ভারতের রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ বাংলাদেশের নতুন হাইকমিশনারের
Published: 29th, May 2025 GMT
ভারতে নিযুক্ত বাংলাদেশের নতুন হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহ সে দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে আনুষ্ঠানিকভাবে তাঁর পরিচয়পত্র পেশ করেছেন।
আজ বৃহস্পতিবার দিল্লিতে রাষ্ট্রপতি ভবনে এম রিয়াজ হামিদুল্লাহ নিজের পরিচয়পত্র পেশ করেন। ভারতের তথ্য অধিদপ্তর এ তথ্য জানিয়েছে।
দিল্লি থেকে বাংলাদেশের একজন জ্যেষ্ঠ কূটনীতিক জানান, ভারতের রাষ্ট্রপতি মুর্মু নতুন হাইকমিশনারকে উষ্ণ অভ্যর্থনা জানান এবং বাংলাদেশের সঙ্গে ভারতের গভীর ও ঐতিহাসিক সম্পর্কের কথা পুনর্ব্যক্ত করেন। ভারতের রাষ্ট্রপতি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের কথা স্মরণ করেন। দুই দেশের জনগণের আশা–আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দিতে দুই দেশের একযোগে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন ভারতের রাষ্ট্রপতি।
রিয়াজ হামিদুল্লাহ বাংলাদেশের রাষ্ট্রপতির পক্ষ থেকে ভারতের রাষ্ট্রপতিকে উষ্ণ শুভেচ্ছা জানান এবং দুই দেশের জনগণের মধ্যে বহুমুখী সম্পর্ক আরও জোরদার করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। তিনি এই অঞ্চলের উন্নয়ন, শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করার পাশাপাশি সাধারণ মানুষের স্বপ্নকে সত্যি করতে বাংলাদেশ-ভারত একযোগে কাজ করার ওপর জোর দেন।
প্রসঙ্গত, বাংলাদেশের হাইকমিশনার হিসেবে এপ্রিলের প্রথম সপ্তাহে দিল্লি পৌঁছান এম রিয়াজ হামিদুল্লাহ। ১৫ মে ভারতের রাষ্ট্রপতির কাছে রিয়াজ হামিদুল্লাহর পরিচয়পত্র পেশ করার কথা ছিল। কিন্তু পরিচয়পত্র পেশের নির্ধারিত সময়ের তিন ঘণ্টা আগে রিয়াজ হামিদুল্লাহর পরিচয়পত্র পেশ স্থগিত করা হয়। ভারত সরকারের এ সিদ্ধান্তের কথা ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বাংলাদেশ হাইকমিশনকে জানানো হয়। তবে এই স্থগিতের ব্যাপারে বিস্তারিত কিছু বলা হয়নি।
দিল্লিতে হাইকমিশনার হিসেবে নিয়োগের আগে রাষ্ট্রদূত হামিদুল্লাহ ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সচিব (পশ্চিম) হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি এর আগে নেদারল্যান্ডস ও শ্রীলঙ্কায় বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
সংস্কার ইস্যুতে সব দল ঐক্যবদ্ধ থাকলেও বিএনপি অবস্থান পরিবর্তন করে
সংস্কার ইস্যুতে সব দল ঐক্যবদ্ধ থাকলেও বিএনপি হঠাৎ অবস্থান পরিবর্তন করেছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।
শুক্রবার (৩১ অক্টোবর) সকালে কুমিল্লার সেন্ট্রাল মেডিকেল কলেজ অডিটোরিয়ামে চৌদ্দগ্রাম উপজেলা ভোট কেন্দ্র পরিচালক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।
ডা. তাহের বলেন, “আরপিও, সংস্কার কিংবা হ্যাঁ/না গণভোট—কোনোকিছুই এখন বিএনপি মানছে না। সরকার যদি তার নিরপেক্ষতা হারায়, তাহলে দেশের জনগণ তার প্রতি আস্থা হারাবে। তখন জনগণ আন্দোলনে নামবে।”
তিনি আরো বলেন, “জাতীয় নির্বাচন ও গণভোট নিয়ে সরকার যদি অপকৌশল করে, তাহলে জনগণ আন্দোলনের প্রস্তুতি নেবে।”
চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমির মাওলানা মাহফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, কুমিল্লা অঞ্চল টিমের সদস্য ও সাবেক জেলা আমির আব্দুস সাত্তার, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট মোহাম্মদ শাহজাহান, কুমিল্লা মহানগর জামায়াতের সেক্রেটারি মুফতি মাহবুবুর রহমান এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি মজিবুর রহমান ভূঁইয়া।
উপজেলা জামায়াতের সেক্রেটারি বেলাল হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম পৌরসভা জামায়াতের আমির মাওলানা ইব্রাহীম, জামায়াত নেতা আয়ুব আলী ফরায়েজী, শাহ মিজানুর রহমান, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আব্দুর রহিম এবং পৌর সেক্রেটারি মোশাররফ হোসেন ওপেল প্রমুখ।
ঢাকা/রুবেল/রফিক