সিদ্ধিরগঞ্জে শিশু ধর্ষণ চেষ্টার মামলার আসামি গ্রেপ্তার
Published: 26th, May 2025 GMT
সিদ্ধিরগঞ্জে ৬ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার মামলার আসামি মাসুদ (৩৫) কে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব-১১।
সোমবার (২৬ মে) রাত আনুমানিক ২টায় রাজধানীর পল্লবী থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তথ্যটি নিশ্চিত করেছেন র্যাব-১১ অপস্ অফিসার মো. গোলাম মোর্শেদ।
গ্রেপ্তারকৃ মাসুদ কুমিল্লার লাকসাম থানার পাশাপুর গ্রামের মাওলানা আব্দুল মান্নানের ছেলে। সে বর্তমানে সিদ্ধিরগঞ্জ থানার পাইনাদি নতুন মহল্লায় বসবাস করত।
মামলার এজাহার সূত্রে জানা যায়, মামলার বাদিনী একটি গার্মেন্টসে চাকরি করেন। তার বড় ও ছোট দুই মেয়ে মহিলা মাদ্রাসার বোর্ডিংয়ে থেকে পড়ালেখা করত। সম্প্রতি বড় মেয়ে অসুস্থ হওয়ায় তিনি দুই মেয়েকে বাসায় নিয়ে আসেন।
গত ১৮ মে দুপুর অনুমান ৩টায় তিনি দুই মেয়েকে ভাড়া বাসায় রেখে গার্মেন্টসে চলে যান। ওই সময় তার ৬ বছর বয়সী ছোট মেয়েটি বাসার বাইরে খেলতে গেলে পাইনাদি নতুন মহল্লায় অবস্থিত মহিউদ্দিন আল মামুন এবং কামরুজ্জামান এর যৌথ মালিকানাধীন বিল্ডিংয়ের দারোয়ান মাসুদ (৩৫) শিশুটির মুখ চেপে ধরে তার গার্ডরুমে নিয়ে যায়।
সেখানে মাসুদের বিরুদ্ধে শিশুটির ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক প্যান্ট খুলে ধর্ষণের চেষ্টা করার অভিযোগ উঠেছে।
শিশুটির কান্নাকাটি শুরু করলে এবং মাকে সব বলে দেবে জানালে অভিযুক্ত মাসুদ শিশুটিকে গার্ডরুমে রেখেই পালিয়ে যায়। সুযোগ পেয়ে শিশুটি নিজেও গার্ডরুম থেকে বেরিয়ে আসে।
মা গার্মেন্টস থেকে বাসায় ফেরার পর মেয়েটি কান্না করে সব ঘটনা জানায়। পরবর্তীতে ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি ধর্ষণের চেষ্টা মামলা দায়ের করেন।
মামলাটি রুজু হওয়ার পর থেকেই মামলার একমাত্র এজাহারভুক্ত আসামি মাসুদকে গ্রেপ্তারের জন্য র্যাব-১১ ও র্যাব-৪ যৌথভাবে গোয়েন্দা নজরদারি ও তথ্য সংগ্রহ শুরু করে।
পরবর্তীতে র্যাবের এই যৌথ আভিযানিক দল নিজস্ব গোয়েন্দা নজরদারি ও তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ স দ ধ রগঞ জ
এছাড়াও পড়ুন:
৪৪তম বিসিএস: মনোনীত প্রার্থীদের তথ্য চেয়ে পুনরায় বিজ্ঞপ্তি প্রকাশ
৪৪তম বিসিএসে সাময়িকভাবে মনোনীত প্রার্থীদের তথ্য সংগ্রহের কাজ চলমান রয়েছে। আগের নির্দেশনার ধারাবাহিকতায় জানানো হয়েছে, গুগল ফরমে যাঁরা ইতিমধ্যে তথ্য দিয়েছেন, তাঁদের দাখিলকৃত তথ্য এই লিংকে দেখা যাবে। সংশ্লিষ্ট বিধিমালা এখনো চূড়ান্ত না হওয়ায় ফরমটি খোলা রয়েছে। যাঁরা এখনো তথ্য দেননি, বিশেষ করে ৪৪তম বিসিএসের ক্যাডার ও অপেক্ষমাণ তালিকায় থাকা বর্তমানে কর্মরতরা, তাঁদের দ্রুত ফরমটি পূরণ করার জন্য পুনরায় আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। বিধিমালা চূড়ান্ত হলে দাখিলকৃত তথ্যের ভিত্তিতেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
৪৪তম বিসিএসের চূড়ান্ত ফলাফলে উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে যাঁরা আগের বিসিএসে সুপারিশপ্রাপ্ত হয়ে ক্যাডার পদে কর্মরত তাঁদের তথ্য চেয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আজ মঙ্গলবার (২৯ জুলাই) পিএসসির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৪৪তম বিসিএস ক্যাডার পদে সাময়িকভাবে মনোনীত ১ হাজার ৬৯০ জন প্রার্থী প্রত্যেককে এবং নন-ক্যাডার পদের মনোনয়নের জন্য অপেক্ষমাণ ৮ হাজার ২৭২ জন প্রার্থীর মধ্যে যাঁরা বর্তমানে ক্যাডার সার্ভিসে কর্মরত আছেন, তাঁদের মধ্যে যাঁরা এখনো গুগল ফর্ম পূরণ করেননি, তাঁদের উল্লিখিত গুগল ফর্ম আবশ্যিকভাবে পূরণ করার জন্য পুনরায় অনুরোধ করা হলো। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক সংশোধিত বিধিমালা চূড়ান্ত হওয়া মাত্রই দাখিলকৃত তথ্যাদির ভিত্তিতে বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরও পড়ুনসরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের ৩৪০০০ শূন্য পদ পূরণে উদ্যোগ২ ঘণ্টা আগেউল্লেখ্য, ৪৪তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয় গত ৩০ জুন। প্রকাশিত ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে, ১ হাজার ৬৯০ জনের মধ্যে প্রায় ৪০০ প্রার্থী একাধিকবার বিসিএস পরীক্ষায় অংশ নিয়ে একই ক্যাডারে পুনরায় সুপারিশপ্রাপ্ত হয়েছেন (রিপিট ক্যাডার)। এই ৪০০ জনের তালিকা পেয়েছে পিএসসি। এই রিপিট ক্যাডার বন্ধে বিধি সংশোধন করা হচ্ছে। এ-সংক্রান্ত চিঠি জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠিয়েছে পিএসসি।
আরও পড়ুনবস্ত্র অধিদপ্তরে বড় নিয়োগ, চাকরির সুযোগ ১৯০ জনের৯ ঘণ্টা আগে