Samakal:
2025-11-02@13:17:07 GMT

বনে শুটিংয়ে জয়ার প্রশ্ন

Published: 1st, June 2025 GMT

বনে শুটিংয়ে জয়ার প্রশ্ন

সম্প্রতি সিনেমাপাড়ায় একটি সংবাদ নিয়ে বেশ কথা উঠেছে। কথাটি উঠেছে বুবলী ও সজলের শুটিং নিয়ে। তারা শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় অবস্থিত একটি বনে শুটিং করছিলেন। নীরবে শুটিং করে চলে এলে বোধ করি তেমন কথা হতো না। কিন্তু বিপত্তি বেধেছে অন্য জায়গায়। শুটিং চলাকালে বন্যহাতির আক্রমণের ঘটনা ঘটেছে। এ কারণেই ক্ষেপেছেন অভিনেত্রী জয়া আহসান। বন বিভাগের দৃষ্টি আকর্ষণ করে শুটিংয়ের অনুমতি নিয়ে তিনি প্রশ্ন তোলেন। ‘গারো পাহাড়ে নতুন সিনেমার শুটিং, বিঘ্ন ঘটাচ্ছে বন্যহাতির দল’ শিরোনামের খবর শেয়ার দিয়ে জয়া ফেসবুকে প্রশ্ন রেখেছেন, ‘এই আরেক উপদ্রব বনের ভেতর। বন বিভাগের দৃষ্টি আকর্ষণ করছি। মন চাইলেই লাইট, ক্যামেরা, অ্যাকশন শুরু করা যায়? মাইকের শব্দ, গানবাজনা– এগুলো কি অ্যালাউ করা ঠিক এ রকম সেন্সিটিভ জায়গায়?’ 
একবার অবশ্য ‘হাওয়া’ সিনেমার বিরুদ্ধে বন বিভাগ মামলার আবেদন করে বসে। বন বিভাগের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন-২০১২ লঙ্ঘনের অভিযোগ আনে। শালিক পাখিকে খাঁচায় বন্দি রাখা, মেরে খাওয়া কিংবা শাপলা পাতা মাছ ধরার দৃশ্য আইন লঙ্ঘনের নজির বলে অভিযোগ করা হয়। বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন-২০১২ এর ৩৮-১, ৩৮-২, ৪০ ও ৪৬ ধারায় মামলা করা হয়। এটা ২০২২ সালের কথা। 

একই বছর একটি নাটকে খাঁচাবন্দি টিয়া পাখি দেখানো হয়। নাটকটির নাম ‘শেষ গল্পটা তুমিই’। খাঁচাবন্দি টিয়া পাখির দৃশ্য দেখানো হয় ৪৫ সেকেন্ড। পরিচালকের বিরুদ্ধে ১৫ কোটি টাকার ক্ষতিপূরণ চেয়ে মামলা করা হয়। বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট নাটকটির চিত্রনাট্যকার ও পরিচালকের বিরুদ্ধে বন্যপ্রাণী আইন ভাঙার অভিযোগ আনে। 
২০২১ সালে এক মোবাইল ফোন কোম্পানির বিরুদ্ধেও বিজ্ঞাপনচিত্রে খাঁচাবন্দি টিয়া পাখি দেখানোর কারণে মামলা করে বন বিভাগ। কোম্পানিটি বিজ্ঞাপনচিত্র পরে সরিয়ে নেয়। সম্প্রতি ভারতের কন্নড় অভিনেতা  ঋষভ শেঠির বিরুদ্ধেও বন পোড়ানোর অভিযোগ আনা হয়েছে। ঋষভ শেঠি ২০২২ সালে কান্তারা সিনেমা দ্বারা অনেক আলোচিত হন। তিনি এর মূল চরিত্রে অভিনয় করেন। পাশাপাশি সিনেমা পরিচালনাও করেন। তিনি কান্তারা চ্যাপ্টার ওয়ান বানাচ্ছেন। ইন্ডিয়া টুডে পত্রিকায় বলা হয়েছে, এই সিনেমায় কর্ণাটকের গোভিগুদ্দা এলাকায় বনের ভেতর বেশির ভাগ শুটিং করা হয়। এতে বনের অংশ পোড়ানো হয়। এ নিয়ে স্থানীয়রা পরিবেশের ক্ষতি বিষয়ে উদ্বেগ জানিয়ে পুলিশ স্টেশনে অভিযোগও করেন। সিনেমাটি করতে শুধু চারণভূমি ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছিল। কিন্তু শুটিংয়ে বিস্ফোরক ব্যবহার করা হয়। এতে বন্যহাতিরা আতঙ্কিত হয়ে গ্রামে আক্রমণ শুরু করে। শুটিং টিমের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষের ঘটনাও ঘটে। সংঘর্ষে শুটিং টিমের একজন আহতও হন। গ্রামবাসী শুটিং সরিয়ে নেওয়ার দাবি জানান।  

