ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) থেকে ভবঘুরে উচ্ছেদে সহযোগিতার আশ্বাস দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) ও মেট্রোরেল কর্তৃপক্ষ।

বুধবার (২৮ মে) ঢাবিতে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে আয়োজিত সভায় এ পারস্পারিক সহযোগিতার ভিত্তিতে ভবঘুরে উচ্ছেদে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সভায় ঢাবি মেট্রোরেল স্টেশনের নিচ থেকে হকার, রিকশা ও ভ্রাম্যমাণ দোকান উচ্ছেদে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার কথা জানিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ। মেট্রোরেল কর্তৃপক্ষের এই কাজে ঢাবির প্রক্টরিয়াল টিম ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) সহযোগিতা করবে বলেও জানানো হয়েছে।

আরো পড়ুন:

‘তপন বিহারী’ বৃত্তি পাচ্ছেন নোবিপ্রবির শিক্ষার্থীরা 

যবিপ্রবিতে এয়ারটেলের কনসার্টে অবাধে মাদক সেবনের অভিযোগ

সভায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকার মেট্রোরেল স্টেশনের নিচে রিকশা, হকার, ভ্রাম্যমাণ দোকান এবং ভবঘুরে লোকজনের অবস্থান থেকে উদ্ভূত যানজট ও নিরাপত্তা ঝুঁকির বিষয়টি গুরুত্ব সহকারে আলোচনা করা হয়। এ ধরনের বহিরাগতদের কারণে অপ্রীতিকর ঘটনা ও বিশ্ববিদ্যালয় এলাকায় পরিবেশ বিনষ্ট হওয়ার আশঙ্কা প্রকাশ করা হয়।

সিদ্ধান্ত অনুযায়ী, মেট্রোরেলের আওতাধীন ডিভাইডার এলাকায় বসবাসরত ভবঘুরে লোকজনকে সরাতেও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে মেট্রোরেল কর্তৃপক্ষ ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন।

এছাড়া, স্টেশনের নিচে পর্যাপ্ত আলো নিশ্চিত করতে সেখানে বাতি স্থাপন ও নিরাপত্তা জোরদারে সিসি ক্যামেরা লাগানো হবে বলে মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদের সভাপতিত্বে সভায় সহকারী প্রক্টরবৃন্দ, এস্টেট ম্যানেজার, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি), ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এবং মেট্রোরেল কর্তৃপক্ষের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ঢাবি প্রশাসন সংশ্লিষ্ট সব পক্ষের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে এবং বিশ্ববিদ্যালয়ে নিরাপদ ও পরিচ্ছন্ন রাখতে সবার সহযোগিতা কামনা করেছে।

ঢাকা/সৌরভ/মেহেদী

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ড এসস স সহয গ ত ভবঘ র

এছাড়াও পড়ুন:

সন্ধ্যার পর সোহরাওয়ার্দী উদ্যানে শিক্ষার্থী প্রবেশে নিরুৎসাহিত করবে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ

সন্ধ্যা সাতটার পর সোহরাওয়ার্দী উদ্যানে শিক্ষার্থীদের প্রবেশে নিরুৎসাহিত করবে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ জন্য সচেতনতামূলক প্রচারণা কার্যক্রম গ্রহণ করা হবে। পাশাপাশি উদ্যানের ভেতরে নিরাপত্তা নিশ্চিতে প্রহরী বাড়ানো, সিসিটিভির আওতা বাড়ানো এবং ক্যাম্পাস–সংলগ্ন উদ্যানের ফটকগুলো রাত আটটার পর বন্ধ রাখার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আজ বৃহস্পতিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন সদস্যদের এক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দীন আহমদ সভায় সভাপতিত্ব করেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (রাজনৈতিক) জিয়াউদ্দিন আহমেদ, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপপুলিশ কমিশনার মো. মাসুদ আলম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মো. বজলুর রহমান, বাংলাদেশ আনসার ও ভিডিপির প্রতিনিধি ফেরদৌস আহাম্মদ এবং শাহবাগ থানার ওসি মো. খালিদ মনসুর সভায় উপস্থিত ছিলেন।

আরও পড়ুনসোহরাওয়ার্দী উদ্যানে দিনদুপুরে কী চলেছে ১৫ মে ২০২৫

সভায় আরও কিছু সিদ্ধান্ত গৃহীত হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। সিদ্ধান্তগুলো হলো:

ঢাকা বিশ্ববিদ্যালয়–সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশের সব ফটক রাত আটটার পর বন্ধ রাখার ব্যবস্থা করা। রমনা কালীমন্দিরে প্রবেশের ক্ষেত্রে মন্দিরের নিজস্ব বিকল্প ফটকের ব্যবস্থা করা। পুরো সোহরাওয়ার্দী উদ্যানকে সিসিটিভি ক্যামেরার আওতায় আনা এবং সোহরাওয়ার্দী উদ্যানের ৭টি প্রবেশপথে দুজন করে তিন পালায় ৪২ জন সশস্ত্র নিরাপত্তা প্রহরী মোতায়েন করার সিদ্ধান্ত নেওয়া হয়।

আরও পড়ুনমাদকের ‘অভয়ারণ্য’ সোহরাওয়ার্দী উদ্যান, দিনে বিক্রি হতো ৪০ কেজি গাঁজা২৭ মে ২০২৫

সম্পর্কিত নিবন্ধ