আইপিএলে খেলার লোভে পড়ে প্রতারক চক্রের কাছে ২৪ লাখ রুপি খোয়ালেন তরুণ ক্রিকেটার
Published: 23rd, May 2025 GMT
আইপিএলের ফ্র্যাঞ্চাইজি দল রাজস্থান রয়্যালসের স্কোয়াডে সুযোগ পাইয়ে দেওয়ার লোভ দেখিয়েছিল সাইবার প্রতারক চক্র। সেই ফাঁদে পা দিয়ে ২৪ লাখ রুপি খুইয়েছেন কর্ণাটকের ১৯ বছর বয়সী রাজ্য পর্যায়ের এক ক্রিকেটার। গতকাল এই খবর জানিয়েছে কর্ণাটক পুলিশ।
আরও পড়ুন৪৩৭ রানের ম্যাচে সেঞ্চুরি করে নায়ক মার্শ১১ ঘণ্টা আগেকর্ণাটকের বেলাগাভি জেলার চিনচানি গ্রামের উঠতি ক্রিকেটার রাকেশ ইয়াদুরে গত বছর মে মাসে হায়দরাবাদে অনুষ্ঠিত এক টুর্নামেন্টে স্থানীয় নির্বাচকদের নজরে আসেন। এরপরই পেশাদার ক্রিকেটার হওয়ার আশা বেড়ে যায় রাকেশের।
পুলিশ জানিয়েছে, গত বছর ডিসেম্বরে রাকেশ ইনস্টাগ্রামে একটি বার্তা পান। সেই বার্তায় তাঁকে জানানো হয়, রাজস্থান রয়্যালসে খেলার জন্য তাঁকে নির্বাচন করা হয়েছে। বার্তা প্রেরকের পক্ষ থেকে বলা হয়, ২০০০ রুপির বিনিময়ের একটি নিবন্ধন ফরম পূরণ করতে হবে। বিশ্বাস করে বার্তা প্রেরকের কথামতো কাজ করেন রাকেশ। ব্যস সেই যে শুরু, এরপর গত বছরের ২২ ডিসেম্বর থেকে এ বছরের ১৯ এপ্রিল পর্যন্ত কয়েক দফায় রাকেশ মোট ২৩ লাখ ৫৩ হাজার রুপি দিয়েছেন বলে জানিয়েছে ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস।
প্রতারক চক্র খুব দ্রুত অর্থ তুলে নিয়েছে। ব্যাংক হিসাব খালি পড়ে আছে। প্রাথমিক সূত্র বলছে প্রতারক চক্রের অবস্থান রাজস্থান। আমরা সেখানে সাইবার দল মোতায়েন করছি। বেলাগাভির পুলিশ সুপার ভীমাশঙ্কর গুলেদপ্রতারক চক্র তাঁকে ৪০ হাজার থেকে ৮ লাখ রুপি ম্যাচ ফি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে নিজেদের কথামতো কাজ করিয়ে নিয়েছে।
আরও পড়ুন৪ রানে ১ উইকেট সাকিবের, দ্বিতীয় কোয়ালিফায়ারে লাহোর১১ ঘণ্টা আগেপ্রতিশ্রুতি সত্ত্বেও রাকেশ রাজস্থানের অফিশিয়াল কিট ব্যাগ, জার্সি কিংবা ফ্লাইটের টিকিট পাননি। নিজেদের দেওয়া প্রতিশ্রুতির কিছুই পূরণ না করে প্রতারক চক্র যখন রাকেশের কাছে আরও তিন লাখ রুপি দাবি করে, তখন তিনি বুঝতে পারেন প্রতারণার শিকার হয়েছেন। প্রতারক চক্র এরপরই যোগাযোগের সব প্ল্যাটফর্মে রাকেশকে ব্লক করে দেয়। একটি ফোন নম্বর থেকে এখনো কিছু বার্তা পান রাকেশ। তবে সেই নম্বরেও যোগাযোগ করতে পারেননি তিনি।
রাকেশ এরপর বেলাগাভি কেন্দ্রীয় পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করেন এবং এরপরই তদন্ত শুরু হয়। বেলাগাভির পুলিশ সুপার ভীমাশঙ্কর গুলেদ জানিয়েছেন, রাকেশের বাবা কর্ণাটক সড়ক পরিবহন করপোরেশনের নিরাপত্তাকর্মী। তিনি অনেক কষ্ট করে ছেলের হাতে প্রায় ২৪ লাখ রুপি তুলে দিয়েছেন।
ভীমাশঙ্কর বলেন, ‘প্রতারক চক্র খুব দ্রুত অর্থ তুলে নিয়েছে। ব্যাংক হিসাব খালি পড়ে আছে। প্রাথমিক সূত্র বলছে প্রতারক চক্রের অবস্থান রাজস্থান। আমরা সেখানে সাইবার দল মোতায়েন করছি।’
অর্থ ফিরে পাওয়ার অপেক্ষায় থাকা রাকেশ চান না তাঁর মতো এমন ভুল আর কেউ করুক, ‘আশা করি পুলিশ আমার অর্থ উদ্ধার করে দেবে। আমি যার ভেতর দিয়ে গিয়েছি, অন্য কারও তা হোক সেটা চাই না।’
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
কুয়েট শিক্ষক সমিতির আন্দোলন স্থগিত, ১৬০ দিন পর মঙ্গলবার শুরু হচ্ছে ক্লাস
