৪৭তম বিসিএস পরীক্ষা: বিষয়ভিত্তিক মডেল টেস্ট–৫
Published: 28th, May 2025 GMT
৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার প্রস্তুতির জন্য বিষয়ভিত্তিক মডেল টেস্টের আয়োজন করেছে প্রথম আলো। নিয়মিত আয়োজনের আজ পঞ্চম পর্বে সাধারণ বিজ্ঞান বিষয়ের ওপর মডেল টেস্ট প্রকাশ করা হলো। মডেল টেস্ট তৈরি করেছেন ৪৩তম বিসিএসে শিক্ষা ক্যাডারে নিয়োগ পাওয়া আবু তালেব সুরাগ।
১. চোখের হ্রস্ব দৃষ্টির ত্রুটি দূর করতে কী ব্যবহৃত হয়?
ক.
খ. উত্তল লেন্স
গ. অবতল লেন্স
ঘ. সমতল লেন্স
২. দুই কেজি বস্তুর ভর চাঁদ ও পৃথিবীতে কোথায় বেশি?
ক. চাঁদে বেশি
খ. সমান
গ. পৃথিবীতে বেশি
ঘ. কোথাও ভর নেই
৩. সময় নির্ণায়ক যন্ত্র কোনটি?
ক. অডিওমিটার
খ. ক্রনোমিটার
গ. পাইরোমিটার
ঘ. ক্রাইমোমিটার
৪. নিচের কোন মৌলটিকে চুম্বকে পরিণত করা যায়?
ক. Ni
খ. Zn
গ. Au
ঘ. Cu
৫. মৌলিক বল কয়টি?
ক. ২
খ. ৪
গ. ৫
ঘ. ৩
৬. কোন পদার্থের ঘনত্ব সবচেয়ে বেশি?
ক. পানি
খ. পারদ
গ. কাচ
ঘ. লোহা
৭. টিউবলাইটে কোন গ্যাস ব্যবহার করা হয়?
ক. আর্গন
খ. সোডিয়াম
গ. নাইট্রোজেন
ঘ. হাইড্রোজেন
৮. প্রাকৃতিক পলিমার হচ্ছে—
ক. রাবার
খ. পলিথিন
গ. নাইলন
ঘ. টেফলন
৯. তেল বা চর্বি কী?
ক. অ্যালডিহাইড
খ. এস্টার
গ. অ্যালকোহল
ঘ. সায়ানাইড
১০. কোনটি অ্যারোমেটিক যৌগ?
ক. ইথিলিন অক্সাইড
খ. গ্যামাক্সিন
গ. ফিউরান
ঘ. কার্বনিক অ্যাসিড
১১. কোনটি জারক?
ক. হাইড্রোজেন সালফাইড
খ. সালফিউরিক অ্যাসিড
গ. সালফার ডাই–অক্সাইড
ঘ. ক্যালসিয়াম
১২. পত্ররন্ধ্রবিষয়ক সর্বাধুনিক মতবাদ হলো—
ক. সায়্যেরির মতবাদ
খ. ভন মলের মতবাদ
গ. স্টার্চ-শুগার মতবাদ
ঘ. প্রোটন প্রবাহ মতবাদ
১৩. বহুল আলোচিত ‘সান্ডা’ কোন শ্রেণির প্রাণী?
ক. স্তন্যপায়ী
খ. উভচর
গ. সরীসৃপ
ঘ. পক্ষী
১৪. উদ্ভিদের অত্যাবশ্যকীয় মাইক্রো পুষ্টি উপাদান—
ক. মলিবডেনাম
খ. ফসফরাস
গ. ক্যালসিয়াম
ঘ. অক্সিজেন
১৫. পালংশাক একটি—
ক. বড় দিনের উদ্ভিদ
খ. ছোট দিনের উদ্ভিদ
গ. নিরপেক্ষ দিনের
ঘ. কোনোটিই নয়
১৬. গোলাপ কোনজাতীয় উদ্ভিদ?
ক. গুল্ম
খ. বীরুৎ
গ. উপগুল্ম
ঘ. বৃক্ষ
১৭. জীববিজ্ঞানের যে শাখায় জীবাশ্ম নিয়ে আলোচনা করে, তাকে কী বলে?
ক. Fossilogy
খ. Paleobotany
গ. Anthropology
ঘ. Evolution
১৮. শিশুর জন্মের এক মাসের মধ্যে কোন টিকা দিতে হয়?
ক. DPT
খ. OPV
গ. TT
ঘ. DT
১৯. সাইক্লোন সৃষ্টির জন্য কমপক্ষে কত তাপ দরকার/?
