তিন দফা দাবি আদায়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ঐক্য পরিষদ দেশে অনিদিষ্টকালের জন্য পূর্ণদিবস কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছে। পূর্বঘোষণা অনুযায়ী বুধবার (২৮ মে) ছিল ওই কর্মসূচি পালনের তৃতীয় দিন। এদিন চাঁপাইনবাবগঞ্জের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভিন্ন ভিন্ন চিত্র দেখা গেছে। কোথাও চলছে পাঠদান; আবার কোথাও চলছে সহকারী শিক্ষকদের কর্মবিরতি।

চাঁপাইনবাবগঞ্জ শহরের পাঠানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষগুলোয় পাঠদান চলছে। শিক্ষকেরা নিয়মিতভাবে ক্লাস নিচ্ছেন। স্বাভাবিকভাবে শিক্ষার্থীরাও উপস্থিত রয়েছে। তারা মনযোগ দিয়ে লেখাপড়া করছে।

গোমস্তাপুর উপজেলার পশ্চিম আনারপুর সরকারি বিদ্যালয়ের চিত্র অন্যরকম। সেখানে শিক্ষকরা অফিসকক্ষে বসে কাজ করছিলেন। কিছু শিক্ষার্থী বিদ্যালয়ে এলেও শ্রেণিকক্ষে পাঠদান হচ্ছিল না। শিক্ষার্থীদের কেউ লিখছে, কেউ গল্প করছে। প্রধান শিক্ষকসহ অন্য শিক্ষকেরা মাঝেমধ্যে শ্রেণিকক্ষে উঁকি দিচ্ছেন।

আরো পড়ুন:

রাবিতে সংঘর্ষ: ৩ ছাত্র সংগঠনের পাল্টাপাল্টি অভিযোগ-প্রতিবাদ

‘তপন বিহারী’ বৃত্তি পাচ্ছেন নোবিপ্রবির শিক্ষার্থীরা 

বিদ্যালয়টির সহকারী শিক্ষক রুহুল আমীন জানান, সহকারী শিক্ষক ঐক্য পরিষদের ডাকা তিনদফা দাবিতে চাঁপাইনবাবগঞ্জের পাঁচ উপজেলার সহকারী শিক্ষকরা তৃতীয় দিনের কর্মবিরতি পালন করছেন। এক দশকেরও বেশি সময় ধরে শিক্ষকেরা বৈষম্যের শিকার  ও বিভিন্ন সুবিধা বঞ্চিত। তাই অত্যন্ত যৌক্তিক তিন দাবিতে সকল শিক্ষক সমর্থন দিয়েছেন।

তিনি আরো বলেন, ‘‘আমরা কর্মবিরতিতে থাকলেও শিশুদের বিদ্যালয়ে ধরে রাখা ও সহশিক্ষা কার্যক্রম চালিয়ে নিচ্ছি। প্রকৃতঅর্থে শ্রেণি পাঠদান থেকে বিরত রয়েছি। আমরা আশা করব, আমাদের দাবিগুলো মেনে নেবে সরকার।’’

আন্দোলনরত শিক্ষকরা জানান, দীর্ঘদিন ধরে ১০ম গ্রেডে বেতন দাবি করে আসছিলেন তারা। তবে এখন তাদের আপসহীন অবস্থান অন্তত ১১তম গ্রেডে বেতন দিতে শুরু করতে হবে। একইসঙ্গে চাকরির ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড দেয়ার জটিলতা দূর করা এবং প্রধান শিক্ষক পদে শতভাগ পদোন্নতির ব্যবস্থা নিশ্চিত করাও রয়েছে তাদের দাবির তালিকায়।

দাবি পূরণ না হওয়ায়  ২৬ মে থেকে অনির্দিষ্টকালের পূর্ণদিবস কর্মবিরতিতে রয়েছেন তারা।

এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জেছের আলী জানান, সহকারী শিক্ষকরা তাদের বিভিন্ন দাবি আদায়ে মে মাসের শুরু থেকে কর্মবিরতি পালন করছেন। এখন তাদের কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী পূর্ণদিবস কর্মবিরতি কর্মসূচি চলমান রয়েছে। তবে জেলার সব বিদ্যালয়ে কর্মসূচি পালিত হচ্ছে না। কতগুলো বিদ্যালয়ে কর্মবিরতি চলছে তাও তার জানা নেই। 
 

ঢাকা/শিয়াম/বকুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর প ইনব বগঞ জ শ ক ষকর সহক র সরক র

এছাড়াও পড়ুন:

সোহরাওয়ার্দী উদ্যানের গেট রাত ৮টায় বন্ধ করার সিদ্ধান্ত

সোহরাওয়ার্দী উদ্যানে সন্ধ্যা ৭টার পর প্রবেশের ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরুৎসাহিত করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সচেতনতামূলক প্রচারণা কার্যক্রম চালাবে। 

পাশাপাশি উদ্যানের ভেতরে নিরাপত্তা নিশ্চিতে নিরাপত্তা প্রহরী বাড়ানো, উদ্যানকে সিসি ক্যামেরার আওতাধীন রাখা এবং ক্যাম্পাস-সংলগ্ন উদ্যানের গেটগুলো রাত ৮টার পর বন্ধ রাখার ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সভায় এসব সিদ্ধান্ত হয়েছে বলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়। সোহরাওয়ার্দী উদ্যানের উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে গঠিত উপকমিটির আহ্বায়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দীন আহমদ সভায় সভাপতিত্ব করেন। 

সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (রাজনৈতিক) ড. জিয়াউদ্দিন আহমেদ, ডিএমপির রমনা বিভাগের উপকমিশনার মো. মাসুদ আলম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মো. বজলুর রহমান, আনসার ও ভিডিপির প্রতিনিধি ফেরদৌস আহাম্মদ এবং শাহবাগ থানার ওসি মো. খালিদ মনসুর উপস্থিত ছিলেন।

সভায় নেওয়া অন্য সিদ্ধান্তগুলোর মধ্যে রয়েছে– কালীমন্দিরে প্রবেশের জন্য বিকল্প গেটের ব্যবস্থা করা, নির্দিষ্ট সময় পরপর অভিযান চালানো, উদ্যানের ভেতরে স্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপনের ব্যবস্থা গ্রহণ।

সম্পর্কিত নিবন্ধ