বনে শুটিং চলাকালে বন্যপ্রাণীরা নানাভাবে উত্ত্যক্ত হয়। এর ফলে বন্যপ্রাণীদের আচরণ ও বাসস্থানের ওপর নেতিবাচক প্রভাব পড়ে। এ রকম আচরণে দীর্ঘস্থায়ী ক্ষতি হতে পারে। শুটিংয়ের কারণে বন্যপ্রাণীর আচরণগত পরিবর্তন ঘটে। বিশেষ করে শুটিং এলাকার পশুপাখির এমন পরিবর্তন দেখা যায়। বন্যপ্রাণীরা তাদের বিচরণক্ষেত্র থেকে অন্যত্র চলে যায়। বিচরণ এলাকার এমন পরিবর্তনের কারণে পশুপাখির স্বাস্থ্যের ওপর প্রভাব পড়ে। এর ফলে বন্যপ্রাণীর প্রাচুর্য, স্বভাব ও বাসস্থান মারাত্মক প্রভাবিত হয়। শুটিংয়ের কারণে আগুন জ্বালানো বা গাছ কাটার মতো ঘটনা ঘটলে বনের বাস্তুতন্ত্র পরিবর্তিত হয়। 
পশুপ্রেমী অভিনেত্রী জয়া আহসান এসব কারণেই হয়তো চটেছেন। আশা করি, বন বিভাগের হুঁশ হবে। 

ড.

বিভূতি ভূষণ মিত্র: শিক্ষক 
ও গবেষক

উৎস: Samakal

কীওয়ার্ড: বন ব ভ গ র

এছাড়াও পড়ুন:

মোহাম্মদপুরে বাসে বিশ্ববিদ্যালয়পড়ুয়া তরুণীকে হেনস্তার ভিডিও ভাইরাল, হেনস্তাকারী গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুরে বাসে বিশ্ববিদ্যালয়পড়ুয়া তরুণীর পোশাক নিয়ে কটূক্তি ও হেনস্তার ভিডিও ছড়িয়ে পড়ার তিন দিন পর হেনস্তাকারীকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গ্রেপ্তার নাজিম উদ্দিন (৪৫) ওই বাসের কন্ডাক্টর ও চালকের সহকারী বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় মোহাম্মদপুরের বছিলা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে র‍্যাব।

ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, একটি বাসে এক তরুণী তাঁর পোশাক নিয়ে কটূক্তির প্রতিবাদ করছেন। বাসে ওঠার পর সামনের আসনে বসা ওই ব্যক্তি তাঁর পোশাক নিয়ে অশোভন মন্তব্য করেন। এতে ক্ষুব্ধ হয়ে তরুণী প্রতিবাদ জানাতে সামনে এগিয়ে যান এবং প্রশ্ন করেন, ‘আমার পোশাক নিয়ে আপনার সমস্যা কী?’ পরিস্থিতি উত্তপ্ত হলে ওই ব্যক্তি উঠে দাঁড়িয়ে তরুণীকে চড় মারেন। মুহূর্তেই তরুণী জুতা খুলে পাল্টা আঘাত করেন। ভিডিওতে আরও দেখা যায়, ধস্তাধস্তির একপর্যায়ে দুজনই বাসের সামনের দিকে পড়ে যান। তরুণী নিজেকে সামলে নিয়ে আবারও প্রতিরোধ করেন।

