ডিয়েগো ম্যারাডোনার হাত ধরে দুবার সিরি আ শিরোপা জিতেছিল নাপোলি। এরপর তৃতীয় শিরোপা জেতার জন্য দলটিকে অপেক্ষা করতে হয়েছে ৩৩ বছর। অবশেষে ২০২২–২৩ মৌসুমে শেষ এসে লুসিয়ানো স্পালেত্তির অধীনে তৃতীয় শিরোপা জেতে নেপলসের ক্লাবটি।

তবে তৃতীয় শিরোপা জেতার পর চতুর্থ শিরোপার জন্য খুব বেশি সময় অপেক্ষা করতে হলো না নাপোলিকে। এক মৌসুম বিরতি দিয়ে এবার নাটকীয় এক মৌসুম শেষে আবারও লিগ জিতল ম্যারাডোনার স্মৃতিবিজড়িত ক্লাবটি।

ইতালির শীর্ষ লিগে মৌসুমের শুরু থেকেই নিরঙ্কুশ আধিপত্য ছিল না কারওই। প্রথম দিকে নাপোলি, আতালান্তা এবং ইন্টার মিলান নিজেদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা করেছে। এমনকি উড়ন্ত পারফরম্যান্সে লিগ জয়ের দৌড়ে এগিয়ে গিয়েছিল আতালান্তাই। কিন্তু মৌসুম যতই এগিয়েছে পথ হারিয়েছে আতালান্তা। একপর্যায়ে লড়াই সীমিত হয়ে পড়ে ইন্টার মিলান ও নাপোলির মধ্যে। দুই দলের মধ্যে পয়েন্টের ব্যবধানও ছিল সামান্য।

আরও পড়ুন৩৩ বছর পর নাপোলির ‘কথা রাখার’ উৎসব০৫ মে ২০২৩

গতকাল রাতে দুই দল যখন নিজেদের শেষ লিগ ম্যাচ খেলতে মাঠে নামে তখন তাদের মধ্যে পয়েন্টের ব্যবধান ছিল ১। অর্থাৎ শেষ ম্যাচে পয়েন্ট হারানোর কোনো সুযোগ ছিল কারওই। তবে নাপোলি জিতলেই চ্যাম্পিয়ন। সে ক্ষেত্রে টানা দ্বিতীয় শিরোপা জিততে না পারার আক্ষেপ নিয়েই মাঠ ছাড়তে হবে ইন্টারকে। কাল ম্যাচ শেষে হয়েছেও তাই।

ইন্টার কোমোর বিপক্ষে ম্যাচটি ২–০ গোলে জিতেছে ঠিকই কিন্তু জয় পেয়েছে নাপোলিও। নেপলসের ডিয়েগো ম্যারাডোনা স্টেডিয়ামে কালিয়ারির বিপক্ষে নাপোলিও জিতেছে ২–০ গোলে। এর ফলে শেষ পর্যন্ত শিরোপা উঠে তাদের হাতেই। ৩৮ ম্যাচের মৌসুম শেষে ৮২ পয়েন্ট নিয়ে শীর্ষে নাপোলি। সমান ম্যাচে ৮১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় হয়ে লিগ শেষ করল ইন্টার।

কোচ আন্তোনিও কন্তেকে নিয়ে এভাবেই উদ্‌যাপন করেছেন নাপোলির সমর্থকেরা.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ইন ট র

এছাড়াও পড়ুন:

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন ভবন থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তাঁর নাম মো. আরিফুল। শুক্রবার বেলা এগারোটার দিকে তিনি ভবন থেকে পড়ে যান বলে জানা গেছে।

বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রের কর্তব্যরত চিকিৎসক নিংতম বলেন, বেলা এগারোটার দিকে কয়েকজন ওই শ্রমিককে নিয়ে আসেন। অবস্থা গুরুতর দেখে তখনই তাঁকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়।

নির্মাণাধীন ভবনটির ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তা মোমিনুল করিম শুক্রবার রাতে প্রথম আলোকে বলেন, ভবনটির নির্মাণকাজ বর্তমানে বন্ধ রয়েছে। তবে কিছু শ্রমিক ওই ভবনে থাকেন। দুপুরের দিকে তিনি জানতে পারেন একজন শ্রমিক ভবন থেকে পড়ে গেছেন। তাঁকে এনাম মেডিকেলে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছিলো। সন্ধ্যাবেলায় তাঁকে জানানো হয় ওই শ্রমিক মারা গেছেন।

তবে এনাম মেডিকেলের ডিউটি ম্যানেজার সুলতান প্রথম আলোকে বলেন, জাহাঙ্গীরনগর থেকে একজন রোগীকে আনা হয়েছিল। উনি ছাদ থেকে পড়ে গেছেন বলে জানানো হয়। মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছানোর আগেই তিনি মারা যান।

শুক্রবার রাত পৌনে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক একেএম রাশিদুল আলম প্রথম আলোকে বলেন, ‘আমি আধা ঘণ্টা আগে খবর পেয়েছি। সঙ্গে সঙ্গে যোগাযোগ করেছি। এমন একটি ঘটনা আমাদের আগে জানানো হয়নি কেন, তা জিজ্ঞাসা করেছি। বিষয়টি প্রো-ভিসি (এডমিন) দেখছেন।’

সম্পর্কিত নিবন্ধ