ক্রিকেটে নতুন ইতিহাস লেখার খুব কাছে ফুটবলের দেশ ইতালি। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে গতকাল স্কটল্যান্ডকে ১২ রানে হারানোর পর আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার স্বপ্ন দেখছে দেশটি। সেটা করতে পারলে ইতালিয়ান ক্রিকেটের নতুন যুগের সূচনা বলে মনে করেন ইতালির অধিনায়ক জো বার্নস।

কীভাবে বিশ্বকাপে খেলতে পারে ইতালি

টি-টোয়েন্টি বিশ্বকাপে ইউরোপ অঞ্চলের বাছাইপর্বে ইতালি ম্যাচ খেলেছে ৩টি। স্কটল্যান্ডকে হারানোর আগে দলটি জিতেছে গার্নসির বিপক্ষে। জার্সির বিপক্ষে ম্যাচটি হয়েছে পরিত্যক্ত। ফলে ৩ ম্যাচে ইতালির পয়েন্ট এখন ৫, তাতে দলটি আছে পয়েন্ট তালিকার শীর্ষে।

নেট রান রেটেও ইতালি সবার চেয়ে এগিয়ে। তাদের নেট রান রেট ১.

৭২২। দ্বিতীয় নেদারল্যান্ডসের পয়েন্ট ৪, নেট রান রেট ১.২। আর তৃতীয় ও চতুর্থ স্থানে থাকা জার্সি ও স্কটল্যান্ডের পয়েন্ট ৩। জার্সির নেট রান রেট ০.৪৩০, স্কটল্যান্ডের –.১৫০।

বাছাইপর্বে ইতালির ম্যাচ বাকি একটি। আগামীকাল শুক্রবার ভুরবার্গে নেদারল্যান্ডসের বিপক্ষে শেষ ম্যাচে খেলবে তারা। এই ম্যাচে জয় পেলেই বিশ্বকাপে পা রাখবে ইতালি। এমনকি অল্প ব্যবধানে হেরে গেলেও ইতালি উঠতে পারে বিশ্বকাপে। তবে জার্সি বা স্কটল্যান্ডের মধ্যে কোনো দল বড় ব্যবধানে জিতলে ঝুঁকিতে পড়তে পারে ইতালির স্বপ্ন। একটা জয়ই মূলত ইতালির বিশ্বকাপ খেলা নিশ্চিত করবে।

গ্রাফিকস: মাহাফুজার রহমান

উৎস: Prothomalo

কীওয়ার্ড: স কটল য ন ব শ বক প

এছাড়াও পড়ুন:

‘আবারো ইরানে হামলা চালাবে ইসরায়েল’

তেহরানের হুমকি পেলে ইসরায়েল আবারো ইরানে হামলা চালাবে। বৃহস্পতিবার ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ এ কথা বলেছেন।

ইসরায়েলি প্রতিরক্ষা দপ্তরের দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, “তেহরান, তাবরিজ, ইসফাহান কিংবা যেখান থেকেই ইসরায়েলকে হুমকি বা ক্ষতি করার চেষ্টা করা হলে, সেখানেই ইসরায়েলের লম্বা হাত আপনার কাছে পৌঁছাবে। লুকানোর কোনো জায়গা নেই।”

ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী বলেন, “যদি আমাদের ফিরে আসতে হয়, তাহলে আমরা আরো শক্তির সাথে ফিরে আসব।”

তেহরানের পারমাণবিক কর্মসূচিকে ধ্বংস করতে ইসরায়েল জুন মাসে ইরানের ওপর হামলা চালায়। এর প্রতিক্রিয়ায় ইরানও পাল্টা হামলা চালায় ইসরায়েলে। ১২ দিনের যুদ্ধ আরো বিস্তৃত আঞ্চলিক সংঘাতের আশঙ্কা তৈরি করে। শত্রুতা বন্ধ করার জন্য ২৩ জুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ইসরায়েল ও ইরান যুদ্ধবিরতি ঘোষণা করে।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত নিবন্ধ