পুঁজিবাজারে ইলেকট্রনিক সিকিউরিটিজ ট্রেডিং, বিতরণ, হস্তান্তর এবং সেটেলমেন্ট প্রক্রিয়ার কাজে নিয়োজিত প্রতিষ্ঠান সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডকে (সিডিবিএল) স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত করার দা‌বি জা‌নি‌য়ে‌ছে পুঁজিবাজারের স্টক ব্রোকারদের সংগঠন ডিএসই ব্রোকার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)।

প্রতিষ্ঠানটিকে স্টক এক্সচেঞ্জে তা‌লিকাভু‌ক্তির জন‌্য প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী পুঁজিবাজার উন্নয়ন কমিটির চেয়ারম্যান ড.

আনিসুজ্জামান চৌধুরীর হস্তক্ষেপ চেয়েছে সংগঠন‌টি।

মঙ্গলবার (২৭ মে) সংঠ‌নের সাধারণ সম্পাদক দিদারুল গ‌নি স্বাক্ষ‌রিত সংবাদ বিজ্ঞ‌প্তি‌তে এই তথ‌্য জানা‌নো হ‌য়ে‌ছে।

আরো পড়ুন:

টানা ৩ কার্যদিবসে পুঁজিবাজারে পতন, বেড়েছে লেনদেন

বিডি সার্ভিসেসের ৯ মাসে লোকসান বেড়েছে ৩৪ শতাংশ

‌ডি‌বিএ জা‌নি‌য়ে‌ছে, সোমবার (২৬ মে) ডিবিএর পক্ষ থেকে প্রেসিডেন্ট সাইফুল ইসলাম স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি ড. আনিসুজ্জামান চৌধুরী বরাবর তার কার্যালয়ে দাখিল করা হয়। একই চিঠির কপি যথাক্রমে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান ও ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যানকে প্রদান করা হয়।

চিঠিতে ডিবিএর পক্ষ থেকে বলা হয়ে‌ছে, সিডিবিএল ২০ আগষ্ট ২০০০ সালে প্রতিষ্ঠিত হয়। এটি এশিয়ান উন্নয়ন ব্যাংকের (এডিবি) কারিগরি সহায়তায় এবং জাতীয়করণকৃত বাণিজ্যিক ব্যাংকসমূহ (এনসিবি), ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি), বেসরকারি বাণিজ্যিক ব্যাংকসমূহ (পিসিবি) বিদেশি ব্যাংক, মার্চেন্ট ব্যাংক, পাবলিকলি লিস্টেড কোম্পানি, বীমা কোম্পানি, ঢাকা স্টক এক্সচেঞ্জ ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের অর্থায়নে গঠিত হয়। তাই স্পন্সর শেয়ারহোল্ডার হিসেবে এই প্রতিষ্ঠানগুলো সিডিবিএলর মালিকানায় রয়েছে।

সিডিবিএল গঠনের প্রাথমিক উদ্দেশ্য ছিল, প্রথমত: পেপার সিস্টেম থেকে ইলেকট্রনিক সিস্টেমে রূপান্তরিত করে বাংলাদেশের সিকিউরিটিজ মার্কেটকে আধুনিকীকরণ এবং সুবিন্যস্ত করে এর দক্ষতা বৃদ্ধি, ঝুঁকি হ্রাস এবং বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধি করা। দ্বিতীয়ত: কোনপ্রকার মুনাফালোভী উদ্দেশ্য ও মনোভাব ব্যতিরেকে স্টেকহোল্ডারদের সুবিধার জন্য কাজ করা এবং তৃতীয়ত: সিডিবিএলকে স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত করে বৃহত্তর জনসাধারণের অংশগ্রহণকে উৎসাহিত করা।

ডিবিএ আরো জানায়, প্রতিষ্ঠার ২৫ বছর পার হয়ে গেলেও সিডিবিএল এখন পর্যন্ত স্টক এক্সচেঞ্জের অতালিকাভুক্ত কোম্পানি হিসেবে তার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এটি তার প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য ও প্রত্যাশা থেকে বিচ্যুৎ। যদিও সিডিবিএল-এর আয়ের একটি উল্লেখযোগ্য অংশ আসে ইস্যুয়ার কোম্পানি, স্টক ব্রোকার, স্টক ডিলার, কাস্টোডিয়ান, বিনিয়োগকারীসহ পুঁজিবাজার সংশ্লিষ্ট অন্যান্য অংশীজনদের কাছ থেকে।

এমতাবস্থায়, সিডিবিএল যাতে তার প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য বাস্তবায়ন করে পুঁজিবাজারের উন্নয়নে আরো কার্যকর অবদান রাখতে পারে এবং পুঁজিবাজারের অংশীজনদের কাছ থেকে প্রাপ্ত মুনাফার অংশ ভাগ করে নিতে পারে, সে জন্যে অবিলম্বে স্টক এক্সচেঞ্জে এর তালিকাভুক্তি নিশ্চিত করতে ড. আনিসুজ্জামান চৌধুরীর নেতৃত্বে গঠিত পুঁজিবাজার উন্নয়ন কমিটি, বিএসইসি ও ডিএসই’র হস্তক্ষেপ ও নির্দেশনা চেয়েছে ডিবিএ।

ঢাকা/এনটি/এসবি

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর স ড ব এল

এছাড়াও পড়ুন:

