সিদ্ধিরগঞ্জে ৬ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার মামলার আসামি মাসুদ (৩৫) কে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১।

সোমবার (২৬ মে) রাত আনুমানিক ২টায় রাজধানীর পল্লবী থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তথ্যটি নিশ্চিত করেছেন র‌্যাব-১১ অপস্ অফিসার মো. গোলাম মোর্শেদ।

 গ্রেপ্তারকৃ মাসুদ কুমিল্লার লাকসাম থানার পাশাপুর গ্রামের মাওলানা আব্দুল মান্নানের ছেলে। সে বর্তমানে সিদ্ধিরগঞ্জ থানার পাইনাদি নতুন মহল্লায় বসবাস করত।

মামলার এজাহার সূত্রে জানা যায়, মামলার বাদিনী একটি গার্মেন্টসে চাকরি করেন। তার বড় ও ছোট দুই মেয়ে মহিলা মাদ্রাসার বোর্ডিংয়ে থেকে পড়ালেখা করত। সম্প্রতি বড় মেয়ে অসুস্থ হওয়ায় তিনি দুই মেয়েকে বাসায় নিয়ে আসেন।

গত ১৮ মে দুপুর অনুমান ৩টায় তিনি দুই মেয়েকে ভাড়া বাসায় রেখে গার্মেন্টসে চলে যান। ওই সময় তার ৬ বছর বয়সী ছোট মেয়েটি বাসার বাইরে খেলতে গেলে পাইনাদি নতুন মহল্লায় অবস্থিত মহিউদ্দিন আল মামুন এবং কামরুজ্জামান এর যৌথ মালিকানাধীন বিল্ডিংয়ের দারোয়ান মাসুদ (৩৫) শিশুটির মুখ চেপে ধরে তার গার্ডরুমে নিয়ে যায়।

সেখানে মাসুদের বিরুদ্ধে শিশুটির ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক প্যান্ট খুলে ধর্ষণের চেষ্টা করার অভিযোগ উঠেছে।

 শিশুটির কান্নাকাটি শুরু করলে এবং মাকে সব বলে দেবে জানালে অভিযুক্ত মাসুদ শিশুটিকে গার্ডরুমে রেখেই পালিয়ে যায়। সুযোগ পেয়ে শিশুটি নিজেও গার্ডরুম থেকে বেরিয়ে আসে।

মা গার্মেন্টস থেকে বাসায় ফেরার পর মেয়েটি কান্না করে সব ঘটনা জানায়। পরবর্তীতে ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি ধর্ষণের চেষ্টা মামলা দায়ের করেন।

 মামলাটি রুজু হওয়ার পর থেকেই মামলার একমাত্র এজাহারভুক্ত আসামি মাসুদকে গ্রেপ্তারের জন্য র‌্যাব-১১ ও  র‌্যাব-৪ যৌথভাবে গোয়েন্দা নজরদারি ও তথ্য সংগ্রহ শুরু করে।

পরবর্তীতে র‌্যাবের এই যৌথ আভিযানিক দল নিজস্ব গোয়েন্দা নজরদারি ও তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ স দ ধ রগঞ জ

এছাড়াও পড়ুন:

উয়েফার বিরুদ্ধে ক্ষতিপূরণের মামলা করবে রিয়াল মাদ্রিদ

ইউরোপীয় ফুটবল সংস্থা উয়েফার বিরুদ্ধে ক্ষতিপূরণ দাবি করে মামলা করতে যাচ্ছে রিয়াল মাদ্রিদ। দাবিকৃত ক্ষতিপূরণের অঙ্ক হতে পারে ৪৫০ কোটি ইউরো, যা বাংলাদেশি মুদ্রায় ৬৩ হাজার কোটি টাকার বেশি। ইউরোপিয়ান সুপার লিগ নিয়ে স্পেনের একটি আদালতের সর্বশেষ রায়ের পর এমন অবস্থান নিয়েছে রিয়াল।

সুপার লিগের পরিকল্পনা আটকে দিয়ে উয়েফা ইউরোপীয় প্রতিযোগিতা আইন ভঙ্গ করেছে বলে এর আগে যে রায় দেওয়া হয়েছিল, সেই রায়ের বিরুদ্ধে করা উয়েফার আপিল বুধবার মাদ্রিদের প্রাদেশিক আদালত খারিজ করে দেন। একই আদালত স্প্যানিশ লিগ লা লিগা এবং স্প্যানিশ ফুটবল ফেডারেশনের আপিলও খারিজ করেন।

