যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প তাঁর ছেলেকে ঘিরে অনলাইন–দুনিয়ায় ছড়িয়ে পড়া একটি ষড়যন্ত্র তত্ত্ব খারিজ করে দিয়েছেন। ওই তত্ত্বে বলা হচ্ছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও মেলানিয়ার ছেলে ব্যারন ট্রাম্প হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন করে প্রত্যাখ্যাত হয়েছেন। তবে গতকাল মঙ্গলবার মেলানিয়ার মুখপাত্র এই দাবিকে ‘সম্পূর্ণ মিথ্যা’ বলে উল্লেখ করেছেন।

মেলানিয়ার যোগাযোগবিষয়ক পরিচালক নিকোলাস ক্লেমেন্স বলেন, ‘ব্যারন হার্ভার্ডে আবেদন করেননি। তিনি নিজে কিংবা তাঁর হয়ে কারও আবেদন করার দাবিও পুরোপুরি মিথ্যা।’

১৯ বছর বয়সী ব্যারনের বিশ্ববিদ্যালয়ে ভর্তির বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক জল্পনাকল্পনা চলছিল। বিশেষ করে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়কে নিয়ে তাঁর বাবা ডোনাল্ড ট্রাম্পের বারবার আক্রমণাত্মক বক্তব্য দেওয়া এবং আইভি লিগভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর তহবিল বাতিল নিয়ে চলমান উত্তেজনার মধ্যে এ গুঞ্জন তৈরি হয়।

গতকাল মঙ্গলবার ট্রাম্প হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের আরও ১০ কোটি ডলার অনুদান বাতিল করেছেন। প্রেসিডেন্ট হওয়ার পর থেকে ট্রাম্প এ পর্যন্ত ৩০০ কোটি ডলারেরও বেশি মূল্যের অনুদান ও সরকারি চুক্তি বাতিল করেছেন।

এই তহবিল বাতিল এবং ম্যাসাচুসেটসের ক্যামব্রিজে অবস্থিত হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে বিদেশি শিক্ষার্থীদের বের করে দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে একাধিক আইনি চ্যালেঞ্জ নেওয়া হয়েছে।

১৯ বছর বয়সী ব্যারনের বিশ্ববিদ্যালয়ে ভর্তির বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক জল্পনাকল্পনা চলছিল। বিশেষ করে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়কে নিয়ে তাঁর বাবা ডোনাল্ড ট্রাম্পের বারবার আক্রমণাত্মক বক্তব্য দেওয়া এবং আইভি লিগ ভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর তহবিল বাতিল নিয়ে চলমান উত্তেজনার মধ্যে এ গুঞ্জন তৈরি হয়।

ব্যারন ট্রাম্প চলতি মাসের শুরুতে নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ে তাঁর প্রথম বর্ষের পড়া শেষ করেছেন। এর আগে তিনি ২০২৪ সালে ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে অবস্থিত অক্সব্রিজ একাডেমি থেকে পড়াশোনা শেষ করেন।

গত মার্চে ফক্স নিউজের লরা ইনগ্রাহামের সঙ্গে এক সাক্ষাৎকারে ট্রাম্পের কাছে জানতে চাওয়া হয়েছিল, ব্যারন রাজনীতি নাকি ব্যবসা—কোনটিতে ভালো করবেন। জবাবে ট্রাম্প বলেন, ‘ওর প্রযুক্তিতে অসাধারণ দক্ষতা আছে। ব্যারন খুবই বুদ্ধিমান ছেলে।’

এর আগে নিউইয়র্ক পোস্টকে ট্রাম্প বলেছিলেন, একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান ব্যারনকে ভর্তি হওয়ার প্রস্তাব দিয়েছে। তবে তিনি সেসব প্রতিষ্ঠানের নাম প্রকাশ করেননি।

মেলানিয়া ট্রাম্পের দপ্তর থেকে বলা হচ্ছে, ব্যারন হার্ভার্ডে আবেদনই করেননি।

ব্যারন ট্রাম্প.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: কর ছ ন শ ষ কর ব য রন

এছাড়াও পড়ুন:

আবার ‘লাস্ট মিনিট শো’, জন্মদিনের রাতে স্লটকে জয় উপহার ফন ডাইকের

লিভারপুল ৩–২ আতলেতিকো মাদ্রিদ

জন্মদিনের রাতে এর চেয়ে ভালো উপহার আর কী হতে পারে!

রেফারি শেষ বাঁশি বাজাতেই মাঠে ঢুকে পড়লেন আর্নে স্লট। লিভারপুলের সমর্থকেরা তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে থাকলেন, দল জেতায় অভিনন্দনও জানালেন। মুখে চওড়া হাসি নিয়ে হাত নেড়ে স্লট সেই অভিবাদনের জবাব দিলেন।   

ভার্জিল ফন ডাইকের সঙ্গে আলিঙ্গনের সময় স্লটকে একটু বেশিই খুশি মনে হলো। কারণ, লিভারপুল অধিনায়ক ফন ডাইক ত্রাতার ভূমিকায় আবির্ভূত না হলে তাঁর বিশেষ রাতটা যে অনেকটাই পানসে হয়ে যেত!

২০২৫–২৬ মৌসুমে শেষ মুহূর্তে জয়সূচক গোল করাকে অভ্যাস বানিয়ে ফেলেছে লিভারপুল। যেটিকে বলা হচ্ছে লাস্ট মিনিট শো, কয়েকটি সংবাদমাধ্যম নাম দিয়েছে স্লট টাইম।

এবার সেই শো–এর নায়ক ফন ডাইক। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে তাঁর হেডারেই আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ড্রয়ের পথে থাকা ম্যাচটা ৩–২ গোলে জিতে চ্যাম্পিয়নস লিগে শুভসূচনা করল লিভারপুল।

এ নিয়ে এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা পাঁচ ম্যাচ জিতল লিভারপুল। সবকটি ম্যাচে অলরেডরা জয়সূচক গোল করল ৮০ মিনিটের পর; এর তিনটিই যোগ করা সময়ে।

সম্পর্কিত নিবন্ধ