ঘটনার ভিডিওটি ফেসবুকে ভাইরাল হওয়ার পর নানামুখী প্রতিক্রিয়া দেখা দেয়। অনেকেই তরুণীর সাহসী অবস্থানের প্রশংসা করেছেন, অন্যদিকে কেউ কেউ ঘটনাটিতে উভয় পক্ষের আচরণ নিয়ে প্রশ্ন তুলেছেন।

নাজিম উদ্দিনকে আটক করার সঙ্গে যুক্ত র‍্যাব-৪–এর মেজর আবরার ফয়সাল সাদী প্রথম আলোকে বলেন, তরুণীকে কটূক্তি ও হেনস্তা করার ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ার পর হেনস্তকারী ব্যক্তিকে আটক করতে র‍্যাব-৪–এর একটি দল অভিযান শুরু করে। গতকাল সন্ধ্যায় নাজিম উদ্দিনকে শনাক্ত করে আটক করা হয়। পরে তাঁকে মোহাম্মদপুর থানায় সোপর্দ করা হয়।

যোগাযোগ করা হলে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক প্রথম আলোকে বলেন, হেনস্তার শিকার বিশ্ববিদ্যালয়ের ছাত্রী শ্লীলতাহানির অভিযোগ এনে আজ শুক্রবার সকালে নাজিম উদ্দিনের বিরুদ্ধে মামলা করেছেন। ওই মামলায় তাঁকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। নাজিম উদ্দিন ধানমন্ডি ১৫ থকে মোহাম্মদপুরের বছিলায় চলাচলরত রমজান পরিবহনের কন্ডাক্টর। ভাড়া নিয়ে কথা–কাটাকাটির জের ধরে তাঁদের দুজনের মধ্যে মারামারি হয়। ছাত্রীটি মোহাম্মদপুরের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়েন।

আজ সন্ধ্যায় পাঠানো র‍্যাব-৪–এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৭ ফেব্রুয়ারি রমজান পরিবহনের একটি বাস ধানমন্ডি ১৫ থেকে মোহাম্মদপুরের বছিলায় যাচ্ছিল। বাসটি বছিলার মেট্রো হাউজিংয়ের সামনে পৌঁছালে চালকের সহকারী মো. নিজাম উদ্দিন বাসটির যাত্রী বিশ্ববিদ্যালয়পড়ুয়া তরুণীর দিকে তাকিয়ে তাঁর পোশাক নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেন। এতে ওই তরুণী প্রতিবাদ করায় নাজিম উদ্দিন তাঁর সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেন এবং তাঁকে চড় মারেন। একপর্যায়ে তরুণীও আত্মরক্ষার্থে নিজের পায়ের জুতা খুলে অভিযুক্ত নাজিম উদ্দিনকে আঘাত করেন।

সম্পর্কিত নিবন্ধ

  • কেউ কটুক্তি করলে কী করবেন?
  • বাংলাদেশের খেলোয়াড়দের উদ্দেশ‌্যে ‘ভুয়া-ভুয়া’ স্লোগান পছন্দ হয়নি স‌্যামির
  • মোহাম্মদপুরে বাসে বিশ্ববিদ্যালয়পড়ুয়া তরুণীকে হেনস্তার ভিডিও ভাইরাল, হেনস্তাকারী গ্রেপ্তার
  • ডিজিটাল নিরাপত্তা আইনের সেই মামলা থেকে অব্যাহতি পেলেন মিনহাজ মান্নান