যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প তাঁর ছেলেকে ঘিরে অনলাইন–দুনিয়ায় ছড়িয়ে পড়া একটি ষড়যন্ত্র তত্ত্ব খারিজ করে দিয়েছেন। ওই তত্ত্বে বলা হচ্ছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও মেলানিয়ার ছেলে ব্যারন ট্রাম্প হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন করে প্রত্যাখ্যাত হয়েছেন। তবে গতকাল মঙ্গলবার মেলানিয়ার মুখপাত্র এই দাবিকে ‘সম্পূর্ণ মিথ্যা’ বলে উল্লেখ করেছেন।

মেলানিয়ার যোগাযোগবিষয়ক পরিচালক নিকোলাস ক্লেমেন্স বলেন, ‘ব্যারন হার্ভার্ডে আবেদন করেননি। তিনি নিজে কিংবা তাঁর হয়ে কারও আবেদন করার দাবিও পুরোপুরি মিথ্যা।’

১৯ বছর বয়সী ব্যারনের বিশ্ববিদ্যালয়ে ভর্তির বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক জল্পনাকল্পনা চলছিল। বিশেষ করে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়কে নিয়ে তাঁর বাবা ডোনাল্ড ট্রাম্পের বারবার আক্রমণাত্মক বক্তব্য দেওয়া এবং আইভি লিগভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর তহবিল বাতিল নিয়ে চলমান উত্তেজনার মধ্যে এ গুঞ্জন তৈরি হয়।

গতকাল মঙ্গলবার ট্রাম্প হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের আরও ১০ কোটি ডলার অনুদান বাতিল করেছেন। প্রেসিডেন্ট হওয়ার পর থেকে ট্রাম্প এ পর্যন্ত ৩০০ কোটি ডলারেরও বেশি মূল্যের অনুদান ও সরকারি চুক্তি বাতিল করেছেন।

এই তহবিল বাতিল এবং ম্যাসাচুসেটসের ক্যামব্রিজে অবস্থিত হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে বিদেশি শিক্ষার্থীদের বের করে দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে একাধিক আইনি চ্যালেঞ্জ নেওয়া হয়েছে।

১৯ বছর বয়সী ব্যারনের বিশ্ববিদ্যালয়ে ভর্তির বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক জল্পনাকল্পনা চলছিল। বিশেষ করে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়কে নিয়ে তাঁর বাবা ডোনাল্ড ট্রাম্পের বারবার আক্রমণাত্মক বক্তব্য দেওয়া এবং আইভি লিগ ভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর তহবিল বাতিল নিয়ে চলমান উত্তেজনার মধ্যে এ গুঞ্জন তৈরি হয়।

ব্যারন ট্রাম্প চলতি মাসের শুরুতে নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ে তাঁর প্রথম বর্ষের পড়া শেষ করেছেন। এর আগে তিনি ২০২৪ সালে ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে অবস্থিত অক্সব্রিজ একাডেমি থেকে পড়াশোনা শেষ করেন।

গত মার্চে ফক্স নিউজের লরা ইনগ্রাহামের সঙ্গে এক সাক্ষাৎকারে ট্রাম্পের কাছে জানতে চাওয়া হয়েছিল, ব্যারন রাজনীতি নাকি ব্যবসা—কোনটিতে ভালো করবেন। জবাবে ট্রাম্প বলেন, ‘ওর প্রযুক্তিতে অসাধারণ দক্ষতা আছে। ব্যারন খুবই বুদ্ধিমান ছেলে।’

এর আগে নিউইয়র্ক পোস্টকে ট্রাম্প বলেছিলেন, একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান ব্যারনকে ভর্তি হওয়ার প্রস্তাব দিয়েছে। তবে তিনি সেসব প্রতিষ্ঠানের নাম প্রকাশ করেননি।

মেলানিয়া ট্রাম্পের দপ্তর থেকে বলা হচ্ছে, ব্যারন হার্ভার্ডে আবেদনই করেননি।

ব্যারন ট্রাম্প.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: কর ছ ন শ ষ কর ব য রন

এছাড়াও পড়ুন:

আজ টিভিতে যা দেখবেন (২ নভেম্বর ২০২৫)

নারী ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল আজ, মুখোমুখি ভারত ও দক্ষিণ আফ্রিকা। ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যান সিটি এবং লা লিগায় বার্সেলোনা মাঠে নামবে।

জাতীয় ক্রিকেট লিগ

সিলেট-ঢাকা
সকাল ৯-৩০ মি., ইউটিউব/বিসিবি লাইভ

ময়মনসিংহ-রংপুর
সকাল ৯-৩০ মি., ইউটিউব/বিসিবি লাইভ

খুলনা-রাজশাহী
সকাল ৯-৩০ মি., ইউটিউব/বিসিবি লাইভ

চট্টগ্রাম-বরিশাল
সকাল ৯-৩০ মি., ইউটিউব/বিসিবি লাইভ

৩য় টি-টোয়েন্টি

অস্ট্রেলিয়া-ভারত
বেলা ২-১৫ মি., স্টার স্পোর্টস ২

নারী বিশ্বকাপ: ফাইনাল

ভারত-দক্ষিণ আফ্রিকা
বেলা ৩-৩০ মি., টি স্পোর্টস ও স্টার স্পোর্টস ১

টেনিস

প্যারিস মাস্টার্স ফাইনাল
রাত ৮টা, সনি স্পোর্টস ৫

ইংলিশ প্রিমিয়ার লিগ

ওয়েস্ট হাম-নিউক্যাসল
রাত ৮টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১

ম্যান সিটি-বোর্নমাউথ
রাত ১০-৩০ মি., স্টার স্পোর্টস সিলেক্ট ১

লা লিগা

বার্সেলোনা-এলচে
রাত ১১-৩০ মি., বিগিন অ্যাপ

সিরি আ

হেল্লাস-ইন্টার মিলান
বিকেল ৫-৩০ মি., ডিএজেডএন

এসি মিলান-রোমা
রাত ১-৪৫ মি., ডিএজেডএন

সম্পর্কিত নিবন্ধ