কমোডিটি এক্সচেঞ্জ চালুর শেষ ধাপ পেরোল সিএসই

দেশের প্রথম কমোডিটি এক্সচেঞ্জ চালুর শেষ ধাপ পার হলো চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ বা সিএসই। আজ মঙ্গলবার সংস্থাটির কমোডিটি এক্সচেঞ্জ চালুসংক্রান্ত বিধিবিধান অনুমোদন করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বিএসইসি বলছে, বিধিবিধান অনুমোদনের ফলে এখন সিএসই কমোডিটি এক্সচেঞ্জ চালু করতে পারবে।

বিএসইসির আজ মঙ্গলবারের কমিশন সভায় কমোডিটি এক্সচেঞ্জ বিধিমালা অনুমোদনের এই সিদ্ধান্ত হয়েছে। সভা শেষে বিএসইসির এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিএসইসি জানিয়েছে, বিধিবিধান অনুমোদনের ফলে দেশের পুঁজিবাজারে কমোডিটি ডেরিভেটিভ পণ্য লেনদেন শুরু হবে বলে আশা করা যায়, যা পুঁজিবাজারে বৈচিত্র্য আনতে সহায়তা করবে। কমোডিটি মার্কেট চালুর মাধ্যমে দেশের পুঁজিবাজার ডেরিভেটিভ পণ্যের যুগে প্রবেশ করতে যাচ্ছে, যা বাজারের জন্য অনন্য মাইলফলক হবে।

এর আগে ২০২০ সালের মার্চে দেশের প্রথম কমোডিটি এক্সচেঞ্জ হিসেবে বিএসইসির কাছ থেকে নিবন্ধন সনদ পেয়েছিল সিএসই। বিএসইসির তৎকালীন চেয়ারম্যান শিবলী রুবাইয়াত উল ইসলাম আনুষ্ঠানিকভাবে সিএসইকে ওই সনদ তুলে দেন। দেশের দুই স্টক এক্সচেঞ্জের মধ্যে কমোডিটি এক্সচেঞ্জ চালুর প্রথম উদ্যোগ নেয় সিএসই। সে অনুযায়ী ২০২১ সালের অক্টোবরে সিএসইকে কমোডিটি এক্সচেঞ্জ প্রতিষ্ঠার বিষয়ে শর্ত সাপেক্ষে প্রাথমিক সম্মতি জ্ঞাপন করে বিএসইসি। প্রাথমিক সম্মতি পাওয়ার প্রায় আড়াই বছর পর কমোডিটি এক্সচেঞ্জের সনদ পায় সিএসই। আর সেই সনদ পাওয়ার প্রায় এক বছরের মাথায় এসে কমোডিটি এক্সচেঞ্জ পরিচালনা–সংক্রান্ত বিধিবিধান অনুমোদন করেছে বিএসইসি।

কমোডিটি এক্সচেঞ্জ হচ্ছে এমন একটি ব্যবস্থা, যেখানে বিভিন্ন ধরনের পণ্য কেনাবেচার সুযোগ থাকবে। তবে সেসব পণ্য সরাসরি নয়, কাগুজে বা ইলেকট্রনিক পদ্ধতিতে কেনাবেচা হবে। আর মূল পণ্যটি থাকবে কোনো গুদামে বা মাঠে। সেখান থেকে একটি নির্দিষ্ট সময় পর এটির চূড়ান্ত নিষ্পত্তি বা হস্তান্তর হবে।

বাংলাদেশে প্রথমবারের মতো কমোডিটি এক্সচেঞ্জ চালু করতে সিএসইর সঙ্গে পরামর্শক হিসেবে কাজ করেছে ভারতের মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ (এমসিএক্স)। সিএসই সূত্রে জানা যায়, নতুন কমোডিটি এক্সচেঞ্জ চালু করতে সব মিলিয়ে প্রায় ৩০০ কোটি টাকার মতো বিনিয়োগ করবে সংস্থাটি। সিএসইর সহযোগী প্রতিষ্ঠান হিসেবে কমোডিটি এক্সচেঞ্জের কার্যক্রম পরিচালিত হবে।

দেশে কমোডিটি এক্সচেঞ্জ প্রতিষ্ঠার জন্য ২০০৭ সালে সরকারের পক্ষ থেকে সম্ভাব্যতা যাচাইয়ের উদ্যোগ নেওয়া হয়। তবে পরবর্তী সময়ে সরকারের এ উদ্যোগ গতি হারায়। ২০১৭ সালের আগস্টে কমোডিটি এক্সচেঞ্জ প্রতিষ্ঠার আগ্রহ প্রকাশ করে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগে চিঠি দেয় সিএসই। মন্ত্রণালয় থেকে পরে তা বিএসইসিতে পাঠানো হয়। আর ২০২০ সালে বিএসইসির নেতৃত্ব বদলের পর কমোডিটি এক্সচেঞ্জ চালুর বিষয়ে আবারও কার্যক্রম শুরু হয়, যা এখন কার্যকর হলো।

সম্পর্কিত নিবন্ধ

  • ৩০ শতাংশ শেয়ার ধারণে ব্যর্থ কোম্পানিতে বসবে স্বতন্ত্র পরিচালক
  • বিও ফি ১৫০ টাকা করা সিদ্ধান্ত বিএসইসির
  • কমোডিটি এক্সচেঞ্জ চালুর শেষ ধাপ পেরোল সিএসই
  • সিএসইতে কমোডিটি ডেরিভেটিভস মার্কেট চালুর অনুমতি