ছেলে ব্যারনকে ভর্তি করায়নি বলেই কি হার্ভার্ডের ওপর এমন ক্ষিপ্ত ডোনাল্ড ট্রাম্প
Published: 28th, May 2025 GMT
যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প তাঁর ছেলেকে ঘিরে অনলাইন–দুনিয়ায় ছড়িয়ে পড়া একটি ষড়যন্ত্র তত্ত্ব খারিজ করে দিয়েছেন। ওই তত্ত্বে বলা হচ্ছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও মেলানিয়ার ছেলে ব্যারন ট্রাম্প হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন করে প্রত্যাখ্যাত হয়েছেন। তবে গতকাল মঙ্গলবার মেলানিয়ার মুখপাত্র এই দাবিকে ‘সম্পূর্ণ মিথ্যা’ বলে উল্লেখ করেছেন।
মেলানিয়ার যোগাযোগবিষয়ক পরিচালক নিকোলাস ক্লেমেন্স বলেন, ‘ব্যারন হার্ভার্ডে আবেদন করেননি। তিনি নিজে কিংবা তাঁর হয়ে কারও আবেদন করার দাবিও পুরোপুরি মিথ্যা।’
১৯ বছর বয়সী ব্যারনের বিশ্ববিদ্যালয়ে ভর্তির বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক জল্পনাকল্পনা চলছিল। বিশেষ করে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়কে নিয়ে তাঁর বাবা ডোনাল্ড ট্রাম্পের বারবার আক্রমণাত্মক বক্তব্য দেওয়া এবং আইভি লিগভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর তহবিল বাতিল নিয়ে চলমান উত্তেজনার মধ্যে এ গুঞ্জন তৈরি হয়।
গতকাল মঙ্গলবার ট্রাম্প হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের আরও ১০ কোটি ডলার অনুদান বাতিল করেছেন। প্রেসিডেন্ট হওয়ার পর থেকে ট্রাম্প এ পর্যন্ত ৩০০ কোটি ডলারেরও বেশি মূল্যের অনুদান ও সরকারি চুক্তি বাতিল করেছেন।
এই তহবিল বাতিল এবং ম্যাসাচুসেটসের ক্যামব্রিজে অবস্থিত হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে বিদেশি শিক্ষার্থীদের বের করে দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে একাধিক আইনি চ্যালেঞ্জ নেওয়া হয়েছে।
১৯ বছর বয়সী ব্যারনের বিশ্ববিদ্যালয়ে ভর্তির বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক জল্পনাকল্পনা চলছিল। বিশেষ করে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়কে নিয়ে তাঁর বাবা ডোনাল্ড ট্রাম্পের বারবার আক্রমণাত্মক বক্তব্য দেওয়া এবং আইভি লিগ ভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর তহবিল বাতিল নিয়ে চলমান উত্তেজনার মধ্যে এ গুঞ্জন তৈরি হয়।ব্যারন ট্রাম্প চলতি মাসের শুরুতে নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ে তাঁর প্রথম বর্ষের পড়া শেষ করেছেন। এর আগে তিনি ২০২৪ সালে ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে অবস্থিত অক্সব্রিজ একাডেমি থেকে পড়াশোনা শেষ করেন।
গত মার্চে ফক্স নিউজের লরা ইনগ্রাহামের সঙ্গে এক সাক্ষাৎকারে ট্রাম্পের কাছে জানতে চাওয়া হয়েছিল, ব্যারন রাজনীতি নাকি ব্যবসা—কোনটিতে ভালো করবেন। জবাবে ট্রাম্প বলেন, ‘ওর প্রযুক্তিতে অসাধারণ দক্ষতা আছে। ব্যারন খুবই বুদ্ধিমান ছেলে।’
এর আগে নিউইয়র্ক পোস্টকে ট্রাম্প বলেছিলেন, একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান ব্যারনকে ভর্তি হওয়ার প্রস্তাব দিয়েছে। তবে তিনি সেসব প্রতিষ্ঠানের নাম প্রকাশ করেননি।
মেলানিয়া ট্রাম্পের দপ্তর থেকে বলা হচ্ছে, ব্যারন হার্ভার্ডে আবেদনই করেননি।
ব্যারন ট্রাম্প.উৎস: Prothomalo
কীওয়ার্ড: কর ছ ন শ ষ কর ব য রন
এছাড়াও পড়ুন:
উপদেষ্টা আসিফের সমর্থকদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া
কুমিল্লার মুরাদনগর স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সমর্থকদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় আসিফ মাহমুদের পক্ষের ১০ থেকে ১৫ জন সমর্থক আহত হয়েছেন। তাদের মধ্যে একজন ইউপি সদস্য রয়েছেন।
বুধবার (৩০ জুলাই) বিকেলে উপজেলা সদরের আল্লাহ চত্বরে ঘটনাটি ঘটে।
এলাকাবাসী জানান, বুধবার বিকেলে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী সদরের আল্লাহ চত্বরে উপদেষ্টা আসিফ মাহমুদের সমর্থকরা বিক্ষোভ মিছিল নিয়ে জড়ো হন। সমাবেশ লক্ষ্য করে পার্শ্ববর্তী জেলা পরিষদের মার্কেট থেকে কয়েকটি ইট, পাটকেল নিক্ষেপ করা হয়। এরপর দুই পক্ষের মধ্যে ধাওয়া ও পাল্টা ধাওয়া শুরু হয়। এসময় উপদেষ্টা আসিফ মাহমুদের ১০ থেকে ১৫ জন সমর্থক আহত হন, তাদের মধ্যে একজন ইউপি সদস্যও রয়েছেন।
আরো পড়ুন:
কুষ্টিয়া প্রেস ক্লাবে বিএনপির অভিযোগ বক্স, যা পাওয়া গেল
সরকারের একটি অংশ অপকৌশলের আশ্রয় নিচ্ছে: তারেক রহমান
মিছিল নিয়ে আসা নাগরিক সমাজের আহ্বায়ক মিনাজুল হক বলেন, “উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিএনপির লোকজন আমাদের ওপর হামলা চালিয়েছে। মিছিল নিয়ে আসার পর শত শত ইটপাটকেল ছুড়ে আমাদের ধাওয়া দিতে থাকে। আমাদের অনেক সমর্থক আহত হন।”
হামলার অভিযোগ অস্বীকার করেছেন বিএনপি নেতাকর্মীরা। বিএনপির মুরাদনগর উপজেলার আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জন বলেন, “তারা হামলা করার পর আমাদের ছেলেরা প্রতিরোধ করেছে।”
কুমিল্লার মুরাদনগর থানার তদন্ত কর্মকর্তা আমিন কাদের খান জানান, আজ মুরাদনগর সদরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ চলছিল। এ সময় পাশে অবস্থান করা কিছু লোক বিনা উসকানিতে তাদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এরপরে দুইপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাজ করে।
ঢাকা/রুবেল/মাসুদ