১৬০ দিন পর আগামীকাল মঙ্গলবার খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) শুরু হচ্ছে ক্লাস। আজ সোমবার কুয়েট শিক্ষক সমিতির সাধারণ সভায় তিন সপ্তাহের জন্য আন্দোলন কর্মসূচি স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর দুপুরে নতুন উপাচার্য অধ্যাপক মো. মাকসুদ হেলালী একাডেমিক কার্যক্রম শুরুর নির্দেশনা দেন।
কুয়েট শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ফারুক হোসেন বলেন, ‘উপাচার্যের আশ্বাসে আন্দোলন কর্মসূচি তিন সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে। এখন একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম পুরোপুরি চালু করবেন উপাচার্য। আগামীকাল মঙ্গলবার ক্লাস শুরু হবে। প্রশাসনের পক্ষ থেকে আজ ক্লাস শুরুর নোটিশ দেওয়া হবে।’
দুপুরে উপাচার্য অধ্যাপক মো. মাকসুদ হেলালী সাংবাদিকদের বলেন, শিক্ষক ও শিক্ষার্থীরা একমত হয়েছেন যে ক্লাস ও তদন্ত কার্যক্রম একসঙ্গে চলবে। সে অনুযায়ী আগামীকাল মঙ্গলবার ক্লাস শুরুর নির্দেশনা দেওয়া হয়েছে।
এর আগে দুই দিন ধরে উপাচার্য বিভিন্ন পক্ষের সঙ্গে বৈঠক করেন। তিনি কুয়েট শিক্ষক সমিতি, অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, সাধারণ শিক্ষার্থী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তা এবং স্থানীয় লোকজনের সঙ্গে আলোচনায় বসেন।
গত ১৮ ফেব্রুয়ারি কুয়েটে ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিকে কেন্দ্র করে সংঘর্ষে শতাধিক ব্যক্তি আহত হন। ওই রাতেই তৎকালীন উপাচার্য ও কয়েকজন শিক্ষককে লাঞ্ছিত করার অভিযোগ ওঠে। এরপর শিক্ষার্থীদের লাগাতার আন্দোলনের মুখে ২৬ এপ্রিল উপাচার্য অধ্যাপক মুহাম্মদ মাছুদকে ও সহ-উপাচার্য অধ্যাপক শরিফুল আলমকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয় শিক্ষা মন্ত্রণালয়। পরবর্তী সময়ে শিক্ষক লাঞ্ছনার ঘটনার বিচার দাবিতে ৪ মে থেকে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বর্জনের ঘোষণা দেয় শিক্ষক সমিতি। এর পর থেকে কোনো শিক্ষকই আর ক্লাসে ফেরেননি।
এ অচলাবস্থার মধ্যে গত বৃহস্পতিবার কুয়েটের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পান বুয়েটের যন্ত্রকৌশল বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাকসুদ হেলালী। পরদিন শুক্রবার তিনি খুলনায় এসে উপাচার্যের দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব নেওয়ার পরপরই তিনি একাধিক বৈঠকে বসেন—শনিবার ডিনদের সঙ্গে, রোববার সকালে লেকচারার ও সহকারী অধ্যাপক এবং দুপুরে অধ্যাপক ও সহযোগী অধ্যাপকদের সঙ্গে। বিকেলে শিক্ষার্থীদের সঙ্গে, রাতে শিক্ষক সমিতির সঙ্গে মতবিনিময় করেন।
গত ২৬ এপ্রিল উপাচার্য ও সহ-উপাচার্যকে অপসারণের পর ১ মে চুয়েটের অধ্যাপক হজরত আলীকে অন্তর্বর্তীকালীন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। তবে শিক্ষক সমিতির বিরোধিতার মুখে তিনিও দায়িত্ব পালন করতে পারেননি এবং ২২ মে পদত্যাগ করেন। পরে ১০ জুন নতুন উপাচার্য নিয়োগের বিজ্ঞপ্তি দেয় সরকার। তারই ধারাবাহিকতায় গত সপ্তাহে অধ্যাপক হেলালীকে কুয়েটের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়।
আরও পড়ুনকুয়েটে অচলাবস্থা কাটছে, মঙ্গলবার থেকে শুরু হতে পারে ক্লাস২১ ঘণ্টা আগে