বকেয়া বেতনের দাবিতে সাভারের হেমায়েতপুরে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন একটি পোশাক কারখানার শ্রমিকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাস, জলকামান ব্যবহার করে ও লাঠিচার্জ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে।  

সোমবার (২ জুন) সকাল ৯টার দিকে বসুন্ধরা গার্মেন্টস লিমিটেড নামে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা  সড়ক অবরোধ করেন। প্রায় দেড় ঘণ্টা সড়ক অবরোধের পর পুলিশ শ্রমিকদের ছত্রভঙ্গ করলে যান চলাচল স্বাভাবিক হয়।   

শ্রমিকদের অভিযোগ, কারখানা কর্তৃপক্ষ এপ্রিল ও মে মাসের বেতন এখনো পরিশোধ করেনি। গত ১৭ মে দেওয়া এক নোটিশে ১৮ মে থেকে ৩১ মে পর্যন্ত কারখানা লে-অফ ঘোষণা করা হয় এবং ২৫ মে বকেয়া বেতন পরিশোধের প্রতিশ্রুতি দেওয়া হয়। তবে নির্ধারিত দিনে বেতন পরিশোধ না করায় ক্ষুব্ধ শ্রমিকরা ওই দিন বিকেলে কারখানার সামনের আঞ্চলিক সড়ক অবরোধ করেন। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে কর্তৃপক্ষ ২৯ মে বেতন পরিশোধের আশ্বাস দেয়। কিন্তু তাও পূরণ হয়নি।

পুনরায় গতকাল রবিবার বেতন দেওয়ার কথা থাকলেও তা হয়নি। সোমবার সকাল থেকে বিক্ষুব্ধ শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক শ্রমিক বলেন, “কারখানার মালিক বারবার তারিখ দিলেও বেতন দেয় না। তাই বাধ্য হয়ে আমরা সড়কে নেমেছি। পুলিশ টিয়ার শেল ছুড়েছে, লাঠিচার্জ করেছে, পানি ছিটিয়েছে। অনেকে আহত হয়েছেন।”

অপর এক শ্রমিক বলেন, “সেনাবাহিনী মালিককে এনে বেতন দেওয়ার তারিখ জানালেও মালিক তা মানেনি। ঈদের আগে বেতন-বোনাস না পেলে আমরা বাড়ি যাব কীভাবে?”

জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সাভার থানা কমিটির সাধারণ সম্পাদক কবির হোসেন বলেন, “দুই মাসের বেতন পাওনা রয়েছে শ্রমিকদের। সামনে ঈদ, শ্রমিকরা বেতন না পেলে তারা চলবে কীভাবে? আমরা কারখানা কর্তৃপক্ষকে অনুরোধ করছি দ্রুত বকেয়া পরিশোধ করতে।”

বসুন্ধরা গার্মেন্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শহিদুল্লাহর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল নম্বর বন্ধ পাওয়া যায়।

এ বিষয়ে আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১ এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভুঁইয়া বলেন, “শ্রমিকেরা সড়ক অবরোধ করলে প্রথমে আমরা তাদের বুঝিয়ে সরানোর চেষ্টা করি। পরে বাধ্য হয়ে টিয়ার শেল ও জলকামান ব্যবহার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি।”

ঢাকা/সাব্বির/ইভা 

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর পর শ ধ

এছাড়াও পড়ুন:

আফগানিস্তানে মধ্যরাতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় হিন্দুকুশ অঞ্চলে ৬ দশমিক ৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্র ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে। দুই মাস আগেই দেশটিতে এক ভূমিকম্পে কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছিল।

ইউএসজিএস জানায়, রোববার দিবাগত রাতে আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে মাজার-ই-শরিফ শহরের কাছে খোলম এলাকায় ভূমিকম্পটি আঘাত হানে। স্থানীয় সময় রাত ১২টা ৫৯ মিনিটে আঘাত হানা এই ভূমিকম্পের গভীরতা প্রথমে ১০ কিলোমিটার বলা হয়। পরে তা সংশোধন করে গভীরতা ২৮ কিলোমিটার বলে জানায় সংস্থাটি।

আফগানিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, হতাহত ও ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

উল্লেখ্য, গত ৩১ আগস্ট আফগানিস্তানের সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্পটি আঘাত হেনেছিল। দেশটির পূর্বাঞ্চলে আঘাত হানা রিখটার স্কেলে ৬ মাত্রার ওই ভূমিকম্পে ২ হাজার ২০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারান।

আরও পড়ুনআফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ২২০৫, খোলা আকাশের নিচে মানুষ০৫ সেপ্টেম্বর ২০২৫

আফগানিস্তানে প্রায়শই ভূমিকম্প আঘাত হানে। বিশেষ করে হিন্দুকুশ পর্বতমালা বরাবর, যেখানে ইউরেশীয় এবং ভারতীয় টেকটোনিক প্লেটগুলো মিলিত হয়েছে।

ব্রিটিশ ভূতাত্ত্বিক জরিপ সংস্থার ভূমিকম্পবিদ ব্রায়ান ব্যাপটির দেওয়া তথ্য মতে, ১৯০০ সাল থেকে উত্তর-পূর্ব আফগানিস্তানে রিখটার স্কেলে ৭ মাত্রার বেশি ১২টি ভূমিকম্প আঘাত হেনেছে।

আরও পড়ুন৩৫ বছরে আফগানিস্তানে ভয়াবহ যত ভূমিকম্প আঘাত হেনেছে০১ সেপ্টেম্বর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