রেকর্ড গড়ে বাংলাদেশকে ধবলধোলাই পাকিস্তানের
Published: 1st, June 2025 GMT
এবারের পাকিস্তান সফরে বাংলাদেশ দলের প্রাপ্তি কী?
মাঠের বাইরের কোনো প্রাপ্তির কথা যদি বলেন, তাহলে শেষ টি–টোয়েন্টির আগে পাকিস্তান প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির আমন্ত্রণে পাঞ্জাবের গভর্নর হাউসে যাওয়া–খাওয়া, উপহার হিসেবে স্মারক নেওয়া এবং প্রেসিডেন্টের মুখে বাংলাদেশ নিয়ে কিছু প্রশাংসাবাণী শোনা।
আর মাঠ থেকে প্রাপ্তি! লাহোরে গত রাতে নিয়মরক্ষার শেষ ম্যাচে ১৯৬ রান করতে পারা, যা টি–টোয়েন্টি পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের সর্বোচ্চ।
ব্যস, এটুকুই। লক্ষ্যটা বড় হলেও মোহাম্মদ হারিসের সেঞ্চুরিতে ১৬ বল আর ৭ উইকেট বাকি রেখেই ম্যাচটা জিতে নিয়েছে পাকিস্তান। আগের দুই ম্যাচে ৩৭ ও ৫৭ রানে জেতা আগা সালমানের দল এই ম্যাচ জিতে ধবলধোলাইয়ের তেতো স্বাদ দিয়েছে বাংলাদেশকে। গাদ্দাফি স্টেডিয়ামে আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে এটিই সর্বোচ্চ রান তাড়া করে জয়।
বাংলাদেশের ইনিংসের শেষ দিকে পাকিস্তানের বোলাররা দারুণ বোলিং করেছেন.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন ভবন থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তাঁর নাম মো. আরিফুল। শুক্রবার বেলা এগারোটার দিকে তিনি ভবন থেকে পড়ে যান বলে জানা গেছে।
বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রের কর্তব্যরত চিকিৎসক নিংতম বলেন, বেলা এগারোটার দিকে কয়েকজন ওই শ্রমিককে নিয়ে আসেন। অবস্থা গুরুতর দেখে তখনই তাঁকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়।
নির্মাণাধীন ভবনটির ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তা মোমিনুল করিম শুক্রবার রাতে প্রথম আলোকে বলেন, ভবনটির নির্মাণকাজ বর্তমানে বন্ধ রয়েছে। তবে কিছু শ্রমিক ওই ভবনে থাকেন। দুপুরের দিকে তিনি জানতে পারেন একজন শ্রমিক ভবন থেকে পড়ে গেছেন। তাঁকে এনাম মেডিকেলে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছিলো। সন্ধ্যাবেলায় তাঁকে জানানো হয় ওই শ্রমিক মারা গেছেন।
তবে এনাম মেডিকেলের ডিউটি ম্যানেজার সুলতান প্রথম আলোকে বলেন, জাহাঙ্গীরনগর থেকে একজন রোগীকে আনা হয়েছিল। উনি ছাদ থেকে পড়ে গেছেন বলে জানানো হয়। মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছানোর আগেই তিনি মারা যান।
শুক্রবার রাত পৌনে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক একেএম রাশিদুল আলম প্রথম আলোকে বলেন, ‘আমি আধা ঘণ্টা আগে খবর পেয়েছি। সঙ্গে সঙ্গে যোগাযোগ করেছি। এমন একটি ঘটনা আমাদের আগে জানানো হয়নি কেন, তা জিজ্ঞাসা করেছি। বিষয়টি প্রো-ভিসি (এডমিন) দেখছেন।’