‘ট্রিপল সেঞ্চুরি’র লক্ষ্য নিয়ে বিসিবিতে কাজ শুরু করলেন বুলবুল
Published: 2nd, June 2025 GMT
বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) সভাপতির দায়িত্ব নেওয়ার পর শুরু থেকেই পরিকল্পনা বাস্তবায়নে সক্রিয় হয়ে উঠেছেন আমিনুল ইসলাম বুলবুল। সমকালকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) ও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলে (আইসিসি) দীর্ঘদিনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তিনি বাংলাদেশ ক্রিকেটে একটি কার্যকর পরিবর্তন আনতে চান।
বুলবুল বলেন, ‘অস্ট্রেলিয়ায় কোচিং কোর্সের লেভেল ওয়ান, টু ও থ্রি করার পর ভিক্টোরিয়ার ইনস্টিটিউট অব স্পোর্টস থেকে সম্পন্ন করেছি বেসিক প্রিন্সিপাল অব কোচিং। এরপর এশিয়ান ক্রিকেট কাউন্সিলে সাড়ে আট বছর ডেভেলপমেন্ট অফিসার হিসেবে কাজ করেছি। সেখানে আমার কাজ ছিল বোর্ড কীভাবে পরিচালিত হয়, সেই প্রোগ্রামগুলো বাস্তবায়ন করা।’
আইসিসির অভিজ্ঞতার কথাও তুলে ধরেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক। তিনি জানান, ‘আইসিসিতে আমার কাজ ছিল গবেষণাভিত্তিক। কৌশল কী হওয়া উচিত, সহযোগী দেশগুলোতে কীভাবে বাস্তবায়ন করব, সেটা ছিল মূল দায়িত্ব। আফগানিস্তান যেমন সহযোগী দেশ থেকে পূর্ণ সদস্য হয়েছে আমার হাত ধরেই। এছাড়া নেপাল, ওমান, হংকং, সিঙ্গাপুর, মালয়েশিয়াসহ ২০টি দেশের সঙ্গে কাজ করেছি। এই অভিজ্ঞতার একটি প্যাকেজ বাংলাদেশকে উপহার দিতে চাই।’
এই ‘প্যাকেজ’ সম্পর্কে আরও বিস্তারিত জানাতে গিয়ে বুলবুল বলেন, ‘শনিবার সাড়ে চার ঘণ্টা জরুরি সভা করেছি। আমি নিজেই প্রেজেন্টেশন দিয়েছি। নাম দিয়েছি ‘ট্রিপল সেঞ্চুরি’, শতভাগ সততা, শতভাগ পারফরম্যান্স এবং শতভাগ লক্ষ্য পূরণ। এই তিনটি ভিত্তির ওপর ভিত্তি করেই চারটি প্রোগ্রাম চালু করব। এর মাধ্যমে সুযোগ-সুবিধা, ইন্টিগ্রেটি, হাই পারফরম্যান্স ও বোর্ডের কার্যক্রম এক ছাতার নিচে আনা হবে। আমরা কাজ শুরু করে দিয়েছি।’
উল্লেখ্য, ফারুক আহমেদকে অপসারণের পর বিসিবির ১৭তম সভাপতি হিসেবে দায়িত্ব পান আমিনুল ইসলাম বুলবুল। জাতীয় ক্রীড়া পরিষদের ঘোষণা অনুযায়ী, সাবেক এই ক্রিকেটার এখন দেশের ক্রিকেট প্রশাসনের সর্বোচ্চ পদে। খেলোয়াড়ি জীবনে যিনি দেশের প্রথম টেস্ট অধিনায়ক ছিলেন, সেই বুলবুল এবার দায়িত্ব নিচ্ছেন দেশের ক্রিকেটকে এগিয়ে নেওয়ার নেতৃত্বে।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ড ঘোষণা
কালচারাল জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ (সিজেএফবি) ঘোষণা করেছে, ২৪তম সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ড। রবিবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর হোটেল শেরাটনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে পুরস্কারের ঘোষণা দেন সিজেএফবির টাইটেল স্পন্সর একুশে টেলিভিশনের ভাইস চেয়ারম্যান ও এমডি তাসনোভা মাহবুব সালাম।
এ সময় ২৪তম পুরস্কারের লোগো উন্মোচন করেন খ্যাতিমান সংগীত তারকা বেবী নাজনীন এবং একুশে টিভির চেয়ারম্যান আবদুস সালাম।
আরো পড়ুন:
ফারুকীর রহস্যঘেরা ওয়েব সিরিজ ‘৮৪০’ ওটিটিতে
রানিরা কাউকে অনুসরণ করে না: অপু বিশ্বাস
অনুষ্ঠানের শুরুতে সদ্য প্রয়াত লালনগীতির কিংবদন্তি শিল্পী ফরিদা পারভীন স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর সংগঠনের সভাপতি এনাম সরকার জানান, আগামী ১৭ অক্টোবর রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে অনুষ্ঠিত হবে এ বছরের অ্যাওয়ার্ড অনুষ্ঠান।
সংগঠনটির প্রধান উপদেষ্টা তামিম হাসান জানান, বরাবরের মতো এবারো বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠানটি হবে। সার্বিক পরিকল্পনা তুলে ধরেন সিজেএফবির সাধারণ সম্পাদক এম এস রানা।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন সিজেএফবির ইভেন্ট পার্টনার অন্তর শোবিজের চেয়ারম্যান স্বপন চৌধুরী, একুশে টিভির পরিচালক ব্যারিস্টার তানজীব, এবং সিজেএফবির যুগ্ম-সম্পাদক শাকিলুর রহমান (শাকিল)। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শ্রাবণ্য তৌহিদা।
বরাবরের মতো এবারো সংগীত, চলচ্চিত্র ও টেলিভিশন মিডিয়ার বছর সেরা তারকারাই মনোনীত ও পুরস্কৃত হবেন। একইসঙ্গে থাকবে দেশের স্বনামখ্যাত শিল্পীদের ঝলমলে পারফরম্যান্স।
ঢাকা/শান্ত