এই পুরস্কার দেশের সাহিত্যকে ইতিবাচকভাবে প্রভাবিত করবে
Published: 10th, July 2025 GMT
সমকালের পক্ষ থেকে সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকের এই অনুষ্ঠানে আপনাদের উপস্থিতি আমাদের অনুপ্রাণিত করেছে, গর্বিত করেছে। পুরস্কারপ্রাপ্ত সবাইকে অভিনন্দন।
বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই আমাদের প্রধান অতিথি, বিচারকবৃন্দ, সম্মানিত লেখক এবং আমন্ত্রিত অতিথিদের। আপনাদের অংশগ্রহণ ও ভালোবাসা ছাড়া এ আয়োজন সফল হতো না।
প্রিয় অতিথিবৃন্দ,
সংবাদপত্র ও সাহিত্য হাত ধরাধরি করে চলে। সমকাল সাহিত্যের সঙ্গে তার যুগল পথচলা অব্যাহত রাখতে চায়। রাখবে। সংবাদপত্র যেমন সমাজের কথা বলে, সাহিত্যও তাই। সংস্কৃতি ছাড়া সংবাদপত্র বড় হতে পারে না। কারণ দুটোই মুক্তচিন্তার বাহক। সংবাদপত্র সমাজের দর্পণ। সংস্কৃতি জাতির আত্মার প্রতিচ্ছবি।
নবীন-প্রবীণ লেখকদের চিন্তা ও স্বরকে তুলে ধরা এবং দেশজ সংস্কৃতির ধারাকে সমুন্নত রাখা আমাদের অন্যতম দায়িত্ব।
এই সাহিত্য পুরস্কার কেবল একটি স্বীকৃতি নয়, একটি প্রেরণা। আমরা বিশ্বাস করি, এই উদ্যোগ দেশের সাহিত্যজগতের গতিপথকে ইতিবাচকভাবে প্রভাবিত করবে।
আজ যারা পুরস্কার পেয়েছেন, তাদের প্রতি আমাদের আন্তরিক অভিনন্দন ও শুভকামনা। তাদের সাহিত্যিক অবদান আমাদের পাঠকদের হৃদয় ছুঁয়েছে, চিন্তাকে আলোড়িত করেছে। বিশেষভাবে আজীবন সম্মাননাপ্রাপ্ত হাসনাত আবদুল হাই। তিনি আমাদের সাহিত্য অঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্র। তাঁর জীবনভর সাহিত্য সাধনা এবং সমাজচিন্তামূলক লেখনীর জন্য আমরা তাঁকে গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাই।
ভবিষ্যতের দিকে তাকিয়ে আমাদের লক্ষ্য আরও সুসংগঠিত সাহিত্য প্ল্যাটফর্ম তৈরি করা, নতুন প্রতিভাদের খুঁজে বের করা এবং সাহিত্যচর্চার পরিসর বৃদ্ধিতে সমর্থন জোগানো।
সব শেষে, আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে, আজকের অনুষ্ঠানকে স্মরণীয় করে রাখার জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
ধন্যবাদ। v
উৎস: Samakal
কীওয়ার্ড: প রস ক র স ব দপত র প রস ক র আম দ র
এছাড়াও পড়ুন:
গ্রেপ্তারকৃতদের তদন্তে মালয়েশিয়াকে সহায়তা করবে বাংলাদেশ
সম্প্রতি মালয়েশিয়ার পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া ৩৫ বাংলাদেশির বিরুদ্ধে জঙ্গিবাদের অভিযোগ তদন্তে মালয়েশিয়ার সঙ্গে কাজ করবে বাংলাদেশ। শুক্রবার কুয়ালালামপুরে মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ বিন হাজি হাসানের সঙ্গে এক বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এ আশ্বাস দেন।
শুক্রবার রাতে পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, কুয়ালালামপুরে ৩২তম আসিয়ান আঞ্চলিক ফোরামের (এআরএফ) মন্ত্রী পর্যায়ের বৈঠকের ফাঁকে তাঁরা এক দ্বিপক্ষীয় বৈঠক করেন।
পররাষ্ট্র উপদেষ্টা সন্ত্রাসবাদের বিরুদ্ধে সরকারের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করেন এবং তথ্য ও তদন্তের ফলাফল বিনিময়ের মাধ্যমে অভিযোগের অভ্যন্তরীণ তদন্তে মালয়েশিয়ার সহযোগিতা চান। মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশকে সহায়তার আশ্বাস দেন।
এর আগে পররাষ্ট্র উপদেষ্টা যুক্তরাজ্যের পররাষ্ট্রসচিব ডেভিড ল্যামির সঙ্গে সাক্ষাৎ করেন। তাঁরা বিভিন্ন দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও বহুপক্ষীয় বিষয় নিয়ে আলোচনা করেন। উভয়ই বাংলাদেশে চলমান সংস্কার, রোহিঙ্গা সংকট, এলডিসি-পরবর্তী সহায়তা ইত্যাদি বিষয়ে আলোচনা করেন।
পররাষ্ট্র উপদেষ্টা নিউজিল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী উইনস্টন পিটার্স, শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী বিজিথা হেরাথ এবং কোরিয়া প্রজাতন্ত্রের উপমন্ত্রী ও প্রতিনিধিদলের প্রধান পার্ক ইউনজুর সঙ্গেও সাক্ষাৎ করেন। এ সময় দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
বাংলাদেশ ২০০৬ সালে এআরএফের সদস্য হয়। নব্বইয়ের দশকের গোড়ার দিকে ফোরামটি প্রতিষ্ঠিত হয়।