ক. ২১
খ. ২৩
গ. ২৪
ঘ. ২৭
২০. AC–কে DC–তে রূপান্তর করে—
ক. রেকটিফায়ার
খ. ট্রান্সফরমার
গ. তড়িৎ মোটর
ঘ. জেনারেটর
১. গ। ২. খ। ৩. খ। ৪. ক। ৫. খ। ৬. খ। ৭. ক। ৮. ক। ৯. খ। ১০.
গ। ১১. খ। ১২. ঘ। ১৩. গ। ১৪. ক। ১৫. ক। ১৬. ক। ১৭. খ। ১৮. খ। ১৯. ঘ। ২০. ক।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: মতব দ
এছাড়াও পড়ুন:
৪৭তম বিসিএস পরীক্ষা: বিষয়ভিত্তিক মডেল টেস্ট–৪
৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার প্রস্তুতির জন্য বিষয়ভিত্তিক মডেল টেস্টের আয়োজন করেছে প্রথম আলো। নিয়মিত আয়োজনের আজ চতুর্থ পর্বে ইংরেজি ভাষা বিষয়ের ওপর মডেল টেস্ট প্রকাশ করা হলো। মডেল টেস্ট তৈরি করেছেন ৪৩তম বিসিএসে শিক্ষা ক্যাডারে নিয়োগ পাওয়া আবু তালেব সুরাগ।
আরও পড়ুন৪৭তম বিসিএস পরীক্ষা: বিষয়ভিত্তিক মডেল টেস্ট–২১২ মে ২০২৫১. Which of the following is the correct spelling?
ক. Transperancy
খ. Transparency
গ. Transperency
ঘ. Transparancy
২. Our supervisor refused our request ___ work early.
ক. leave
খ. left
গ. for leaving
ঘ. to leave
৩.The chinese ___ chinese.
ক. speaks
খ. speak
গ. spoke
ঘ. is spoken
৪. Our local chairman is a bad egg. What does the ‘a bad egg' in the sentence means?
ক. Experienced person
খ. Unreliable person
গ. Trustworthy person
ঘ. Very miser person
৫. ‘They had had a problem' is the example of ___
ক. Present perfect tense
খ. Future perfect tense
গ. Past perfect tense
ঘ. Present perfect continuous tense
৬. Many ___ student has failed in BCS preliminary examination.
ক. an
খ. a
গ. the
ঘ. No article
৭.When is he coming back to our party? Here ‘back’ is___
ক. Noun
খ. Adverb
গ. Preposition
ঘ. Adjectives
৮. Mithila sings as her sister taught her; underlined clause is___?????
ক. Adverbial clause
খ. Noun clause
গ. Adjective clause
ঘ. Prepositional clause
৯. Mr Turag read the book ___ his brother recommended.
ক. whose
খ. what
গ. whom
ঘ. that
১০. Which one of the following is the example of feminine gender?
ক. Drake
খ. Doe
গ. Gander
ঘ. Stag
১১. Collective noun?
ক. Soldier
খ. Pen
গ. Cattle
ঘ. River
১২. Audience is the example of___
ক. Abstract noun
খ. Collective noun
গ. Proper noun
ঘ. None
১৩. Several is the example of___
ক. Reciprocal pronoun
খ. Distributive pronoun
গ. Demonstrative pronoun
ঘ. Indefinite pronoun
১৪. In Europe, The burning fire kept them warm on tough cold nights. Underlined word is___?????????????????
ক. Gerund
খ. Participle
গ. Verbal noun
ঘ. None
১৫. Phrasal verb ‘Hang up' is best suited with___
ক. Friends
খ. Telephone
গ. Calender
ঘ. Punishment
১৬. Find out the Gerund___
ক. The running water is cold
খ. Education is enlightening
গ. She enjoys reading books
ঘ. The winning team gets a prize bond.
১৭. Synonym of ‘jeopardy’?
ক. Peril
খ. Happiness
গ. Prosperity
ঘ. Relax
১৮.A person avoiding physical comforts and living in a simple life called
ক. Ascetic
খ. Hedonist
গ. Optimistic
ঘ. Naive
১৯.___ it was raining, they went for a walk.
ক. Although
খ. Because
গ. Since
ঘ. So
২০. Has anyone seen my photos?
Make it passive___
ক. Has my photos been seen?
খ. Have my photos been seen?
গ. Have my photos be seen?
ঘ. Has my photos seen?
মডেল টেস্ট ৪–এর উত্তর
১.খ। ২.ঘ। ৩.খ। ৪.খ। ৫.গ। ৬.খ। ৭.খ। ৮.ক। ৯.ঘ। ১০.খ।
১১.গ। ১২.খ। ১৩.ঘ। ১৪.খ। ১৫.খ। ১৬.গ। ১৭.ক। ১৮.ক। ১৯.ক। ২০.খ।