৪৭তম বিসিএস পরীক্ষা: বিষয়ভিত্তিক মডেল টেস্ট–৫
Published: 28th, May 2025 GMT
৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার প্রস্তুতির জন্য বিষয়ভিত্তিক মডেল টেস্টের আয়োজন করেছে প্রথম আলো। নিয়মিত আয়োজনের আজ পঞ্চম পর্বে সাধারণ বিজ্ঞান বিষয়ের ওপর মডেল টেস্ট প্রকাশ করা হলো। মডেল টেস্ট তৈরি করেছেন ৪৩তম বিসিএসে শিক্ষা ক্যাডারে নিয়োগ পাওয়া আবু তালেব সুরাগ।
১. চোখের হ্রস্ব দৃষ্টির ত্রুটি দূর করতে কী ব্যবহৃত হয়?
ক.
খ. উত্তল লেন্স
গ. অবতল লেন্স
ঘ. সমতল লেন্স
২. দুই কেজি বস্তুর ভর চাঁদ ও পৃথিবীতে কোথায় বেশি?
ক. চাঁদে বেশি
খ. সমান
গ. পৃথিবীতে বেশি
ঘ. কোথাও ভর নেই
৩. সময় নির্ণায়ক যন্ত্র কোনটি?
ক. অডিওমিটার
খ. ক্রনোমিটার
গ. পাইরোমিটার
ঘ. ক্রাইমোমিটার
৪. নিচের কোন মৌলটিকে চুম্বকে পরিণত করা যায়?
ক. Ni
খ. Zn
গ. Au
ঘ. Cu
৫. মৌলিক বল কয়টি?
ক. ২
খ. ৪
গ. ৫
ঘ. ৩
৬. কোন পদার্থের ঘনত্ব সবচেয়ে বেশি?
ক. পানি
খ. পারদ
গ. কাচ
ঘ. লোহা
৭. টিউবলাইটে কোন গ্যাস ব্যবহার করা হয়?
ক. আর্গন
খ. সোডিয়াম
গ. নাইট্রোজেন
ঘ. হাইড্রোজেন
৮. প্রাকৃতিক পলিমার হচ্ছে—
ক. রাবার
খ. পলিথিন
গ. নাইলন
ঘ. টেফলন
৯. তেল বা চর্বি কী?
ক. অ্যালডিহাইড
খ. এস্টার
গ. অ্যালকোহল
ঘ. সায়ানাইড
১০. কোনটি অ্যারোমেটিক যৌগ?
ক. ইথিলিন অক্সাইড
খ. গ্যামাক্সিন
গ. ফিউরান
ঘ. কার্বনিক অ্যাসিড
১১. কোনটি জারক?
ক. হাইড্রোজেন সালফাইড
খ. সালফিউরিক অ্যাসিড
গ. সালফার ডাই–অক্সাইড
ঘ. ক্যালসিয়াম
১২. পত্ররন্ধ্রবিষয়ক সর্বাধুনিক মতবাদ হলো—
ক. সায়্যেরির মতবাদ
খ. ভন মলের মতবাদ
গ. স্টার্চ-শুগার মতবাদ
ঘ. প্রোটন প্রবাহ মতবাদ
১৩. বহুল আলোচিত ‘সান্ডা’ কোন শ্রেণির প্রাণী?
ক. স্তন্যপায়ী
খ. উভচর
গ. সরীসৃপ
ঘ. পক্ষী
১৪. উদ্ভিদের অত্যাবশ্যকীয় মাইক্রো পুষ্টি উপাদান—
ক. মলিবডেনাম
খ. ফসফরাস
গ. ক্যালসিয়াম
ঘ. অক্সিজেন
১৫. পালংশাক একটি—
ক. বড় দিনের উদ্ভিদ
খ. ছোট দিনের উদ্ভিদ
গ. নিরপেক্ষ দিনের
ঘ. কোনোটিই নয়
১৬. গোলাপ কোনজাতীয় উদ্ভিদ?
ক. গুল্ম
খ. বীরুৎ
গ. উপগুল্ম
ঘ. বৃক্ষ
১৭. জীববিজ্ঞানের যে শাখায় জীবাশ্ম নিয়ে আলোচনা করে, তাকে কী বলে?
ক. Fossilogy
খ. Paleobotany
গ. Anthropology
ঘ. Evolution
১৮. শিশুর জন্মের এক মাসের মধ্যে কোন টিকা দিতে হয়?
ক. DPT
খ. OPV
গ. TT
ঘ. DT
১৯. সাইক্লোন সৃষ্টির জন্য কমপক্ষে কত তাপ দরকার/?
ক. ২১
খ. ২৩
গ. ২৪
ঘ. ২৭
২০. AC–কে DC–তে রূপান্তর করে—
ক. রেকটিফায়ার
খ. ট্রান্সফরমার
গ. তড়িৎ মোটর
ঘ. জেনারেটর
১. গ। ২. খ। ৩. খ। ৪. ক। ৫. খ। ৬. খ। ৭. ক। ৮. ক। ৯. খ। ১০.
