মানিকগঞ্জ শহরে এক ব্যবসায়ীকে হাতকড়া পরিয়ে চোখ ও মুখ বেঁধে অপহরণের পর টাকা লুটের অভিযোগ উঠেছে। গতকাল রোববার রাতে সদর উপজেলা পরিষদের সামনে থেকে তাঁকে অপহরণ করা হয়।

ভুক্তভোগী ওই ব্যক্তির নাম জাফর আলী (৪৪)। মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় তাঁর মোবাইল ব্যাংকিং ও ফটোকপির দোকান আছে। তাঁর বাড়ি জেলা সদরের দীঘি গ্রামে।

ভুক্তভোগী ব্যবসায়ী ও স্থানীয় কয়েকজন বাসিন্দার সূত্রে জানা গেছে, গতকাল রাতে নিজ ব্যবসাপ্রতিষ্ঠান থেকে মোটরসাইকেলে বাড়ি যাচ্ছিলেন জাফর। এ সময় তাঁর সঙ্গে সম্রাট (১৭) নামের দোকানের একজন কর্মচারী ছিল। রাত পৌনে ১১টার দিকে সদর উপজেলা পরিষদ কমপ্লেক্সের সামনে দিয়ে মোটরসাইকেলে যাওয়ার সময় পাশ থেকে চার থেকে পাঁচজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি তাঁকে ডাক দেয়। মোটরসাইকেলটি থামালে তারা হাতকড়া পরিয়ে জাফরকে একটি গাড়িতে তোলে। এ সময় ওই কর্মচারীকেও গাড়িতে তোলা হয়। পরে ওই ব্যবসায়ীর হাত ও চোখ-মুখ বেঁধে ফেলা হয়। দিবাগত রাত পৌনে একটার দিকে গাজীপুরের কাশিমপুর থানার তেতুইবাড়ী এলাকায় তাঁদের ফেলে দিয়ে যায় অপহরণকারীরা।

আজ সোমবার বেলা ১১টার দিকে জাফর আলীর দোকানে গিয়ে তাঁকে পাওয়া যায়নি। মুঠোফোনে যোগাযোগ করা হলে জাফর বলেন, প্রায় ৮০ হাজার টাকাসহ দুটি মুঠোফোন নিয়ে নেয় অপহরণকারীরা। মুক্ত হওয়ার পর ঘটনাস্থলে গিয়েও তিনি মোটরসাইকেল পাননি। মোটরসাইকেল খোয়া যাওয়ার বিষয়ে তিনি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করবেন।

মামলা করবেন না কেন, জানতে চাইলে জাফর বলেন, অপহরণকারীরা তাঁকে ও তাঁর ব্যবসাপ্রতিষ্ঠান চেনে। মামলা করলে তারা (অপহরণকারীরা) ভবিষ্যতে ক্ষতি করবে বলে হুমকি দিয়েছে।

এ বিষয়ে অভিযোগ পাওয়ার পর খতিয়ে দেখার কথা জানিয়েছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: অপহরণক র র ব যবস য়

এছাড়াও পড়ুন:

পটিয়ায় ব্যবসায়ীকে অপহরণ, দুই ঘণ্টা পর উদ্ধার

চট্টগ্রামের পটিয়া পৌর সদরের মুন্সেফ বাজার এলাকার একটি দোকান থেকে নুরুল আবছার (২৭) নামের এক ব্যবসায়ীকে অস্ত্রের মুখে তুলে নিয়ে যায় একদল মুখোশধারী ব্যক্তি। আজ বুধবার সকাল সাতটায় তাঁকে তুলে নিয়ে যাওয়া হয়। পরে পুলিশের তৎপরতায় সকাল সাড়ে ৯টায় তিনি ছাড়া পান।

উদ্ধারের পর পটিয়া থানা প্রাঙ্গণে অপহরণের শিকার নুরুল আবছার প্রথম আলোকে বলেন, তিনি ব্যাংকে চাকরি করতেন। সম্প্রতি তাঁর চাকরি চলে যায়। এরপর পটিয়া পৌর সদরের মুন্সেফ বাজার এলাকার সাহিত্য বিশারদ সড়কে মুরগির দোকান দেন। প্রতিদিনের মতো আজ সকালে দোকান খোলেন তিনি। এ সময় তিন থেকে চারজন মুখোশধারী লোক ধারালো অস্ত্রের মুখে তাঁকে ধরে অটোরিকশায় উঠিয়ে নিয়ে যায়। তারা তাঁর পকেটে থাকা ৪০ হাজার টাকা নিয়ে নেয়। পরে আরও ৪ লাখ টাকা দাবি করে, পরে ১৭ লাখ এনে দিতে বলেন। তাঁকে চন্দ্র কালারপোল নামের নির্জন এলাকায় নিয়ে অপহরণকারীরা তাঁকে মারধরের পাশাপাশি ছুরিকাঘাতও করেন।

পটিয়া থানার পুলিশের উপপরিদর্শক (এসআই) প্রদীপ চন্দ্র দে প্রথম আলোকে বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত তাঁকে উদ্ধারের তৎপরতায় নামে। পরে চন্দ্র কালারপোল এলাকায় পুলিশ গেলে উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা পালিয়ে যায়।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নুরুজ্জামান জানান, ব্যবসায়ীকে অপহরণ করার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরে তাঁকে উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সম্পর্কিত নিবন্ধ

  • পটিয়ায় ব্যবসায়ীকে অপহরণ, দুই ঘণ্টা পর উদ্ধার