২০২৩ সালের ডিসেম্বরে ইউরোপীয় ইউনিয়নের আদালত সিজেইউ রায় দিয়েছিল, ২০২১ সালে উয়েফা ও ফিফা যে নিয়মগুলো প্রস্তাবিত সুপার লিগ ঠেকাতে ব্যবহার করেছিল, তা ইউরোপীয় আইনের পরিপন্থী। সেই রায় আপিলের পরও বহাল থাকায় রিয়াল মাদ্রিদ এক বিবৃতিতে বলেছে, তারা এই রায়ে ‘আনন্দিত’, কারণ এটি ‘ক্লাবের উল্লেখযোগ্য ক্ষতির ক্ষতিপূরণ দাবি করার পথ খুলে দিয়েছে।’

আপিল খারিজের পর বিবৃতি দিয়েছে উয়েফাও। ইউরোপীয় ফুটবল সংস্থাটি বলেছে, সর্বশেষ এই রায় ‘২০২১ সালে ঘোষিত এবং ইতিমধ্যে পরিত্যক্ত ‘সুপার লিগ’ প্রকল্পকে বৈধতা দেয় না। একই সঙ্গে এটি উয়েফার ২০২২ সালে গৃহীত ও ২০২৪ সালে হালনাগাদ করা বর্তমান অনুমোদন-নিয়মকেও খর্ব করে না, যেগুলো এখনো কার্যকর রয়েছে।’

আদালতের রায় বিস্তারিত পর্যালোচনার পর পরবর্তী পদক্ষেপ সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া হবে জানিয়েছে উয়েফা। আর লা লিগা জানিয়েছে, তারা আদালতের নতুন রায়কে সম্মান জানালেও এর গুরুত্বকে খাটো করে দেখছে। লিগ কর্তৃপক্ষের বক্তব্য, ‘এই সিদ্ধান্ত কোনো নির্দিষ্ট প্রতিযোগিতা কাঠামো অনুমোদন বা সমর্থন করে না, আর ২০২১ সালে ঘোষিত প্রাথমিক প্রকল্প সম্পর্কেও কিছু বলে না, যা পরবর্তীতে আয়োজকেরা পরিবর্তন করেছে।’

২০২১ সালের এপ্রিলে স্পেন, ইতালি ও ইংল্যান্ডের ১২টি ক্লাবের অংশগ্রহণে চালু হওয়ার ৪৮ ঘণ্টার মধ্যেই সুপার লিগ প্রকল্প ভেস্তে যায়। প্রথমে ইংলিশ ক্লাবগুলো, পরে ধীরে ধীরে ইতালি ও স্পেনের ক্লাবগুলো সুপার লিগ থেকে সরে আসে। তবে রিয়াল মাদ্রিদ এবং আয়োজক কর্তৃপক্ষ এ২২ স্পোর্টস ম্যানেজমেন্ট এ নিয়ে উয়েফার সঙ্গে আলোচনা ও আইনি লড়াই চালিয়ে যায়।

মাদ্রিদভিত্তিক দৈনিক এএস জানিয়েছে, রিয়াল মাদ্রিদ ও সুপার লিগের আয়োজক সংস্থা এ২২-এর আইনজীবীরা ইতিমধ্যেই উয়েফার বিরুদ্ধে ক্ষতিপূরণের দাবি প্রস্তুত করছেন। এই পত্রিকার সূত্রমতে, ক্ষতিপূরণের পরিমাণ দাঁড়াতে পারে প্রায় ৪,৫০০ মিলিয়ন ইউরো,  যা আর্থিক ক্ষতি, সম্ভাব্য লাভ হারানো এবং ভাবমূর্তিতে নেতিবাচক প্রভাব হিসেবে যোগ করা হচ্ছে।

সম্পর্কিত নিবন্ধ

  • নোবিপ্রবিসাসের বর্ষসেরা সাংবাদিক রাইজিংবিডি ডটকমের শফিউল্লাহ
  • এবারও কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নেই বাংলাদেশ
  • ১০০ কোটির সম্পদ, স্বামীর প্রতারণা, ৪৭ বছর বয়সেই মারা যান এই নায়িকা
  • তানজানিয়ায় ‘সহিংস’ প্রেসিডেন্ট নির্বাচনে ৯৮ শতাংশ ভোট পেয়ে জয়ী সামিয়া
  • গাজায় ব্যাংক খুলেছে, নেই নগদ অর্থ
  • শিল্পের আয়নায় অতীতের ছবি
  • সনদ বাস্তবায়নে আবারো কমিশনের সভা আয়োজনের দাবি
  • জুলাই সনদ বাস্তবায়ন সুপারিশ ঐক্যকে চ্যালেঞ্জের মধ্যে ফেলেছে: রাষ্ট্র সংস্কার
  • উয়েফার বিরুদ্ধে ক্ষতিপূরণের মামলা করবে রিয়াল মাদ্রিদ
  • ফতুল্লায় ইজিবাইক চালক মমিনুলকে পিটিয়ে হত্যা, মূলহোতা গ্রেপ্তার