যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প তাঁর ছেলেকে ঘিরে অনলাইন–দুনিয়ায় ছড়িয়ে পড়া একটি ষড়যন্ত্র তত্ত্ব খারিজ করে দিয়েছেন। ওই তত্ত্বে বলা হচ্ছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও মেলানিয়ার ছেলে ব্যারন ট্রাম্প হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন করে প্রত্যাখ্যাত হয়েছেন। তবে গতকাল মঙ্গলবার মেলানিয়ার মুখপাত্র এই দাবিকে ‘সম্পূর্ণ মিথ্যা’ বলে উল্লেখ করেছেন।

মেলানিয়ার যোগাযোগবিষয়ক পরিচালক নিকোলাস ক্লেমেন্স বলেন, ‘ব্যারন হার্ভার্ডে আবেদন করেননি। তিনি নিজে কিংবা তাঁর হয়ে কারও আবেদন করার দাবিও পুরোপুরি মিথ্যা।’

১৯ বছর বয়সী ব্যারনের বিশ্ববিদ্যালয়ে ভর্তির বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক জল্পনাকল্পনা চলছিল। বিশেষ করে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়কে নিয়ে তাঁর বাবা ডোনাল্ড ট্রাম্পের বারবার আক্রমণাত্মক বক্তব্য দেওয়া এবং আইভি লিগভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর তহবিল বাতিল নিয়ে চলমান উত্তেজনার মধ্যে এ গুঞ্জন তৈরি হয়।

গতকাল মঙ্গলবার ট্রাম্প হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের আরও ১০ কোটি ডলার অনুদান বাতিল করেছেন। প্রেসিডেন্ট হওয়ার পর থেকে ট্রাম্প এ পর্যন্ত ৩০০ কোটি ডলারেরও বেশি মূল্যের অনুদান ও সরকারি চুক্তি বাতিল করেছেন।

এই তহবিল বাতিল এবং ম্যাসাচুসেটসের ক্যামব্রিজে অবস্থিত হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে বিদেশি শিক্ষার্থীদের বের করে দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে একাধিক আইনি চ্যালেঞ্জ নেওয়া হয়েছে।

১৯ বছর বয়সী ব্যারনের বিশ্ববিদ্যালয়ে ভর্তির বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক জল্পনাকল্পনা চলছিল। বিশেষ করে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়কে নিয়ে তাঁর বাবা ডোনাল্ড ট্রাম্পের বারবার আক্রমণাত্মক বক্তব্য দেওয়া এবং আইভি লিগ ভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর তহবিল বাতিল নিয়ে চলমান উত্তেজনার মধ্যে এ গুঞ্জন তৈরি হয়।

ব্যারন ট্রাম্প চলতি মাসের শুরুতে নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ে তাঁর প্রথম বর্ষের পড়া শেষ করেছেন। এর আগে তিনি ২০২৪ সালে ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে অবস্থিত অক্সব্রিজ একাডেমি থেকে পড়াশোনা শেষ করেন।

গত মার্চে ফক্স নিউজের লরা ইনগ্রাহামের সঙ্গে এক সাক্ষাৎকারে ট্রাম্পের কাছে জানতে চাওয়া হয়েছিল, ব্যারন রাজনীতি নাকি ব্যবসা—কোনটিতে ভালো করবেন। জবাবে ট্রাম্প বলেন, ‘ওর প্রযুক্তিতে অসাধারণ দক্ষতা আছে। ব্যারন খুবই বুদ্ধিমান ছেলে।’

এর আগে নিউইয়র্ক পোস্টকে ট্রাম্প বলেছিলেন, একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান ব্যারনকে ভর্তি হওয়ার প্রস্তাব দিয়েছে। তবে তিনি সেসব প্রতিষ্ঠানের নাম প্রকাশ করেননি।

মেলানিয়া ট্রাম্পের দপ্তর থেকে বলা হচ্ছে, ব্যারন হার্ভার্ডে আবেদনই করেননি।

ব্যারন ট্রাম্প.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: কর ছ ন শ ষ কর ব য রন

এছাড়াও পড়ুন:

৬৫ শিল্পীর কর্ম নিয়ে 'রবীন্দ্রনামা'

দেশের ৬৫ জন শিল্পীর কর্ম নিয়ে ঢাকায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী প্রদর্শনী- ‘রবীন্দ্রনামা’। বৃহস্পতিবার ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা এ প্রদর্শনী উদ্বোধন করেন।

প্রণয় ভার্মা বলেন, ‘রবীন্দ্রনাথ ঠাকুর শুধু একজন কবি, চিত্রশিল্পী, দার্শনিক, নাট্যকার, সুরকার, শিক্ষাবিদ এবং সমাজ সংস্কারকই ছিলেন না, তিনি ভারত ও বাংলাদেশের মধ্যে একটি চিরন্তন সাংস্কৃতিক সেতুবন্ধও ছিলেন। আমাদের দুই দেশের জাতীয় সঙ্গীতের রচয়িতা হিসেবে তার উত্তরাধিকার আমাদের ঐক্যের প্রতীক।

প্রদর্শনীর কিউরেটর সঞ্জয় চক্রবর্তী বলেন, শুধু শ্রদ্ধা নিবেদন নয়, রবীন্দ্রনামা হচ্ছে রবীন্দ্রনাথকে নবপ্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার একটি প্রয়াস। আমরা চাই, রবীন্দ্রচেতনা হোক সকলের জন্য উন্মুক্ত ও বিশ্লেষণযোগ্য।

প্রদর্শনীর উদ্বোধন পর্ব শেষে সংগীতানুষ্ঠানে অংশ নেন ধ্রুপদী ও রবীন্দ্রসংগীতের বিশিষ্ট শিল্পী দম্পতি ড. ঋতুপর্ণা চক্রবর্তী ও ড. সুভীর কুমার চক্রবর্তী।

এতে অংশ নেন রফিকুন নবী, আবুল বারাক আলভী, জামাল আহমেদ, রঞ্জিত দাস, শহিদ কবীর, ঢালী আল মামুন, মুস্তাফা খালিদ পলাশ, বিপাশা হায়াত সহ আরও বহু গুণী শিল্পী। প্রদর্শনীটি কিউরেট করা হয়েছে প্রফেসর হামিদুজ্জামান খান, প্রফেসর আবুল বারক আলভী ও প্রফেসর নিসার হোসেনের দিকনির্দেশনায়।

উল্লেখ্য, ২০১১ সালে রবীন্দ্রনাথের ১৫০তম জন্মজয়ন্তী উপলক্ষে যাত্রা শুরু করা ‘রবীন্দ্রনামা’ প্রজেক্টটি ১৪ বছর পরে আজ নতুন করে প্রাণ পেয়েছে। শিল্পী ও শিক্ষক ওয়াকিলুর রহমান, প্রফেসর নিসার হোসেন ও রশিদ আমিনের সহায়তায় এটি প্রথমে একটি প্রিন্ট ফোলিও আকারে প্রকাশ পায়। সময়ের সঙ্গে এই প্রজেক্টটি হয়ে উঠেছে রবীন্দ্র ভাবনার এক দৃষ্টিনন্দন দালিলিক নিদর্শন।

সম্পর্কিত নিবন্ধ