিয়মিত) ও পিজিডিআইটি (সাইবার সিকিউরিটি)–এর প্রথম ও দ্বিতীয় সেমিস্টারের সব ক্লাস অনুষ্ঠিত হবে।
শনিবার: পিজিডিআইটি (সাইবার সিকিউরিটি)–এর তৃতীয় সেমিস্টার।
আরও পড়ুনহার্ভার্ডের গবেষণা বলছে, মূল্য হারাতে বসেছে ১০ ডিগ্রি২৮ অক্টোবর ২০২৫কোর্সের বিস্তারিত১. ক্যাম্পাসের বাইরের শিক্ষার্থীদের জন্য পরিবহনের সুবিধা রয়েছে।
২. আধুনিক কম্পিউটার ল্যাবে ল্যাবভিত্তিক ক্লাস করানো হবে।
৩. সর্বনিম্ন খরচে কম সময়ে ডিপ্লোমা সম্পন্ন করা যাবে।
৪. জাবির পিএমআইটি প্রোগ্রামে ভর্তির জন্য পিজিডিআইটি স্নাতকদের জন্য কোটা আছে।
পরীক্ষার বিষয়১. আইসিটির মৌলিক বিষয় ২৫ নম্বরের
২. মৌলিক গণিত ২৫ নম্বরের
৩. ইংরেজি ১০ নম্বরের
৪. এমসিকিউ ১ ঘণ্টার, মোট ৬০ নম্বরের পরীক্ষা হবে।
আরও পড়ুনজাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পরীক্ষা ফি কমছে৩০ অক্টোবর ২০২৫ভর্তির দরকারি তারিখ১. আবেদনের শেষ তারিখ: ১৯ নভেম্বর ২০২৫
২. ভর্তি পরীক্ষার তারিখ: ২১ নভেম্বর ২০২৫ বেলা তিনটায়, আইআইটি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস
৩. ফলাফল প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৫
৪. ভর্তির সময়: ২৪ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর ২০২৫
৫. ওরিয়েন্টেশন ও ক্লাস শুরু: ৫ ডিসেম্বর ২০২৫
# বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইট
আরও পড়ুনজগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু ১৩ ডিসেম্বর২৯ অক্টোবর ২০২৫