যেভাবে টি–টোয়েন্টি বিশ্বকাপে খেলতে পারে ইতালি
Published: 10th, July 2025 GMT
ক্রিকেটে নতুন ইতিহাস লেখার খুব কাছে ফুটবলের দেশ ইতালি। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে গতকাল স্কটল্যান্ডকে ১২ রানে হারানোর পর আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার স্বপ্ন দেখছে দেশটি। সেটা করতে পারলে ইতালিয়ান ক্রিকেটের নতুন যুগের সূচনা বলে মনে করেন ইতালির অধিনায়ক জো বার্নস।
কীভাবে বিশ্বকাপে খেলতে পারে ইতালি
টি-টোয়েন্টি বিশ্বকাপে ইউরোপ অঞ্চলের বাছাইপর্বে ইতালি ম্যাচ খেলেছে ৩টি। স্কটল্যান্ডকে হারানোর আগে দলটি জিতেছে গার্নসির বিপক্ষে। জার্সির বিপক্ষে ম্যাচটি হয়েছে পরিত্যক্ত। ফলে ৩ ম্যাচে ইতালির পয়েন্ট এখন ৫, তাতে দলটি আছে পয়েন্ট তালিকার শীর্ষে।
নেট রান রেটেও ইতালি সবার চেয়ে এগিয়ে। তাদের নেট রান রেট ১.
বাছাইপর্বে ইতালির ম্যাচ বাকি একটি। আগামীকাল শুক্রবার ভুরবার্গে নেদারল্যান্ডসের বিপক্ষে শেষ ম্যাচে খেলবে তারা। এই ম্যাচে জয় পেলেই বিশ্বকাপে পা রাখবে ইতালি। এমনকি অল্প ব্যবধানে হেরে গেলেও ইতালি উঠতে পারে বিশ্বকাপে। তবে জার্সি বা স্কটল্যান্ডের মধ্যে কোনো দল বড় ব্যবধানে জিতলে ঝুঁকিতে পড়তে পারে ইতালির স্বপ্ন। একটা জয়ই মূলত ইতালির বিশ্বকাপ খেলা নিশ্চিত করবে।
গ্রাফিকস: মাহাফুজার রহমানউৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
জাপানের রাস্তায় রাস্তায় ‘হিটেড বেঞ্চ’
জাপানের টোকিও, সাপোরো এবং ওসাকার মতো বড় বড় শহরগুলোর রাস্তায় হিটেড বেঞ্চ বসানো হয়েছে। তীব্র শীতের রাতে গৃহহীন মানুষদের উষ্ণতা এবং স্বস্তি দেওয়াই এই উদ্যোগের প্রধান লক্ষ্য।এই বেঞ্চগুলো সৌরশক্তি চালিত হয়ে থাকে।
হিটেড বেঞ্জগুলো দিনের বেলায় সূর্যের আলো থেকে তাপ সংগ্রহ করে বিশেষ "ফেজ-চেঞ্জ মেটেরিয়াল" ব্যবহার করে তা সংরক্ষণ করে। এরপর সংরক্ষিত তাপ রাতে ধীরে ধীরে নির্গত হয় এবং প্রায় ১২ ঘণ্টা পর্যন্ত উষ্ণতা সরবরাহ করতে পারে। এটি পরিবেশবান্ধব এবং সাশ্রয়ী।
আরো পড়ুন:
কারা বেশি কাঁদেন?
যেসব কারণে মানুষ স্বর্ণ জমায়
হিটেড বেঞ্চের জন্য কোনো অতিরিক্ত জ্বালানী বা বিদ্যুতের প্রয়োজন হয় না। এই মানবিক উদ্যোগটি জাপান সরকারের একটি সহানুভূতিশীল পদক্ষেপ, যা নগর পরিকল্পনায় উদ্ভাবন এবং সামাজিক কল্যাণের এক চমৎকার উদাহরণ বলছেন দেশটির নাগরিকেরা।
ঢাকা/লিপি