ধানমন্ডিতে দেবে গেছে রাস্তা, বিকেল থেকে যান চলাচল বন্ধ
Published: 27th, May 2025 GMT
রাজধানীর ব্যস্ততম এলাকা ধানমন্ডিতে একটি সড়ক দেবে বড় গর্তের সৃষ্টি হয়েছে। এতে ওই সড়ক হয়ে আজ মঙ্গলবার বিকেল চারটা থেকে যান চলাচল বন্ধ হয়ে গেছে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সংশ্লিষ্ট বিভাগের প্রকৌশলীরা প্রথম আলোকে জানিয়েছেন, ধানমন্ডির শংকরে পদচারী-সেতুর ১৫ মিটার দক্ষিণ দিকে ৬৮ নম্বর বাড়ির সামনের সড়কটি দেবে গর্ত হয়ে গেছে। তাঁদের ধারণা, সম্প্রতি ডিপিডিসি মাটির নিচ দিয়ে বিদ্যুতের কাজ করার সময় ঠিকভাবে মেরামত করেনি। এ জন্য হঠাৎ রাস্তা দেবে গেছে।
সিটি করপোরেশনের কর্মকর্তাদের ধারণা, যে জায়গায় গর্ত হয়ে গেছে সেখানে ঢাকা ওয়াসার পানি সরবরাহের লাইনটি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখান দিয়ে অনবরত পানি বের হচ্ছে। রাস্তা ঠিক করতে হলে পানির সংযোগ আগে মেরামত করতে হবে। এ জন্য ওয়াসার কর্মকর্তারাও সেখানে গেছেন।
ঢাকা দক্ষিণ সিটির অঞ্চল–১–এর নির্বাহী প্রকৌশলী সাইফুল ইসলাম জয় আজ রাত ১০টার দিকে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, সড়কের যে পাশে গর্ত হয়েছে সেই পাশ হয়ে যান চলাচল বন্ধ রয়েছে। অন্য পাশ দিয়ে যান চলাচল করছে।
এটি মেরামত করতে কত সময় লাগবে, এমন প্রশ্নের জবাবে এই প্রকৌশলী বলেন, আগে ভেতরের পানির সংযোগ পথ ঠিক করতে হবে। এটি ঠিক করতে ওয়াসার লোকজন ইতিমধ্যে ঘটনাস্থলে এসেছেন। এরপর তাঁরা সড়ক মেরামত করবেন। সড়ক ঠিক করতে যেসব সামগ্রী লাগবে তার সবই তাঁরা সেখানে নিয়ে এসেছেন। যত দ্রুত সম্ভব তাঁরা সড়ক সচল করার চেষ্টা করছেন।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ঠ ক করত
এছাড়াও পড়ুন:
খুবিতে ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন ৪ শিক্ষক
গবেষণা ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ‘ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড ২০২৪’ পেয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের চারজন শিক্ষক।
বুধবার (২৮ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গবেষণাগারের সম্মেলন কক্ষে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে তাদের এ সম্মাননা তুলে দেওয়া হয়।
অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষকরা হলেন, গণিত ডিসিপ্লিনের অধ্যাপক মো. হায়দার আলী বিশ্বাস, ফিশারিজ অ্যান্ড মেরিন রিসোর্স টেকনোলজি ডিসিপ্লিনের অধ্যাপক অলোকেশ কুমার ঘোষ, অর্থনীতি ডিসিপ্লিনের অধ্যাপক মো. নাসিফ আহসান এবং হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট ডিসিপ্লিনের প্রভাষক ইমতিয়াজ মাশরুর। তারা চারটি পৃথক স্কুলের হয়ে গবেষণায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।
আরো পড়ুন:
মানুষ যতটুকু চেষ্টা করবে ততটুকুই সে অর্জন করবে: ইবি উপাচার্য
গোবিপ্রবিতে প্রথমবারের মতো উপাচার্য সম্মাননা পেলেন শিক্ষার্থীরা
শিক্ষকদের গবেষণায় সফলতা এবং স্বীকৃতি উদযাপন করতে উপস্থিত হয়েছিলেন বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, গবেষক ও পুরস্কারপ্রাপ্ত শিক্ষকদের পরিবারের সদস্যরা। অনুষ্ঠানটি বিশ্ববিদ্যালয়ের গবেষণা সংস্কৃতিতে নতুন মাত্রা যোগ করেছে বলে মত দিয়েছেন সংশ্লিষ্টরা।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কারপ্রাপ্ত শিক্ষকদের হাতে ৫০ হাজার টাকার চেক, সনদপত্র ও সম্মানসূচক মেডেল তুলে দেন।
এ সময় তিনি বলেন, “খুলনা বিশ্ববিদ্যালয়ে গবেষণায় অগ্রগতি ও মানোন্নয়ন নিশ্চিতে এই পুরস্কার একটি দৃষ্টান্ত হয়ে থাকবে। শিক্ষকদের গবেষণায় উৎসাহিত করাই আমাদের প্রধান লক্ষ্য।”
রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টারের পরিচালক অধ্যাপক ড. কাজী মোহাম্মদ দিদারুল ইসলামের সভাপতিত্বে ও রিসার্চ অফিসার সাজ্জাদ হোসেন তুহিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মো. হারুনর রশীদ খান।
পুরস্কারপ্রাপ্ত শিক্ষকরা নিজেদের বক্তব্যে গবেষণা-সংক্রান্ত অভিজ্ঞতা তুলে ধরেন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের স্বীকৃতি গবেষণায় আরো মনোনিবেশ করতে উৎসাহিত করবে বলে জানান তারা।
ঢাকা/হাসিবুল/মেহেদী