এই পুরস্কার দেশের সাহিত্যকে ইতিবাচকভাবে প্রভাবিত করবে
Published: 10th, July 2025 GMT
সমকালের পক্ষ থেকে সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকের এই অনুষ্ঠানে আপনাদের উপস্থিতি আমাদের অনুপ্রাণিত করেছে, গর্বিত করেছে। পুরস্কারপ্রাপ্ত সবাইকে অভিনন্দন।
বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই আমাদের প্রধান অতিথি, বিচারকবৃন্দ, সম্মানিত লেখক এবং আমন্ত্রিত অতিথিদের। আপনাদের অংশগ্রহণ ও ভালোবাসা ছাড়া এ আয়োজন সফল হতো না।
প্রিয় অতিথিবৃন্দ,
সংবাদপত্র ও সাহিত্য হাত ধরাধরি করে চলে। সমকাল সাহিত্যের সঙ্গে তার যুগল পথচলা অব্যাহত রাখতে চায়। রাখবে। সংবাদপত্র যেমন সমাজের কথা বলে, সাহিত্যও তাই। সংস্কৃতি ছাড়া সংবাদপত্র বড় হতে পারে না। কারণ দুটোই মুক্তচিন্তার বাহক। সংবাদপত্র সমাজের দর্পণ। সংস্কৃতি জাতির আত্মার প্রতিচ্ছবি।
নবীন-প্রবীণ লেখকদের চিন্তা ও স্বরকে তুলে ধরা এবং দেশজ সংস্কৃতির ধারাকে সমুন্নত রাখা আমাদের অন্যতম দায়িত্ব।
এই সাহিত্য পুরস্কার কেবল একটি স্বীকৃতি নয়, একটি প্রেরণা। আমরা বিশ্বাস করি, এই উদ্যোগ দেশের সাহিত্যজগতের গতিপথকে ইতিবাচকভাবে প্রভাবিত করবে।
আজ যারা পুরস্কার পেয়েছেন, তাদের প্রতি আমাদের আন্তরিক অভিনন্দন ও শুভকামনা। তাদের সাহিত্যিক অবদান আমাদের পাঠকদের হৃদয় ছুঁয়েছে, চিন্তাকে আলোড়িত করেছে। বিশেষভাবে আজীবন সম্মাননাপ্রাপ্ত হাসনাত আবদুল হাই। তিনি আমাদের সাহিত্য অঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্র। তাঁর জীবনভর সাহিত্য সাধনা এবং সমাজচিন্তামূলক লেখনীর জন্য আমরা তাঁকে গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাই।
ভবিষ্যতের দিকে তাকিয়ে আমাদের লক্ষ্য আরও সুসংগঠিত সাহিত্য প্ল্যাটফর্ম তৈরি করা, নতুন প্রতিভাদের খুঁজে বের করা এবং সাহিত্যচর্চার পরিসর বৃদ্ধিতে সমর্থন জোগানো।
সব শেষে, আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে, আজকের অনুষ্ঠানকে স্মরণীয় করে রাখার জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
ধন্যবাদ। v
উৎস: Samakal
কীওয়ার্ড: প রস ক র স ব দপত র প রস ক র আম দ র
এছাড়াও পড়ুন:
৪১১ রানের টি-টোয়েন্টি ম্যাচে ৯ রানে হারল জিম্বাবুয়ে
ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে মাত্র ১২৭ রানে অলআউট হয়েছিল জিম্বাবুয়ে। দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে আরও কম, ১২৫ রানে। কিন্তু রোববার (০২ নভেম্বর) তারা চোখে চোখ রেখে লড়াই করল আফগানিস্তানের বিপক্ষে।
আগে ব্যাট করে ৩ উইকেটে আফগানদের করা ২১০ রানের জবাবে জিম্বাবুয়ে ২০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২০১ রান করে হার মানে মাত্র ৯ রানে। দুই ইনিংসে রান হয়েছে মোট ৪১১টি। যা আফগানিস্তান ও জিম্বাবুয়ের মধ্যে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ।
আরো পড়ুন:
কেন বিপিএল থেকে বাদ পড়ল চিটাগং কিংস
ফাইনালে দ. আফ্রিকাকে ২৯৯ রানের টার্গেট দিল ভারত
স্বাগতিকরা থেমে থেমে নিয়মিত বিরতিতে উইকেট হারালেও ব্রিয়ান বেনেট, সিকান্দার রাজা, রায়ান বার্ল ও তাশিনগা মুসেকিওয়ার ব্যাটে লড়াই করে শেষ বল পর্যন্ত। বেনেট ৩ চার ও ২ ছক্কায় করেন ৪৭ রান। অধিনায়ক রাজা ৭টি চার ও ২ ছক্কায় করেন ৫১ রান। বার্ল ১৫ বলে ৫ ছক্কায় খেলেন ৩৭ রানের ঝড়ো ইনিংস। আর মুসেকিওয়া ২ চার ও ১ ছক্কায় করেন ২৮ রান।
বল হাতে আফগানিস্তানের আব্দুল্লাহ আহমদজাই ৪ ওভারে ৪২ রানে ৩টি উইকেট নেন। ফজল হক ফারুকি ৪ ওভারে ২৯ রানে ২টি ও ফরিদ আহমদ ৩ ওভারে ৩৮ রানে নেন ২টি উইকেট।
তার আগে উদ্বোধনী জুটিতে আফগানিস্তানের রহমানুল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান ১৫.৩ ওভারে ১৫৯ রানের জুটি গড়েন। এই রানে গুরবাজ আউট হন ৪৮ বলে ৮টি চার ও ৫ ছক্কায় ৯২ রানের ইনিংস খেলে। মাত্র ৮ রানের জন্য সেঞ্চুরি মিস করেন তিনি। ১৬৩ রানের মাথায় ইব্রাহিম আউট হন ৭টি চারে ৬০ রান করে। এরপর সেদিকুল্লাহ অটল ১৫ বলে ২টি চার ও ৩ ছক্কায় অপরাজিত ৩৫ রানের ইনিংস খেলে দলীয় সংগ্রহকে ২১০ পর্যন্ত নিয়ে যান।
বল হাতে জিম্বাবুয়ের ব্রাড ইভান্স ৪ ওভারে ৩৩ রানে ২টি উইকেট নেন। অপর উইকেটটি নেন রিচার্ড এনগ্রাভা।
৯২ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হন গুরবাজ। আর মোট ১৬৯ রান করে সিরিজ সেরা হন ইব্রাহিম জাদরান।
ঢাকা/আমিনুল