দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে নির্বাচন ব্যবস্থা নিয়ে গভীর সংশয় প্রকাশ করেছেন জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব ডা. জাহেদুল ইসলাম। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, সংস্কার ছাড়া নির্বাচন মেনে নেবে না জনগণ।

বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা পরিষদ সম্মেলন কক্ষে জাতীয় নাগরিক পার্টির ময়মনসিংহ জেলা ও মহানগর কমিটি আয়োজিত ‘মৌলিক সংস্কার’ বিষয়ক আলোচনা সভা হয়। সভা শেষে সাংবাদিকদের এই কথা জানান তিনি।

ডা.

জাহেদুল ইসলাম স্পষ্ট করে বলেন, ‘নির্বাচন একটি প্রক্রিয়া, কিন্তু জুলাই অভ্যুত্থানের মূল দাবি হলো– সংস্কার ছাড়া দেশের জনগণ কোনো নির্বাচন গ্রহণ করবে না। আমাদের বুঝতে হবে কোন সংস্কারগুলো কেন জরুরি। এই রাষ্ট্র বারবার ব্যর্থ হয়েছে। তাই রাষ্ট্র কাঠামোর মৌলিক সংস্কার ছাড়া কোনো নির্বাচন হলে তা প্রশ্নবিদ্ধ হবে এবং আমাদের আন্দোলনও প্রশ্নবিদ্ধ হবে।’

আলোচনা সভায় সভাপতিত্ব জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক জাবেদ রাসিন। বিশেষ অতিথি ছিলেন জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব ডা. জাহেদুল ইসলাম। এছাড়া বিশেষ আলোচক হিসেবে বক্তব্য দেন এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার ও তাজনূভা জাবীন।

কেন্দ্রীয় সংগঠক আবুল বাশার বলেন, জাতীয় যুবশক্তি শুধু রাজনৈতিক সংগঠন নয়, এটি একটি পরিবর্তনের প্লাটফর্ম। আমরা বিশ্বাস করি সঠিক দিকনির্দেশনা ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে যুবসমাজ পারে দেশের প্রতিটি ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আনতে।

এর আগে আজ দুপুরে জাতীয় যুবশক্তির ময়মনসিংহ জেলা ও মহানগর কমিটি গঠনের লক্ষ্যে একটি সমন্বয় সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সদস্য সচিব ডা. জাহেদুল ইসলাম। সভাপতিত্ব করেন জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক আল হাসিব প্রিয় শান্ত। সঞ্চালনা করেন জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধি মোজাম্মেল হক। আরও বক্তৃব্য দেন জাতীয় যুবশক্তির যুগ্ম সদস্য সচিব (দপ্তর) ইনজামুল হক এবং যুবনেতা মামুন ফরাজি।

উৎস: Samakal

কীওয়ার্ড: জ ত য় ন গর ক প র ট জ হ দ ল ইসল ম য বশক ত র

এছাড়াও পড়ুন:

একাত্তরের গণহত্যার জন্য জামায়াতকে নিষিদ্ধ করতে হবে: আলাল

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, ‘‘বিএনপির পক্ষ থেকে দাবি তোলা উচিত, চব্বিশ এবং আগের গণহত্যা, নির্যাতন-নিপীড়ন, ভোটাধিকার হরণ—এসবের জন্য যদি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হতে পারে। তাহলে একাত্তরে গণহত্যা, ধর্ষণ, নারকীয় হত্যাযজ্ঞের জন্য জামায়াতে ইসলামীকেও নিষিদ্ধ করতে হবে। তাদের কার্যক্রমও নিষিদ্ধ করতে হবে। একই অপরাধে দুই রকমের বিচার হতে পারে না।’’

শনিবার (১ নভেম্বর) রাজধানী ঢাকায় জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের আয়োজনে ‘স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অপরিহার্য’ শীর্ষক মুক্তিযোদ্ধা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরো পড়ুন:

দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করুন: দুলু

নৌকা ডুবেছে, শাপলা ভাসবে: এনসিপির তুষার

মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, ‘‘যদি আওয়ামী লীগের মতো একই ধরনের অপরাধে জামায়াতের বিচার না হয়, তাহলে সেটা হবে ইতিহাসের প্রতি অবিচার।’’

তিনি বলেন, ‘‘আজকে জামায়াত তাদের পোশাক-চেহারা, আচরণ পাল্টে নতুন রূপে হাজির হয়েছে। তারা হিন্দু সম্প্রদায়ের সঙ্গে বৈঠক করছে। কিন্তু, মূল উদ্দেশ্য বিএনপিকে আক্রমণ করা। এই বহুরূপীদের চেহারা জনগণ চিনে ফেলেছে।’’

বিএনপির এই নেতা বলেন, মুক্তিযুদ্ধের চেতনা ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে বিএনপিই একমাত্র শক্তি। অথচ এই শক্তিকে দুর্বল করার ষড়যন্ত্র চলছে। সরকার নিজের ক্ষমতা টিকিয়ে রাখতে নির্বাচনের নামে প্রক্রিয়া চালালেও জনগণের সার্বভৌম ক্ষমতা কেড়ে নিচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

আলাল আরো বলেন, ‘‘বর্তমান সরকার মনে করেছে, দেশের সব অনাচারের মূলে সংবিধান। কিন্তু সমস্যার মূল সংবিধান নয়—ক্ষমতার অপব্যবহার ও জনগণের ভোটাধিকার হরণ। শেখ হাসিনার ১৬-১৭ বছরের শাসনে এই অন্যায়, নির্যাতন, দুর্নীতি ও অর্থ পাচারই হয়েছে সবচেয়ে বড় বাস্তবতা।’’

ঢাকা/রায়হান/রাজীব

সম্পর্কিত নিবন্ধ

  • জুলাই সনদ জনগণের নয়, কিছু উপদেষ্টার প্রয়োজন: হাফিজ
  • একাত্তরের গণহত্যার জন্য জামায়াতকে নিষিদ্ধ করতে হবে: আলাল
  • জ্বালানি সুবিচার নিশ্চিতে সংগ্রাম, শপথ যুব সংসদের সদস্যদের
  • বন্দরে বিএনপি নেতা তাওলাদের উপর হামলাকারীদের গ্রেপ্তারে আল্টিমেটাম
  • বিএনপি ও জামায়াত কে কোন ফ্যাক্টরে এগিয়ে
  • অন্তর্বর্তী সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে: ফখরুল
  • সরকার নিরপেক্ষতা হারালে জনগণ মাঠে নামবে: তাহের
  • সংস্কার ইস্যুতে সব দল ঐক্যবদ্ধ থাকলেও বিএনপি অবস্থান পরিবর্তন করে
  • বিএনপি-জামায়াত দেশকে অন্য এক সংকটের দিকে নিয়ে যাচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী
  • জনগণের সঙ্গে এটা প্রতারণা: মির্জা ফখরুল