গ। ১১. খ। ১২. ঘ। ১৩. গ। ১৪. ক। ১৫. ক। ১৬. ক। ১৭. খ। ১৮. খ। ১৯. ঘ। ২০. ক।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: মতব দ
এছাড়াও পড়ুন:
৪৭তম বিসিএস প্রিলি পরীক্ষার্থীদের জন্য পিএসসির যত নির্দেশনা
আগামী শুক্রবার (১৯ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হতে যাচ্ছে ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা। আজ মঙ্গলবার বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইটে পরীক্ষার আসনব্যবস্থা, সময়সূচি ও শিক্ষার্থীদের জন্য নানা নির্দেশনা প্রকাশ করা হয়েছে।
পিএসসি জানিয়েছে, ৪৭তম বিসিএসে অংশ নিতে মোট ৩ লাখ ৭৪ হাজার ৭৪৭ জন চাকরিপ্রার্থী আবেদন করেছেন। ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, ৪৭তম বিসিএসে মোট শূন্য ক্যাডার পদের সংখ্যা ৩ হাজার ৪৮৭। আর নন-ক্যাডার পদের সংখ্যা ২০১। এই বিসিএস থেকে মোট ৩ হাজার ৬৮৮ জনকে (ক্যাডার ও নন–ক্যাডার মিলিয়ে) নিয়োগ দেওয়া হবে। এই বিসিএসে কিছু নতুন পদ যুক্ত হয়েছে।
সময়সূচি ও কেন্দ্র১৯ সেপ্টেম্বর ২০২৫, সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলে পরীক্ষা। পরীক্ষাকেন্দ্র ৮টি। ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ।
আরও পড়ুনইউনিমেট-শাবানা মাহমুদ-দেখার হাওর-বেন গুরিয়ান বিমানবন্দর-কী, জেনে নিন১১ সেপ্টেম্বর ২০২৫পরীক্ষার্থীদের করণীয়১। পরীক্ষার্থীদের অবশ্যই সকাল ৯টা ৩০ মিনিটের মধ্যে পরীক্ষার হলে প্রবেশ করতে হবে। ৯টা ৩০ মিনিটের পর কোনো পরীক্ষার্থী হলে প্রবেশ করতে পারবেন না। পরীক্ষার্থীদের হলের নাম ও কক্ষ নম্বর আগেই মেসেজের মাধ্যমে তাঁদের মুঠোফোন নম্বরে প্রেরণ করা হবে।
২। সকাল ৯টা ৩০ থেকে ৯টা ৫৫ মিনিটের মধ্যে পরীক্ষার্থীদের মধ্যে উত্তরপত্র বিতরণ করা হবে। উত্তরপত্রের ৪টি সেট থাকবে, যেমন সেট # ১, ২, ৩ ও ৪। সকাল ১০টায় পরীক্ষার্থীদের মধ্যে প্রশ্নপত্র বিতরণ করা হবে।
আরও পড়ুন১২ দিনের ছুটিতে যাচ্ছে সরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলো১৪ সেপ্টেম্বর ২০২৫৩। পরীক্ষাকেন্দ্রে বইপুস্তক, সব ধরনের ঘড়ি, মুঠোফোন, ক্যালকুলেটর, সব ধরনের ইলেকট্রনিক ডিভাইস, ব্যাংক কার্ড/ক্রেডিট কার্ডসদৃশ কোনো ডিভাইস, গহনা ও ব্যাগ আনা সম্পূর্ণ নিষিদ্ধ। বর্ণিত নিষিদ্ধ সামগ্রীসহ কোনো পরীক্ষার্থী পরীক্ষার হলে প্রবেশ করতে পারবেন না।
৪। পরীক্ষার সময় পরীক্ষার্থীরা কানের ওপর কোনো আবরণ রাখবেন না, কান খোলা রাখতে হবে। কানে কোনো ধরনের হিয়ারিং এইড ব্যবহারের প্রয়োজন হলে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শপত্রসহ কমিশনের অনুমোদন গ্রহণ করতে হবে।
৫। পরীক্ষায় মোট ২০০টি এমসিকিউ টাইপ প্রশ্ন থাকবে। পরীক্ষার্থী প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য ১ নম্বর পাবেন, তবে ভুল উত্তর দিলে প্রতিটি ভুল উত্তরের জন্য মোট প্রাপ্ত নম্বর থেকে ০.৫০ নম্বর করে কাটা হবে।
আরও পড়ুন৪৭ তম বিসিএস প্রিলিমিনারি: শেষ মুহূর্তে আত্মবিশ্বাসই আসল প্রস্তুতি১৪ সেপ্টেম্বর ২০২৫৬। প্রতিবন্ধী পরীক্ষার্থীর আবেদনের পরিপ্রেক্ষিতে কমিশন থেকে শ্রুতলেখক নিয়োগের ব্যবস্থা করা হয়েছে। কমিশনের মনোনীত শ্রুতলেখক ছাড়া অন্য কেউ শ্রুতলেখক হিসেবে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না। দৃষ্টিপ্রতিবন্ধী প্রার্থীদের জন্য শ্রুতলেখকদের ক্ষেত্রে প্রতি ঘণ্টার পরীক্ষার জন্য ১০ মিনিট অতিরিক্ত সময় দেওয়া হবে এবং অন্যান্য প্রতিবন্ধীদের ক্ষেত্রে প্রতি ঘণ্টার পরীক্ষার জন্য ৫ মিনিট অতিরিক্ত সময় দেওয়া হবে।
পরীক্ষাকেন্দ্র ও নির্দেশনা সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন।
আরও পড়ুন৪৩তম বিসিএসের প্রশাসনে প্রথম শানিরুলকে ভাইভায় যেসব প্রশ্ন করা হয়েছিল ২৯ মে ২০২৪